নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অগ্নি-কে

১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:১২


##
তুমি হয়তো জানো না, বহু আগে যখন এইসব ফুল পাখি বৃক্ষের কোনো সীমানা ছিল না, মাটিও ভেঙে ভেতরে খাদ ও জলের প্রবাহ হয়েছিল কোথাও,—তখন, কোনো এক সন্ধ্যার কিছু আগে, মান ভাঙাতে তোমার পেছনে, পেছন পেছন ভীরু পায়ে ভাঙা সাইকেল ঠেলতে ঠেলতে এগিয়ে গিয়ে, কর্নারের ওই কড়‌ই গাছটার আড়ালে হঠাৎ তোমাকে হারিয়ে ফেলেছিলাম।

তারপর, ঝড়-ঝঞ্জার এক শতাব্দী পর আরো কোনো শতাব্দী পেরিয়ে হয়তো, কাঠ-ফাটা রোদ্দুরে তোমাকে দেখেছিলাম আবারো। দাঁড়িয়ে আছো এক চিলতে সময়ে। ওখানেই—যেখানে কড়‌ই গাছের আড়াল আমার বিস্ময়। আর তখন, উদাসী হাওয়ায় তোমার গোলাপী-লাল ওড়না আর আমার দ্বিতীয় মৃত্যুর দিন—মনে আছো শুধু এইটুকু। তাই—

তুমি হয়তো জানো না, আজ, এই শতাব্দীর দিন ও রাত্রি-তে, আমার আত্ম-অংশ-কে রেখে এসছি তোমার পাশেই। সে চিরায়ত। বহমান, ব্রহ্মার ছেলে। আমার আ-শৈশব প্রেম। আমার কৈশোর। আমার প্রথম যৌবনের প্রবল স্রোতের ধারা। সে আমার আমি।

তোমার পাশেই আছে ও। খুব কাছে। কাছাকাছি।

তুমি হয়তো জানো না, রাত্রি গভীর হলে যখন একে একে সব আলো নিভে যায়, ও তখন আমাকে সংকেত পাঠায়। আমাকে দৃষ্টি দেয়। আমি দেখতে পাই ব‍্য‌ালকোনিতে তোমার মুখ। সমগ্র দিনের সমস্ত মেকআপ-মুখগুলো খুলে একদম একা নিষ্পাপ একটি মুখ—একটি বিষণ্ণ ফুল—যে তার একান্ত ভ্রমরের অপেক্ষায় অদ্ভুত সুন্দরভাবে প্রস্ফুটিত। বিশ্বাস করো, সেই মুহূর্তের ঝিরিঝিরি বৃষ্টি ও বাতাসের খেলায় যখন দুলে ওঠে তোমার জুলফি—আলগোছে বাঁ-হাতে সরিয়ে দাও চোখের সামনের চুল,—সেই প্রথমবারের মতোই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আমার—

মনে হয় শরীরের সমস্ত স্রোত নিয়ে দাঁড়াই তোমার সামনে। চোখে চোখ রেখে বলি এইতো আমি—মহাকাল—তোমার গন্তব্য—তোমার মোহনা। এইখানে এসে বিলীন হ‌ও। মাথা রাখো এই কাঁধে। নির্ভার হ‌ও। ভালোবাসো। আমাদের অপেক্ষার শেষ এখানেই। ভালোবাসো এবং

ভালোবাসো,—শুধুই ভালোবাসো ।।

১৫.০৭.২০১৮

ছবি : তৌসিফ হক

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৮

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগা +++

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৩

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ স্রাঞ্জি সে। প্লাসে ভালো লাগা জানবেন।

২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১:১২

এ.এস বাশার বলেছেন: অসাধারন কবি। মনমুগ্ধকর!

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ কামনা

৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১:৪৬

রাকু হাসান বলেছেন: বাহ ! চমৎকার

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ রাকু হাসান।

৪| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: মানূষের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১১

ঋতো আহমেদ বলেছেন: ভালোবাসার সাথে অস্ত্র শব্দটা কেমন যেন। তারপরও ভাল বলেছেন।

৫| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯

পবিত্র হোসাইন বলেছেন: আবেগজড়িত ...

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩

ঋতো আহমেদ বলেছেন: জি ভাই পবিত্র হোসেন। ধন্যবাদ আপনাকে

৬| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালোবাসার সাথে অস্ত্র শব্দটা কেমন যেন। তারপরও ভাল বলেছেন।

ভালোবাসা যখন অস্ত্রের মতো কাজ করে তখন কি বলবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.