![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
রাখো,
প্রিয়তম দৃশ্যদের আপন করতলে
সময়ে সময়ে খোলো
দেখে নাও তাকে
সে আছে
সে থাকে
সে তোমার হৃদয় সরোবরে
বেদনার নীল আলোকচিত্র হয়ে
সে থাকে
সে আছে
সে তোমার প্রিয়াঙ্গনে- স্বপন নিলয়ে
২৩.০৫.২০১৮
০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৭
ঋতো আহমেদ বলেছেন: অর্থনীতিবিদ হয়েও কবিতার ভেতরে ঢুকে যান কীভাবে !! অমর্ত্য সেনও রবীন্দ্রনাথ পড়েছেন ?!
২| ০১ লা জুন, ২০১৮ রাত ২:২২
জাহিদ অনিক বলেছেন: মোটামুটি লাগলো
০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৭
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ অনিক
৩| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: খাপছাড়া। বড্ড এলোমেলো। আর অগোছালো।
০১ লা জুন, ২০১৮ দুপুর ২:২৮
ঋতো আহমেদ বলেছেন: মোটেও খাপছাড়া বা এলোমেলো নয়। একদম ছোট ও সহজ একটি কবিতা।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৮ রাত ১১:৫৭
অর্থনীতিবিদ বলেছেন: যে থাকে সে সবসময়ই থাকে। বিভিন্ন রূপে আর সমগ্র অস্তিত্তে।