![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
এই যে বটবৃক্ষের নিচে দাঁড়িয়েছো
শ্বেত-শুভ্র-বসনা; অগ্নি-
অগ্নি আমার
এই যে আকাশ আলো করে তাকিয়েছো
এই ভোর এই প্রাত-মূর্ছনা
শুধুই কি আমার জল্পনা !
নাকি, আমিও আসবো; তোমার অপেক্ষার কাছে
ভাসাবো; এইসব মোহন মুহূর্তের; সমূহ বন্দনা-
ধীর পায়ে হেঁটে
প্রসূন ছন্দে
ছুঁয়ে ফেলবো তোমার গহন মন; প্রণয়; প্রশ্রয় ?
বলো আমায়
যদি এসে দাঁড়াই তোমার স্রোতস্বিনীর উপকূলে-
সূর্য এসে পৌঁছুবে এক্ষুনি; বলো
এই শহরের প্রিয়তম নদটির পাশে; পাশাপাশি তুমি; আর আমি
আর তোমার ঠোঁটের আলিঙ্গনের
একচিলতে রোদ; বলো
ভালোবাসো ? ভালোবাসবে ? ভালোবেসে বাড়িয়ে দেবে হাত-
যন্ত্রণা ?
০৪.০৬.২০১৮
ছবি কৃতজ্ঞতা:: রশ্মিতা বিশ্বাস
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ হোসেন।
২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখুন।
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
ঋতো আহমেদ বলেছেন: হা হা.. এটাও মাথার উপর দিয়ে গেছে !!
৩| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:১৩
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ভালো লাগলো।
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সঞ্জীব ভাই
৪| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৪২
বিজন রয় বলেছেন: আমরা তো জানতাম বটবৃক্ষের নীচে ছায়া থাকে, আজ জানলাম অগ্নি থাকে।
অগ্নি আর যন্ত্রণা আজসব বটবৃক্ষের নীচে।
অনেক ভেবেছেন কবিতাটি লিখতে এটা বোঝা যায়।
কিছু শব্দের ধারাবাহিকতা ও মূর্ছনা ভাল লেগেছে।
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
ঋতো আহমেদ বলেছেন: বিজন দা । কেমন আছেন । হ্যা, ভেবেছি । ভাবতে ভাবতে লিখেছি । থেমেছি । আবার লিখেছি । কবিতার শরীর অদ্ভুত আবিষ্কারের শরীর । অক্ষরে, শব্দে, পংক্তিতে, বিরাম চিহ্নে । স্পেসে। অনেক কথা ব'লে, আবার না ব'লেও বলা থাকে । বলা যায় ।
অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫২
আহমেদ জী এস বলেছেন: ঋতো আহমেদ ,
ভালোবেসে শুধু যন্ত্রনাই বাড়ে । শুভ্র-বসনা কেউ হাত বাড়িয়ে থাকেনা ।
সুন্দর রূপকল্প নিয়ে ভালোবাসার একটি বন্দনাকাব্য ।
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২০
ঋতো আহমেদ বলেছেন: আহমেদ জি এসে, আমার এই পোস্ট এ আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। সত্যি, ভালোবাসা শুধু যন্ত্রণা বাড়ায়। আবার একে ছাড়াও চলে না। অদ্ভুত।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর। শুভ কামনা।