![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
জলের ভেতর পাঠিয়েছি প্রসূন
জলের মধ্যেই আজাদ
তবেই-না পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ
আবাদ।
জলের ভেতর সাজিয়ে রেখেছি প্রশ্বাস
সাজিয়ে রেখেছি বিস্ময়
রক্তজবার মতো টকটকে
প্রেমিকের মৃত্যুর মতো অতলস্পর্শী- অন্বয়
এখন বলো কী চাও তুমি
আবাদ ও আজাদের মধ্যে ডুবে, আশ্চর্য তোমার যাপন-
আশ্বাস
বিশ্বাস
এবং
নাভিশ্বাস
০৭.০৬.২০১৮
০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯
ঋতো আহমেদ বলেছেন: হা হা হা.. না ভাই, আমি সনেট কবি নই । সনেট লিখার দুঃসাহস করেছিলাম তার পরিণতি এই ।
২| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৭
সনেট কবি বলেছেন: গুড
০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩
ঋতো আহমেদ বলেছেন: মাফ করবেন এই ধৃষ্টতা। সবার দারা সব কিছু হয়ে ওঠে না।
৩| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৪
স্বচ্ছ দর্পন বলেছেন: ভালো লেখা.. এগিয়ে যান...
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
ভালোবাসার প্রকারভেদ - স্বচ্ছ দর্পন
০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৯
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। কিন্তু, এগিয়ে কোথায় যাব? ঠিক আছে আপাতত আপনার ব্লগ ঘুরে আসি
৪| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৯
লাবণ্য ২ বলেছেন: চমৎকার!
০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:০১
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ লাবণ্য ২ জি। কেমন আছেন আপনি
৫| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা কি ভাই সনেট? মাথা ঘুরছে!
তবে ছড়া/কবিতা হিসেবে মন্দ নয়।
০৯ ই জুন, ২০১৮ রাত ১২:১৬
ঋতো আহমেদ বলেছেন: যে যেমন ভাবে । আসলে যার যার চিন্তার পরিধি যতটুকু সে হয়তো ততটুকুই পারে।
৬| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩১
বিজন রয় বলেছেন: +++++
তাহলে এই কবিতাটির নাম প্রসূন আজাদ হতে পারতো।
শেষ দিকে ফাঁকি দিয়েছেন।
০৯ ই জুন, ২০১৮ রাত ১২:১৭
ঋতো আহমেদ বলেছেন: তীক্ষ্ণ দৃষ্টি আপনার
৭| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
উভচর নামে একটা বই আছে পড়েছেন?
০৯ ই জুন, ২০১৮ রাত ১২:১৮
ঋতো আহমেদ বলেছেন: না ভাই পড়িনি
৮| ০৯ ই জুন, ২০১৮ রাত ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: চালিয়ে যান।
০৯ ই জুন, ২০১৮ রাত ১২:২৭
ঋতো আহমেদ বলেছেন: উৎসাহ দিচ্ছেন !
৯| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: না ভাই পড়িনি
পড়বেন।
ভালো বই।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ আমরা আরো একজন সনেট কবির দেখা পেলাম,
এবার জমবে সমানে সমান। ধন্যবাদ নব্য সনেট কবি।