নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

১০৪* ফা.

১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯


##
বুকের মধ্যে পারদ।
তোমার স্পর্শে উঠে যাচ্ছে আসমান পর্যন্ত। আর,
অন‍্যদিকে ঈশ্বর ভদ্রলোক অপেক্ষায় আছেন। সপ্তম অধ্যায়টুকু পেড়ুলেই চোখ খুলবেন তিনি। লিখবেন একটি গাঢ় মহাকাল কী করে কবিতা হয়ে ওঠে—

ঝড় ও ঝঞ্জায় কী করে কেঁপে ওঠে এই দৈহিক পৃথিবী ! তারপর, জলোচ্ছ্বাস এবং যথারীতি জলের প্রপাত যখন আমাকে শান্ত করতে উদ্যত হবে—যথাসম্ভব আমার পারদ প্রবাহকে নামিয়ে আনতে উদ্বুদ্ধ হবে—

আমি বলবো অগ্নি, ও আমার অন্ধ আলো, এসো, এই উচ্ছ্বসিত জলে তুমিও জ্বলো।।

১৯.০৭.২০১৮


ছবি : অন্তর্জাল

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:০১

পবিত্র হোসাইন বলেছেন: মাথার উপ্রে দিয়া গেল । প্রেমের জ্বর মনে হয়, এজন্য এত তেজি !!!!

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১০

ঋতো আহমেদ বলেছেন: উপ্রে দিয়া গেলে গা তো ভালা। আল্লায় বাঁচাইছে মাথার কুনু ক্ষতি অয় নাইক্কা। ;)

২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৩

কাইকর বলেছেন: আবেগ!!

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৪

ঋতো আহমেদ বলেছেন: তাই নাকি B:-)

৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৯

কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: সুন্দর কবিতা

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৪

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে‌ ধন্যবাদ ভাই

৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
মুগ্ধতা কবি।

যে জলে আগুন জলে
আবার সেই জল প্রপাতেই প্রশান্তি!

+++

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৮

ঋতো আহমেদ বলেছেন: জলেই শান্তি জলেই প্রশান্তি। অনেক গড়ম পড়ছে আজ। তার উপর ভাইরাস জ্বর একে একে ছড়িয়ে যাচ্ছে। :(

৫| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:০০

এ.এস বাশার বলেছেন: ঋতো ভাই আপনার কবিতা হালকা বুঝি....
কিন্তু আবৃত্তি করতে বেশ লাগে।।।।
বেশ কয়েক দিন আপনাকে অনলাইনে দেখিনি।।।
কেমন আছেন আপনি?...

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

ঋতো আহমেদ বলেছেন: ভালো আছি ভাই। পেশাগত কাজে একটু ব্যস্ত থাকতে হচ্ছে। কবিতা পাঠ ও অনুপ্রেরণামূলক মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৬| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাই।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

জাহিদুল হক শোভন বলেছেন: অনেক কঠিন কবিতা।

২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫০

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে‌ ধন্যবাদ আপনাকে। কবিতা পড়ুন। দিনে অন্তত একটি হলেও পড়ুন। শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.