| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ঋতো আহমেদ
	আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
পৃথিবী শ্বাপদসঙ্কুল- এই কথা ভুল
আসলে, পৃথিবী মানব-সঙ্কুল 
টের পেয়ে গেছি হাড়ে হাড়ে
বুঝতে বাকি নেই কারো
এই শহরের জনো-অরণ্যে মুখোশে মুখোশে ছেয়ে আছে 
কী ?
প্রতিটি অলি ও গলি
রাজপথ
বাসাবাড়ি কর্মক্ষেত্র সব-ই
ওত পেতে আছে, কী ?
কেউ কারো নয়
ভরসা বিশ্বাস এইসব শব্দ এখন কিতাবী 
পৃথিবী শ্বাপদসঙ্কুল- এই কথা ভুল
আসলে, পৃথিবী মানব-সঙ্কুল 
ও হরি ও হরি
২৫.০৫.২০১৮
 
২৫ শে মে, ২০১৮  রাত ৯:২১
ঋতো আহমেদ বলেছেন: জি, ধন্যবাদ।
২| 
২৫ শে মে, ২০১৮  রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: অবশ্যই আপনি এই কবিতা বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন?
 
২৫ শে মে, ২০১৮  রাত ৯:১৭
ঋতো আহমেদ বলেছেন: কবিতা অবাস্তব হয় নাকি ??
৩| 
২৫ শে মে, ২০১৮  রাত ৯:০৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতা ভালো বুঝি না। তারপরও খারাপ লাগে নি।
 
২৫ শে মে, ২০১৮  রাত ৯:১৬
ঋতো আহমেদ বলেছেন: হা হা হা
৪| 
২৫ শে মে, ২০১৮  রাত ১০:০৭
অনুতপ্ত হৃদয় বলেছেন: কেউ কারো  না
ভরসা  বিশ্বাস  এইসব শব্দ এখন কিতাবি
সত্যিই তাই ভালো লাগলো
 
২৫ শে মে, ২০১৮  রাত ১১:৪৪
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৮  রাত ৮:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: পৃথিবী মানবসঙ্কুল।
ধন্যবাদ।