নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

উদ্বেগ

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:১৫

#
ওহ্ ঝড় ! ও আমার উদ্বেগ (উথালপাথাল)

তুমিও উতল হ’লে, কী করে লিখি- কী করে লিখে যাই ছবি
তুমিও বিরাগ হ'লে, লিখে পাঠাই কোন রক্তকরবীর খুন-
বলি কোন কথা- এমন প্রপঞ্চ আমার ।

ওহ্ ঝড় ! ও আমার উদ্বেগ (আপন উজাড়)
তুমি তবে একা হ‌ও, আরো বেশি একা; নির্জীব নিথর যেমন
পাথর হয়ে যাও- হ‌ও নির্জন, নিহারিকা ।

ঝড় ও ঝঞ্জার পর
এবার বৃষ্টি নামুক অনেক; বৃষ্টিরা এসে ভিজিয়ে দিক
নিভে যাক সব- সকল
অস্বস্তি;
ব‍্য‌াপক ঘাম ও ঘোরে- ঝড় ও ঝঞ্জার পর
আমাদের ঘরে; ঝিরিঝিরি শান্তির শীতল, আসুক পরিশেষ; রাত্তির-

ওহ্ ঝড় ! ও ঝড় ! ও আমার উদ্বেগ ! পাহাড় ! পাতাল !

১২.০৬.২০১৮

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:২৭

সাহসী সন্তান বলেছেন: কবিতা ভাল হইছে! তবে উদ্বেগ এর পরে ব্রাকেটের মধ্যে দুইটা শব্দ দিয়া আসলে কি বুঝাইলেন ঠিক বুঝলাম না। তাছাড়া কিছু শব্দের মিনিং জানা দরকার। প্রপঞ্চ মানে কি?

কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৫০

ঋতো আহমেদ বলেছেন: প্রপঞ্চ মানে বিস্ময় সূচক ইন্দ্রিয়গ্রাহ‍্য ব‍্যপার বা ঘটনা বা বস্তু ।

২| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৫

মোহিদ নজরুল বলেছেন: ভাললাগলো

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৫০

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই মোহিদ নজরুল

৩| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৫

অালপিন বলেছেন: ভালো লাগল।

*প্রপঞ্চ মানে তো 'মায়া', 'ভ্রম', ধাঁধা, ছলনা ইত্যাদি জানতাম।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:০২

ঋতো আহমেদ বলেছেন: জি। আপনি ঠিকই জানতেন

৪| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়ছি আর বাইরে সত্যি সত্যি ঝড় বৃষ্টি হচ্ছে।

১২ ই জুন, ২০১৮ রাত ৮:০০

ঋতো আহমেদ বলেছেন: তাই নাকি B:-)

৫| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাই নাকি

অবশ্যই।
মিথ্যা কেন বলব?

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: ঝড় ও ঝঞ্জার যে ক্ষয়ক্ষতি অবশ্যম্ভাবী, তা জেনেও কি ঝড়ের পরের স্বস্তিদায়ক শীতল বৃষ্টি প্রত্যাশিত? অবশ্য আকাশটা একবার গুমোট হলে, ঝড় না হওয়া পর্যন্ত স্বস্তি নেই, শান্তি নেই।
কবিতা ভাল লেগেছে। + +
@সাহসী সন্তান, প্রপঞ্চ মানে বিস্তার; মায়া (সৃষ্টিপ্রপঞ্চ); প্রবঞ্চনা (মায়াপ্রপঞ্চ); সংসার; 5 ভ্রম (এ বিশ্ব সংসার সবই প্রপঞ্চময়); অসত্য (প্রপঞ্চবচন); এসবকিছুই (অনলাইন অভিধানমতে)।
@সাহসী সন্তান, প্রপঞ্চ মানে বিস্তার; মায়া (সৃষ্টিপ্রপঞ্চ); প্রবঞ্চনা (মায়াপ্রপঞ্চ); সংসার; 5 ভ্রম (এ বিশ্ব সংসার সবই প্রপঞ্চময়); অসত্য (প্রপঞ্চবচন); এসবকিছুই (অনলাইন অভিধানমতে)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.