নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সন্তরণ

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১


##
নিরুদ্দিষ্ট আমি আর আমার মহাকাল—
হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসছি। পেছনে, অনেক আগের হারিয়ে যাওয়া বন্ধুর মুখ সমুদ্রে ডুবে আছে। আর আমি দেখতে পাচ্ছি তার চোখ মাছের চোখের মতোই নিথর চিহ্ন বিশিষ্ট হয়ে গেছে। পরনে নীল নোনতা জল।

আমি তাকে ডাকি। হাত নাড়িয়ে ইশারা পাঠাই। বিনিময়ে ভেসে ওঠে একটি হাস‍্য‌োজ্জ্বল ইমো। আর,—

জলের পাতাল থেকে শুরু হয় গভীর জলের শব্দ।

সন্তরণ।।

০৮.০৮.২০১৮

ছবি: তৌসিফ হক

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আজ তাহলে আমাদের মহাকালের উদ্দেশ্যে যাত্রা ।

বেশ আমরা রেডি, এবার তবে শুরু হোক সন্তরণ ।

শুভকামনা প্রিয় ঋতোভাইকে।

পুনশ্চঃ এতদিন পরে পরে খাবার দিচ্ছেন, আমরা যে বড় অভুক্ত আছি।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৪

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক দাদা। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভাবছি,_
দ্রুপদী কবিতা, রোমান্টিকতা, আধুনিকতা, উত্তর আধুনিকতা, যাদু-বাস্তবতা, পরাবাস্তবতা-র পর এই একুশ শতক আমাদের জন্য কী নিয়ে আসছে। কাল্পনিক বাস্তবতা ? উদ্দীপিত বাস্তবতা? নাকি মিশ্র বাস্তবতা? নাকি অন্য কিছু !

কবিতায় Augmented Reality,, কেমন হতে পারে এর গতিপ্রকৃতি..

২| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: আমাকে যদি প্রশ্ন করা হয়, তোমার পছন্দ সমুদ্র না পাহাড়? আমি পাহাড়কে গ্রহন করব। পাহাড় পৃথিবীর গর্ভে থেকে উত্থিত। যে পাহাড়ের ঝরনাধারায় আমার সকল সুখ-আনন্দ, সুর-ছন্দ ও প্রানের জন্ম। যেখান থেকে আকাশ ছোয়া যায়, যেখানে প্রকৃতির ঋতুর উৎসব হয়। গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত ও শরৎ হয়। যেখানে সাদা-কালো মেঘেরা ভির করে, পৃথিবী ও আকাশের মধ্যে অনুভুতি বিনিময় হয়, সেই পাহাড় আমার জন্মের প্রথম স্বপ্ন।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪

ঋতো আহমেদ বলেছেন: পাহাড়, ঝর্না, নদী, সমুদ্র - পৃথিবীতে এগুলো একে অপরের সাথে ওতোপ্রতোভাবে জড়িত। পাহাড় যেমন পৃথিবীর গর্ভে থেকে উত্থিত, ঠিক তেমনি সমুদ্র পৃথিবীর গর্ভে নিমজ্জিত।

আপনার প্রিয় পাহাড় কোনটি। কেওকাড়াডং? ওখানে বাড়ি করার পরিকল্পনা আছে কি? ;)

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯

সৈকত জোহা বলেছেন: এটা কি কবিতা নাকি অন্য কিছু

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

ঋতো আহমেদ বলেছেন: B:-)

কী বলছেন ভাই !! এই প্রশ্ন কেন !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.