নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

একটি মন্দাক্রান্ত চতুর্দশপদী

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫



‘লাবণ্য’-কে

বলো কি’ বলো নি, সে আমি জানি না। আমি তো বলেছি, “অনন‍্য‌া,
এই যে দিনকাল পড়েছে আজকাল ভাবো তো চলে কি’ চলেই না।
তবুও রোজকার করছি রোজগার যতোটা সম্ভব আমার তা।”
তুমিও ওইদিন করেছো সঙ্গিন নিজের‌ই সংসার—তোমার যা।

পৃথ্বীতে আকাশে যা দ‍্য‌াখো বা যা আছে, তা নিয়েই আমরা জী-বন্ত
জন্মে ও যাপনে আর কোনো স্বপ্নে, এঁকে বেঁকে প্রণয়ে দু-রন্ত।
কী এমন দোষ হয় যদি নদ বেগে যায়—দুর্বার—দুর্জয়—অনন্তের
মাঠ-ঘাট প্রান্তর পেরিয়ে তেপান্তর সমাপন মোহনায়—সমুদ্রের !

তবে কি এভাবেই পৃথিবীর নিয়মেই রয়ে যাবে অধরা লাবণ্য !?
বাংলার এই নদ মিলবে না কোনো দিন—মাঝপথে আশ্রয় অনন‍্য
বনলতা কতো কথা বলেছি কি’ বলিনি অথবা সুরঞ্জনা—শোভনা—

কোনো এক সন্ধ্যায় রাত্তির নেমে এলে মনে কোরো আমাকে—ধূসর ঘোর
একদিন ঘোড়াগুলি জোৎস্নায় চিরদিন চলাচল মহাকাল—আমার তার।
বলো কি’ বলো নি আমি তা বলি নি; আমারো প্রাণ চায়—বোঝোই-না!


কৃতজ্ঞতা প্রকাশ:: কবি মন্দাক্রান্তা সেন, কবি মাইকেল মধুসূদন দত্ত, অমল পাল ও শাহাদুজ্জামান প্রমূখ

ছবি কৃতজ্ঞতা:: রশ্মিতা বিশ্বাস

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

রায়হানুল এফ রাজ বলেছেন: অনবদ্য।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে‌ ধন্যবাদ ভাই

২| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: চতুদর্শপদীতে মন্দা আছে কি নেই গবেষনার বিষয়! :)

কিন্তু আগে কন লাবণ্যকে নিয়ে লিখায় ফুটুক কেন উর্বশীর :P
হা হা হা

+++

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

ঋতো আহমেদ বলেছেন: কবিতা রাইখা উর্বশীর দিকে চোখ দিছেন যে !! ভাবি জানলে কিন্তু খবর আছে আপনের। =p~

লাবণ‍্য‌ের ভেতর বনলতা/সুরঞ্জনা/শোভনা কে খুঁজছিলাম। বাংলা কবিতায় এরাই তো শাশ্বত প্রেমিকা আমাদের। এই চার প্রেমিকাকে এক ছবিতে ধরতে চেয়েছি।

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০১

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১১

শাহিন-৯৯ বলেছেন:



খুবই ভাল লাগল। আপনি লাবণ্যকে বললেন আর আমি মানুসীকে বললাম।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

ঋতো আহমেদ বলেছেন: কামনা করছি আপনার মানুসী আপনার ধরা'র মধ্যে আসুক। আপনাকে ভালোবাসুক।

৫| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো।

৪ পর্বে ৬ । ৬ । ৬ । ৫ মাত্রার (মাঝে মাঝে হের ফের) এবং ১ম ও ২য় পর্বে অন্ত্যমিল এবং প্রতি ২ পঙ্‌ক্তির মধ্যে অন্ত্যমিল (কয়েকটা ছাড়া)। নিপুণ দক্ষতার পরিচায়ক।

শুভেচ্ছা।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০১

ঋতো আহমেদ বলেছেন: এই রকম মন্তব্য‌ই আশা করছিলাম। মন্দাক্রান্তা ছন্দে এই প্রথম লিখতে চেষ্টা করেছি। সেই সাথে চতুর্দশপদীও। মাত্রার/ছন্দের হেরফের হয়ে গেছে কিছু। অনেক কিছু থাকে যা নিজের চোখে ধরা পড়ে না। এগুলো ধরিয়ে দিলেই উপকার পাওয়া যায়। মাত্রা ও ছন্দ জ্ঞানে আমি অনেক কাঁচা। ভালো থাকবেন। শুভ কামনা।

৬| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ঋতোভাই,

লাবন্যরা চিরকাল অধরা থেকে যাবে? কবিতা বেশ ভালো লাগলো।

শুভকামনা রইল।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

ঋতো আহমেদ বলেছেন: যুগে যুগে লাবণ্যরা অধরাই থেকে যায়। অথচ আমরা ওকেই ভালোবাসতে চাই। ওর ভেতর দিয়ে বনলতা, সুরঞ্জনা কিংবা শোভনা কে পেতে চাই। কিন্তু পাইনি না। মেলে না। এই 'না মেলা'টাই যেন পৃথিবীর নিয়ম।

৭| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন কাব্য লিখেছেন ভাইয়া।।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ কবির ভাই। শুভেচ্ছা নেবেন।

৮| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় আচ্ছন্ন হলাম! প্রিয়তে রইল! শুভেচ্ছা কবি!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১১

ঋতো আহমেদ বলেছেন: প্রিয়তে নিয়েছেন জেনে ভালো লাগলো। আপনার মন্তব্য, অনুপ্রেরণা সবসময় আমাকে উৎসাহ যুগিয়েছে। ভালো থাকবেন নিরন্তর।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: বেশ ভালো লাগলো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ব্রো

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা পড়ে তো মনে হয়না পেশায় প্রকৌশলী :P যাই হোক, ভালোবাসার কারিগর বলা যেতে পারে :P

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

ঋতো আহমেদ বলেছেন: কথার ফুলঝুরি,, আপনার নিক-টা আমাকে ধন্দে ফেলে দেয়। মাঝে মাঝে মনে হয়, আপনার নাম কথা আর আপনার একটি ফুল রাখার ঝুরি আছে। B:-) আবার কখনো মনে হয়, আপনার একটা ঝুরি আছে যেটাতে কথার ফুল(flowers of speeches) রাখা আছে। :P

কবি মাত্রই ভালোবাসার কারিগর হয়। আর আমি এর ব্যাতিক্রম নই। ;) শুধু পেটের তাগিদে প্রকৌশলী।

কবিতা পাঠ ও মন্তব্যে ভালোলাগা জানবেন। B-)

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

আখেনাটেন বলেছেন: শব্দ নামক টুল দিয়ে কবিতা নামক মেশিনটা তো দারুন বানিয়েছেন। :P

ভালো লাগল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই আখেনাটেন। ভালো থাকবেন

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

আকতার আর হোসাইন বলেছেন: খুব ভালো লাগলো..

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.