নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

উন্নয়নের গণতন্ত্র ০৯

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

#
আগে যখন ফিরতাম, অনেক রাত হয়ে যেত
অন্ধকারে অন্ধের মতো সময়কে ধারণ করতে চাইতাম
বৃথাই-
ফিরিয়ে আনতে চাইতাম আমার স্বপ্ন ও পরিকল্পনা-দের
আপন আলোয়

এইসব কিছুকাল মাত্র আগের কথা ।

আর এখন প্রত‍্য‌েকটি দিন
সূর্যালোকে
রাস্তায় রাস্তায় রাজপথে নিবদ্ধ রাখছি দৃষ্টি
এখন আমার এমন সৌভাগ্য যে
দৃশ‍্যমান উন্নয়ন উদ্যোগ-এর ভেতর দিয়েই ফিরছি-

এইরকম ভাবছি

অথচ কী আশ্চর্য, কিছুই তেমন খুঁজে পাচ্ছি না আমার
কাঙ্ক্ষিত

পদ্মা সেতু
মেট্রো রেল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
মাতারবাড়ী আথবা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র
কক্সবাজার রেলওয়ে
পায়রা কিংবা সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর..

এদ্দিন পর‌ও
এগুলোর কোনোটাই কেন যে চোখের সামনে দৃশ্যমান
হয়ে উঠছে না, বুঝতে পারছি না

তবে কি সত্যি অন্ধের কাতারে শামিল হওয়ার সময় এসছে আমার
শ্লোগানে শ্লোগানে পোস্টারে পোস্টারে ছেয়ে আছে যা
কেন তা দেখতে পাই না আমি

আমার কি ডাক্তার দেখানো প্রয়োজন !
কোন ডাক্তার দেখাবো আমি? চোখের, না মনের?

আগে যখন ফিরতাম, অনেক রাত হয়ে যেত..
উন্নয়নের গণতন্ত্রে অন্ধকারে অন্ধের মতো হাত বাড়াতাম

০৩.০৬.২০১৮

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৫৯

সনেট কবি বলেছেন: কবিতা ভালো হয়েছে!

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:২৩

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে‌ কৃতজ্ঞতা ফরিদ ভাই।

২| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:১৪

অর্থনীতিবিদ বলেছেন: উন্নয়নের জোয়ারে আমরা ভাসছি। সেই জোয়ারে রাস্তায় রাস্তায় এখন পানি। বর্তমান প্রজন্ম নিখরচায় এখন রাস্তায় দাড়িয়ে কক্সবাজারের মতো ঢেউ দেখতে পায়। ঢাকার রাস্তায় এখন নৌকা, রিকশা, বাস সব একসাথে চলে। এগুলোও তো উন্নয়ন। ডিজিটাল উন্নয়ন।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:২৩

ঋতো আহমেদ বলেছেন: যথাযথ বলেছেন। উন্নয়নের জোয়ারে ঢাকা আর ঢাকা নাই, ভেনিস হয়ে গেছে।

৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:০৬

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২০

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে‌ কৃতজ্ঞতা লাবণ্য জি।

৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:২২

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.