নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

গন্তব্যের নাম— আগুন প্রহর

১৯ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৬




#
সাঁতরে কোথাও যাবো,— এই ভেবে নামিয়েছ
সময়-সমুদ্র-স্রোত । কিন্তু, কোথায় যাবো আমি !
গন্তব্যের কী নাম কী ঠিকানা কিছুই তো বলো নি;
জানি না সাঁতার কাটার‌ কোনো মন্ত্রও । আমাকে—

দৌলত দিয়েছ
বিদ‍্য‌ে দিয়েছ
দিয়েছ হাড় ও হাভাত;—

এখন আর নিঃশর্ত ন‌ই আমি ।

সাঁতরে কোথাও যাওয়ার,— এই-যে প্রকল্পের কাজ কল্পনায় নিয়েছ,—
হয়েছ ঈশ্বর; আর, শর্ত সাপেক্ষে আমিও তো ঈশ্বর-কণা; অত‌এব,

এমন বিন্দু বিন্দু নিরবিচ্ছিন্ন স্থান-কাল— নেটওয়ার্ক—
এইসব আগুন প্রহর—
ডুবাও, পোড়াও— এবং ভাসিয়ে দাও হাল‌

ও আমার প্রণয়-সমুদ্র-কাল

১৮.০৬.২০১৮

ছবি : তৌসিফ হক

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:১৭

সনেট কবি বলেছেন: বুঝতে কষ্ট হচ্ছে।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৮

ঋতো আহমেদ বলেছেন: ঠিক বলেছেন, দূর্বোধ‍্যতা বর্তমান কবিতার একটা বড় দোষ । এটাকে কাটিয়ে উঠ‌‌াই কাম‍্য।

২| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৩০

জান্নাতুল ফেরদৌস মিম বলেছেন: বুঝতে কষ্ট হচ্ছে

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:২০

ঋতো আহমেদ বলেছেন: বেশি কষ্ট হলে, না-বুঝেই পড়ুন। তবুও পড়ুন। কবিতা। দিনে বা রাতে অন্তত একটি হলেও পড়ুন।

৩| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৮

সালমা নাসরিন৯৯ বলেছেন: কি লিখেছেন ? কিচ্ছু বুঝিনা।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:২২

ঋতো আহমেদ বলেছেন: না বুঝলে, বুঝার দরকার কি, অযথা

৪| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৪

কেয়া মজুমদার বলেছেন: অর্থ গুলো বুঝতে সমস্যা হচ্ছে।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৪

ঋতো আহমেদ বলেছেন: কাঁচা হাতের লিখা তো তাই হয়তো

৫| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৫

ঋতো আহমেদ বলেছেন: আপনার গোছালো পাঠক-মন দিয়ে গুছিয়ে পড়ে ফেলুন তো

৬| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৭

ঋতো আহমেদ বলেছেন: মাঝে মাঝে মন খারাপ হ‌ওয়াটাও প্রয়োজনীয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.