নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

গন্তব্যের দিকে

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৪


# এসো, তাকাও—চোখ রাখো চোখে

শুনেছি—মানুষের চোখে নাকি পথ থাকে। অসংখ্যের পথ। আলো ও অন্ধকারের পথ। অসংখ্য। সেই সব পথে কোথাও কোথাও সড়ক বসানো আছে। কখনো কাঁচা, কখনো-বা পিচঢালা পাকা। আবার কিছু পথ আছে রাজপথের মতোই রাজনৈতিক। নদী পথ আছে, সমুদ্র পথ‌ও আছে।

মানুষের চোখের দিকে তাকিয়ে এখন শুধু খুঁজে নেবার পালা—আমার পথ—আমার একান্তের পথ। আমি কোন পথে যাবো। কোন পথে পৌঁছাবো আমার কাঙ্ক্ষিত গন্তব্যে। অথবা কোনো পথে যাবো কি নিরুদ্দেশে?

ওহ্ অগ্নি,, এসো, তাকাও—চোখ রাখো চোখে।

১০.০৭.২০১৮

# সময়—শতাব্দী—কাল

ঘুম একটা নদী। ঘুমের মধ্যেই ডুবে আছে সময়—শতাব্দী—কাল। আমি সেই জলে সাঁতরে কোথাও যাবো। কিন্তু, কোথায়? কে আমার পাতাল? ওহ্—

ওঃ আমার পাতাল..

১০.০৭.২০১৮


ছবি : সানজিদা খান লোদী

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৫

শামচুল হক বলেছেন: চমৎকার লেখা।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৮

ঋতো আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১:৩২

চঞ্চল হরিণী বলেছেন: চোখের ভেতর আরশিনগর.....আমি কোন পথে নিতাইগঞ্জ যাই !

'ঘুম একটা নদী' - ঘুম একটা নদী, আমি ঘুমের ভেতর সাঁতরে যাই, সাঁতরে যাই, যেতেই থাকি .....পাতাল আর মেলেনা.....

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৯

ঋতো আহমেদ বলেছেন: বাহ্, বেশ লিখেছেন। কবিতা পাঠ ও মন্তব্যে‌ কৃতজ্ঞতা

৩| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অন্যরকম কবিতা পাঠ করলাম।

++++

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৩

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার। কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। প্লাস-এ অনুপ্রাণিত।

৪| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দরভাবে মনের আবেগ তুলে ধরেছেন।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

ঋতো আহমেদ বলেছেন: ইহা কবিতা। যাপিত জীবন-মুহুর্তের অভিজ্ঞতা-লব্ধ কবিতা। নিছক মনের আবেগ নহে। জনাব, কবিতা পড়ুন। দিনে অন্তত একটি হলেও পড়ুন। গতকাল কবি আল মাহমুদের জন্মদিন ছিল। উনার কবিতা সমগ্র কিনে ফেলুন। পড়ুন।

৫| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১০

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ কবির ভাই

৬| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৮

জাহিদ অনিক বলেছেন:

ছোট্ট ও সুন্দর

১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠে ভালোবাসা জানবেন

৭| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: গভীর !!

১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৩

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

৮| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২২

রাকু হাসান বলেছেন: চমৎকার কবিতা, :-B ,প্রকাশ ভঙ্গি উচ্চমানের লেগেছে ।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩০

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ রাকু হাসান। পেইন্টিং টা দেখেছেন? শিল্পী সানজিদা খান লোদী। সম্প্রতি গ্রাজুয়েশন শেষ করেছেন। নতুনদের মধ্যে বেশ ভালো আঁকছেন।

৯| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৯

উম্মে সায়মা বলেছেন: আপনার অগ্নিকাব্যগুলো বেশ লাগে!
এ কবিতাটাও অসাধারণ হয়েছে ঋতো ভাই।

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ সায়মা আপু। কেমন আছেন আপনি।?

১০| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

রাকু হাসান বলেছেন: পেইন্টিং টা আমি আপনি বলার আগেও কয়েকবার দেখেছিলাম । ধরে নিয়েছিলাম গুগলের ,কিন্তু এখন খেয়াল করে দেখলাম ,সাইন দেওয়া ,,,,সত্যিই প্রশংসার করার মত আঁকছেন‘‘ শিল্পী সানজিদা খান লোদী’’

আমার পক্ষ থেকে উদয়মান শিল্পীকে শুভেচ্ছা , তার শিল্পকর্ম দেখতে পারলে খুশি হবো । কোন প্রদর্শনী হলে জানাবেন আশাকরি ।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

ঋতো আহমেদ বলেছেন: আবারও এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই। অবশ্যই জানাবো।

১১| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

এ.এস বাশার বলেছেন: জাত কবি অসাধারন সৃষ্টি আপনার।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই। অনুপ্রাণিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.