নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মানুষ অবিশ্বাস্য

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯



#
সম্পূর্ণ বধির হ‌ওয়ার আগে আমি একটা ধূন শুনতে পেয়েছিলাম; বলা হচ্ছিলো
মানুষকে না কি অবিশ্বাস করতে নেই ! মানুষ‌ই সৃষ্টির‌ সেরা ।

ইতিকথার স্বপ্নচারীতা’য়‌ও পড়ছি আজ— ‘কুঁড়ির গর্ভে লুকিয়ে থাকা ভোর
ফুটুক কবিতা হয়ে’

কবিতা ! ওঃ কবিতা ! কোন সে কবিতা !

আমি কোন কবিতায় ভোর দেখবো বলো !
কী-ভাবে বুঝবো মানুষ‌ই সৃষ্টির‌ সেরা ! যখন—

দিব‍্য‌া(৭),— ছোট্ট একটি কুঁড়ি— যার কোনো গর্ভ‌ই হয়নি এখনও—
ধর্ষণের পর ধর্ষণের পর শেষে, রড ঢুকিয়ে দিয়ে কোন কবিতার ভোর খুঁজতে চেয়েছে ‘মানুষ’ !

আসিফা(৮),— দিনের পর দিন ধর্ষণ ও যন্ত্রণার পর, হত্যা—

এভাবে আরো, অসংখ্য, একের পর এক— এভাবেই

আর কতো আসিফা, দিব‍্য‌া, তনু কিংবা আর কতো কু্ঁড়ির গর্ভ খুঁড়ে ছিনিয়ে আনবো আমরা
একেকটা তড়তাজা ভোর—
একএকটা কবিতার বিস্ময়কর সব পংক্তি— মনুষত্ব— বিশ্বাস;— অবিশ্বাস্য

০২.০৭.২০১৮


ছবি : তৌসিফ হক

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

ঋতো আহমেদ বলেছেন: জনাব, ইহা একদম সহজ সরল স্পষ্ট ও গোছানো। বেশি বেশি কবিতা পড়ুন। দিনে অন্তত একটি হলেও পড়ুন

২| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫

আখেনাটেন বলেছেন: আসিফা, দিব‍্য‌া, তনু'দের জন্য এই নিষ্ঠুর পৃথিবীর জায়গা হল না। পশুত্বের কাছে মনুষত্বের পরাজয়। এর কোনো প্রতিকারও দেখছি না। আসিফা-তনুদের অভিশাপ বর্ষিত হোক প্রতিপক্ষ রাষ্ট্রযন্ত্রের উপর যারা তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে পারে না।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

ঋতো আহমেদ বলেছেন: রাষ্ট্রযন্ত্র তো এখন প্রহসন মাত্র। আইনশৃঙ্খলা আর বিচার ব‍্যবস্থার চরম অবনতি হয়েছে। হচ্ছে। আর আমাদের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব বলে কিছু থাকছে না।

৩| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

ফেনা বলেছেন: চরম সত্য, কঠিন বাস্তবতার কথাগুলি সবসময় অগোছালোই হয়।

ভিষণ হ্রদয় বি্ধারক।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬

ঋতো আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ফেনা ভাই। কবিতায় বলা কথার ফাঁকে ফাঁকে না-বলা কথাও থাকে। অভিজ্ঞ পাঠকের চোখে তা ধরা পড়ে। অগোছালো মনে হয় না।

৪| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভাব ও ক্ষোভের প্রকাশ ঘটলেও, কাব্য ব্যাঞ্জনার ঘাটতিটুকু দূর করলে আরো সুন্দর হবে।
শুভ কামনা।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮

ঋতো আহমেদ বলেছেন: আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

সাইন বোর্ড বলেছেন: সময়, ভাবনা, প্রকাশ - সব মিলিয়ে অপূর্ব লিখেছেন ।

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন

৬| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

সিগন্যাস বলেছেন: খুব সহজ সরল ভাষায় লেখা।পড়ে আরাম পেলাম

০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ।

৭| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন

০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.