নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে দুঃস্বপ্নে

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪


পাপ
অলীক ছিল না একটুও।
পা থেকে মাথা পর্যন্ত উঠে এসছে ধীরে।
কাঁপিয়ে দিয়েছে দুর্বৃত্ত শরীর,—মাংশপেশী এবং জল। বুকের মধ্যে টেনে, চেপে ধরেছিল অনেকক্ষণ। প্রশ্বাসে প্রশ্বাসে ঘণ হয়েছে আলো ও অন্ধকারের ওইসব সুরঙ। তারপর অসাড় হয়েছে—একসময়— অসাড় হ’তে হ’তে

একটা দেয়াশলাই কাঠির আকস্মিক আর্তচিৎকারে হঠাৎ দৃশ্যমান হয়ে গেছে। নরক

আহ্ !,, আমার চোখ !—
আহ্ !,, আমি কোন হাবিয়ায় এখন ? দ‍্য‍াখো, আমার কপাল বেয়ে গড়িয়ে নামছে পাপ। অমোঘ অভীষ্ট সব পাপ।

ভাঙার শব্দ
একটা পাথর পেরিয়ে আরও একটা পাথরের দিকে তাকিয়ে আছি আমরা। যেন তার লৌকিক শরীর ভেঙে ব‌ইবার কথা পাপের খরস্রোত। বহুদিন, বহু শতাব্দীর পর, আজ, আবারও তৃষ্ণার্ত হয়েছে আমাদের চোখেরা। শুধু একটি আওয়াজ তুলতে হবে এখন। একটা শব্দ। একটা অক্ষর—

রুদ্ধশ্বাস ভাঙার।।

অন‍্য জীবনের
অর্ধেক দিন গেল কাজে আর অর্ধেক ঘুমিয়ে।
সে আমার অক্ষত বিকেল।
সে আমার অন‍্য হাওয়ায়
অন‍্য কল্প-জীবনের ছবি। অথচ আলাদা,—
নিজস্ব মাত্রায় অন‍্য অবস্থান নিয়েছে আজ বিপরীত
দূরত্বে।

অর্ধেক দিন গেল কাজে আর অর্ধেক অগোচরে।

দুঃসাহস
কল্পনা এবং পরিকল্পনার বাইরে ঘটে যাওয়া কিছু অনিয়ন্ত্রিত ঘটনাই হচ্ছে জীবন।

বাকিটা দুঃসাহস।।

০৩.০৮.২০১৮

ছবি: অন্তর্জাল

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

রঞ্জন রয় বলেছেন:

কবিতায় কি যেন খুঁজে বেড়ায়। দুঃসাহস।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৪

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে ধন্যবাদ জানবেন রঞ্জন রয়।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় ঋতোভাই,

বর্তমান সময়ে দাঁড়িয়ে অত্যন্ত বলিষ্ঠ অভিব্যক্তি। কথা ও কাব্যে সুন্দর বিনুনি।

লাইক দিয়েছি ।

নিরন্তর শুভকামনা প্রিয়কবিভাইকে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৮

ঋতো আহমেদ বলেছেন: সুভাষ মুখপাধ্যায়। বাংলা ভাষার প্রথম কবি যার প্রথম কাব্যগ্রন্থ 'পদাতিক' এ কোনো প্রেমের কবিতা ছিল না। গণমানুষের অধিকারের কথা শ্লোগানএর মতো কবিতায় লিখে গেছেন। সদা হাস্যোজ্জল কবি সুভাষ মুখপাধ্যায়।

আপনার নামটা চোখে পড়লেই ঝাকড়া চুলের প্রিয় এই কবির চেহারা ভােসে ওঠে।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ব্রো

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয়ঋতোভাই,

গতকাল থেকে আমার ব্লগে প্রচন্ড সমস্যা হচ্ছে। নিজের ব্লগে ঢুকতে পারছিনা। তবে অন্যের কমেন্ট করতে পারছি
আমার একটি পোষ্টে তিনটি কমেন্ট আছে। উত্তর দিতে না পারাই খুব ব্যাথিত। তিনজনকে কীভাবে যে দুঃখ
প্রকাশ করবো, সেটি নিয়ে আমি চিন্তিত। আজ আপনার সুন্দর প্রতিমন্তব্যটি পেয়ে ভীষণ খুশি হলাম। আমারও একজন অন্যতম প্রিয় কবি উনি। শ্রদ্ধা জানাই ওনাকে। আর ধন্যবাদ আপনাকে।


অনেক অনেক শুভকামনা প্রিয়কবিভাইকে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

ঋতো আহমেদ বলেছেন: হুম, সামু ব্লগে মাঝে মধ্যে এমন হয় । আশা করছি ঠিক হয়ে যাবে।

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০

এ.এস বাশার বলেছেন: দারুন হয়েছে..... কবিতায় ভালো লাগা জানবেন.....

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ এ.এস বাশার ভাই। আশা করি ভালো আছেন।

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

সুন্দর অনুভব প্রকাশ!

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.