নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আপনি কি স্বাস্থ্য সচেতন

০২ রা জুলাই, ২০১৮ রাত ৯:৩২



# একটা সহজ ও নিম্নমানের অ-কবিতা

প্রাণ খুলে হাসতে চান ? আসুন, পড়ুন আজকের
সম্পাদকীয় : ‘জাতীয় নির্বাচন— সৎ মানুষের খোঁজে শেখ
হাসিনা’। .. হা হা হা…

বুঝি না, আজকাল পত্রিকাওয়ালারাও এদেশের মানুষকে
অন্ধ ভাবে কী না !
এদ্দিন জানতাম, সেটা ভাবতো শুধু সরকার আর
আমাদের মহৎ রাজনৈতিক দলগুলো ।

আর এখন—

কী, হাসি আসছে না ! ভাবছেন, শালায় প্রতিক্রিয়াশীল—
বিরোধী শক্তির চক্রান্ত !— তাই, মুখ থেকে
এইসব দুর্গন্ধ ছড়াচ্ছে ?

ভাবুন। .. আপনি যেমন, তেমন-ই-তো ভাববেন। .. তবে কী,—

মাঝে মধ্যে প্রাণ খুলে হাসতেই পারেন। .. হাসি,
স্বাস্থ্যের জন্য খুবই উপকারী— সত‍্য‌ি বলছি— শারীরিক ও মানসিক,— দুটোরই


ছবি : FB

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: ঋতো আহমেদ ,




স্বাস্থ্য সচেতন বলেই হাসলুম হা ....হা...হা.. :) :D B-) :P :-P =p~

০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:১৫

ঋতো আহমেদ বলেছেন: বাহ্, আপনি স্বাস্থ্য সচেতন জেনে ভালো লাগলো। শুভ কামনা

২| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:১৮

রাকু হাসান বলেছেন: সুযোগ পেলেই হাসতে হাসি ..এটা মিস নাই ........

০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:১৪

ঋতো আহমেদ বলেছেন: গুড, হাসুন। নিজেকে সবসময় প্রফুল্ল রাখুন

৩| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন ।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:১৩

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


এটা লেখার পর, পড়ে কি আপনি সত্যই হেসেছিলেন? হেসে থাকলে ভালো; তবে, ৩ বার হেসে থাকলে, আমাদের জানাবেন।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:১২

ঋতো আহমেদ বলেছেন: চাঁদ ভাই, ইহা লিখে হাসিনি। সম্পাদকীয় পড়ে হেসেছি। আপনাকেও ইহা পড়ে হাসতে বলিনি। বলেছি 'সৎ মানুষের খোঁজে শেখ হাসিনা' ইহা পড়ে হাসি এসছে কী না। যদি আসে তাহলে জানাবেন।

৫| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: হাহ হা হা, 'সৎ মানুষের খোঁজে শেখ হাসিনা' !

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

ঋতো আহমেদ বলেছেন: B-)

৬| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:৪৭

শৈবাল আহম্মেদ বলেছেন: হাসিনার ব্রেন পাতাল থেকে আকাশ পর্যন্ত চলছে। তাতে যদি কারো হাসি পায় তাহলে তো শরীরিক-মানসিক বা স্বাস্থের জন্য ভাল-কথা। আর কেউ যদি দুক্ষ,কষ্ট ও ঘৃণা পায় তাহলে সেটা হবে অসাস্থকর। তবে চাদগাজী ভাইয়ের কথাটা খেয়াল রেখে ১/২ বারের বেশি হাসবেন না।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

ঋতো আহমেদ বলেছেন: হুম, খেয়াল রেখেছি।

৭| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: পড়লাম।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

ঋতো আহমেদ বলেছেন: ইহাও কি অগোছালো লাগলো

৮| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:২২

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: প্রাণ খুলে হাসার কবিতা ! প্রাণ খুলেই হাসলাম কিন্তু I

২৪ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৯

ঋতো আহমেদ বলেছেন: গুড। এইভাবে প্রতিদিন প্রাণ খুলে হাসবেন। ভালো থাকবেন B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.