নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

গ্রহণ

২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০


##
আমাকে ভালোবাসো। বহুদিন—
আমাকে ঘিরে তোমার আবর্তন শ্বাশ্বত হয়ে আছে।
অথচ আজ গ্রহণের কাল। আশ্চর্য এক গ্রহণ-রাত্তির সমাগত হচ্ছে আমার দুয়ারে।
আমার পশ্চাৎদেশে—আমার পিঠ বরাবর যখন আঘাত করবে ওই জর্জরিত আলোসমূহ—ওহ্ অগ্নি !—তুমি হয়তো জানো না, আমার ছায়া তখন প্রলম্বিত হবে। পরিপূর্ণ পূর্ণিমায় যেমন কেউ হাউন্ড হয়ে ওঠে হঠাৎ, ঠিক তেমনি, হঠাৎই শুরু হবে আমার কড়াল গ্রাস—তোমার প্রতি। ধীরে ধীরে অন্ধ-আলোয় লুফে নিব। নিশ্চিত নিশ্চিহ্ন করে ফেলবো তোমাকে। ভাবতেই পারবে না—

ভালোবাসা কখনো কখনো এমন‌ও হয়।

২৭.০৭.২০১৮


ছবি: সানজিদা খান লোদী

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ঋতভাই,

গ্রহণ দিনে এমন গ্রহণাভূতি ভালো লাগলো।

শুভকামনা জানবেন।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৪

ঋতো আহমেদ বলেছেন: আপনার জন‍্য‌ও শুভ কামনা।

২| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালবাসার গ্রহণে গ্রহন লাগলেও বুঝি সূখ মরণ হয় ;)

কব্যানুভূতিতে ভাললাগা :)

+++

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৪

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ ভৃগু ভাই

৩| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

স্রাঞ্জি সে বলেছেন: কবিতায় মুগ্ধতা।

গাঢ় হউক ভালবাসা

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৩

ঋতো আহমেদ বলেছেন: আমীন

৪| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:০২

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ব্রো

৫| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

ভ্রমরের ডানা বলেছেন:


ভাব বেশ কঠিন! ভালবাসাও কঠিন! কবিতা কঠিন হলে সমস্যা নেই। কঠিন রে আমি বাসি ভালো...

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:০২

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে‌ কৃতজ্ঞতা জানবেন

৬| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চঞ্চল হরিণী বলেছেন: পৃথিবীকে ঘিরে চন্দ্রের শাশ্বত আবর্তন । গ্রহণকালে পৃথিবী গ্রাস করে নেয় চন্দ্রকে। আবার একসময় চন্দ্র সূর্যকে গ্রাস করে নেয়।অথচ ভালোবাসার কমতি নেই কারও। গ্রহণের দিনে এমন ভালোবাসা পড়তে ভালো লাগলো।

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

ঋতো আহমেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো হরিণী আপা। আপনার জন্য শুভ কামনা রইল

৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: ঋতো আহমেদ ,




গ্রহনের গ্রাস থেকে মুক্ত নয় কেউ , সে ভালোবাসাই হোক নয়তো ঘৃণা । কারন তা জর্জরিত করে আলোসমূহে নতুবা অন্ধকারে !

সুন্দর মুক্তগদ্য ।

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ঋতো আহমেদ বলেছেন: আপনার মন্তব্য গুলো সত্যিই আপ্লুত করে। প্রেরণা পাই

৮| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

জাহিদুল হক শোভন বলেছেন: হা হা হা মজা পেলাম B-)

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

ঋতো আহমেদ বলেছেন: রিয়েলি !! অনেক ধন্যবাদ আপনাকে

৯| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৪

রাকু হাসান বলেছেন: গ্রহণের দিনের সাথে ভালবাসার বহিঃপ্রকাশ ,বেশ ভাল লাগলো । বেশি সৃজনশীল লাগছে আপনাকে

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ রাকু হাসান। কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভ কামনা রইল

১০| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০

সনেট কবি বলেছেন: চমৎকার

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই। আশা করি ভালো আছেন।

১১| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

অর্থনীতিবিদ বলেছেন: ছোটো হলেও ভালো লাগলো পড়তে। আচ্ছা, এটি কি গদ্য কবিতা?

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। বলতে পারেন তা-ই

১২| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আসলে কবিতার মূলভাবটা ধরতে পারি নি। 'হাউন্ড' শব্দটা কি Hound?

শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

ঋতো আহমেদ বলেছেন: তাতে কি,, পড়েছেন এইতো অনেক। মন্তব্য পেয়ে ভালো লাগছে। শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.