নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

একজন কাকতাড়ুয়ার গল্প

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩১



##
আমার তো কাকতাড়ুয়া হওয়ার কথা ছিল। অথচ দ‍্য‌াখো, সেই কবে মধ‍্যগগনে হেলে আছি, তবু কেন কাকের দেখা নেই। আমি কী তাড়াবো ! আমার কপাল বেয়ে গড়িয়ে নামছে সংখ্যারা। রাত নামলেই যাদেরকে তারা হিসেবে দেখতে পাওয়ার কথা অন্তরীক্ষে—তাদের ধারাপাত আমার সাথে নিত‍্য হয় নিয়মিত। কখনো কখনো পাশাপাশি বসে, কখনো-বা সারি বাঁধে, আবার কখনো মুচকি হেসে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত হয় নিজেরাই।

আসলে আমার কাকতাড়ুয়াই হওয়ার কথা ছিল। কাকতাড়ুয়া সেজে এক পায়ে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম তোমার বাগানে। তুমি এসে আমার পোশাক ডিজাইন করে দিতে। চোখে কাজল লাগিয়ে দিয়ে কপালে বড্ড একটা টীকা এঁকে দিতে। আঁচলে মুখ মুছে দেয়ার ছলে আরও কাছে আসতে। তারপর রক্তকরবী হয়ে দুলে উঠতে বাতাসে। সেই বাতাস—যে বাতাস আমার বুকের উপর দিয়ে হেঁটে যায়—আজন্ম আমার বিরহী অস্তিত্বের গহীনে—লালিত মায়ায় শাণিত করে আমার প্রেম। বড়োই অপার্থিব—বেহেস্তী সেই মোহ।

কিন্তু, কেন যে আমার কাকতাড়ুয়া চোখে আমি কোনো কাক দেখতে পাই না ! বুঝতে পারি না কেন আমার কপাল বেয়ে শুধুই গড়িয়ে নামে সংখ্যারা। রক্তাক্ত—অমূলদ সব সংখ্যা।

০৪.০৭.২০১৮


ছবি : তৌসিফ হক

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: সত্যজিৎ রায়ের কাকতাড়ুয়া নামে একটা গল্প আছে। পড়েছেন?

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৩

ঋতো আহমেদ বলেছেন: না ভাই পড়া হয়নি। এ লাইনে আমি একদম নতুন। তবে, উনার চলচিত্র দেখেছি।

২| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

মুগ্ধ গদ্য কাব্য :)

যে বাতাস আমার বিরহী অস্তিত্বের গহীনে, লালিত মায়ায় শানিত করে আমার প্রেম - -
কপাল বেয়ে শুধুই গড়িয়ে নামে সংখ্যারা - রক্তাক্ত অমূলদ সব সংখ্যা

+++++

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই

৪| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪

চেনা মুখ, অচেনা ছায়া বলেছেন: চমৎকার লেখা। বিশেষ করে প্রথম প্যারাটা বেশ লাগলো। বহুদিন পর সামুতে একটা ভালো লেখা পেলাম।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

ঋতো আহমেদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ

৫| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪৬

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ লাবণ্য দুই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.