![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
কাল রাতের অস্থির ঈর্ষারা এখন আর নেই,—
হয়তোবা উপায়ান্তর না পেয়ে শেষে
চোখের জলের দাগ
হয়েছ;
চোখের মধ্যেই নিজেকে ডুবিয়ে—
নিভিয়ে দিয়েছ প্রপঞ্চ— ও, প্রহেলিকাদের ।
এখন অনেকটাই স্নিগ্ধ,
অনেকটাই শান্ত ও নিরাপদ তোমার দৃষ্টিরা—
আমি দেখতে পাচ্ছি,— তোমার চোখের ধূপ ও ধূন
আমি দেখতে পাচ্ছি ছাই, পোড়া মন ও মনন
দেখতে পাচ্ছি— বুকের বাঁ পাশ খুলে— খুলে রাখা লাল টীপ, আর—
কালচে-নীল
পাথর
বিধ্বস্ত,— পাগল পারা সব পাথর..
২৪.০৬.২০১৮
ছবি : FB
২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:০৮
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ। সামু ব্লগে অনেকদিন পর দেখলাম। শীত-নিদ্রায় ছিলেন ?
২| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৩৭
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ভালো লেগেছে।
২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:০৯
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ব্রো ।
৩| ২৪ শে জুন, ২০১৮ রাত ১১:৪৬
অচেনা হৃদি বলেছেন: আবেগ, বেশি আবেগ ! ঘটনা কি ?
২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:১৭
ঋতো আহমেদ বলেছেন: কেন, ইউ দোন্ত লাইক 'আবেগ' ! ঠিক আছে, এর পর 'সিরিয়াস' কবিতা দিব নে..
৪| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: আপনি ভালো কবিতা লিখেন। কিন্তু আপনার কবিতা আমার কাছে বড্ড অগোছালো মনে হয়।
২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:২০
ঋতো আহমেদ বলেছেন: কবিরা একটু অগোছালোই হয়। আপনি নিজের মতো গুছিয়ে নিন ভাই।
৫| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৪
আহমেদ জী এস বলেছেন: ঋতো আহমেদ ,
বিধ্বস্ত - পাগল পারা সব পাথর !
স্নিগ্ধ একটি লাইন , পাথরের কঠিনতার মাঝেও কোমল ।
২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৩
ঋতো আহমেদ বলেছেন: বাহ্, অনেক সুন্দর করে বলেছেন তো
৬| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১
খালেদা শাম্মী বলেছেন: দারুণ!
২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
ঋতো আহমেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা শাম্মী জি।
৭| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:০১
চাঁদগাজী বলেছেন:
এমন রাজনী যেন আর না আসে। আপনার কবিতা খুব একটা পড়া হয়নি, এটা পড়ে ভালোই লাগলো।
২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৬
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ গাজী ভাই। লিখালিখিতে আমি নতুন ও কাঁচা। শিখছি ও চেষ্টা করে যাচ্ছি।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৮ রাত ১১:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
বুকের পাঁজর খুলে লেখা প্রান্তরে অসংখ্য নুড়ি....
মনে আগে এতে স্রোত বয়ে গেছে...