![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
জীবন গুন
নৌকার ছয় তার টেনে যায় মাল্লার, দিক তার নৈঋত—জীবন ভর
স্বপ্নের গন্ধের মৃন্ময় আবদার, বুক তার উন্মন—কোথায় ঘর
কোন দেশ কোন পথ ঠিক নেই কোন দিন এই জল ঐ চর—চলাই এক—
সোচ্চার বল তার টেনে তুলে সব দাঁড় ঐহিক হালটার—আশাই বেগ
ছয় গুন এক গুন সম্ভোগ নয় রোগ কাম তার নাম যার—সামাল নাও
রূপ রস গন্ধের শব্দের স্পর্শের—এইসব দরকার—প্রণয়, তাও
ক্রোধ আর হিংসার কুত্তার শেয়ালের তার-মুখ পাল্টাক—জানুক আর—
মোহ মদ/দম্ভের লোভ থাক স্বল্পের,—নৌকার পাল কি—অবজ্ঞার
পাল তুলে হালটায় হাত রেখে বলকায় ঘনঘোর জলটায়—নিষাদ বান
তবু এই উত্তাল ভরবেগ রাখ তাল গান ধর ভাটিয়াল—বিষাদ তান
ছই ঘর ছারখার ঐ ঝড় তান্ডব,—নৌকার নৈতিক—হিসেব খোল—
তারপর ফের ভোর ফের যুগ ফের টান, নৌকার ছয় গুন—বিষম প্রায়
টেনে যায় আরবার কারবার মাল্লার, চরাচর বিশ্বের—বিশাল নায়
পৌঁছার স্বপ্নের দৃষ্টির সীমানায় রোজকার আশ্রয়—আকাশ তল—
০৭.০৯.২০১৮
ছবি: অন্তর্জাল
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! অপূর্ব। প্রিয় কবিবর, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তকে মনে করালেন। সারাদিন ইট বালি সিমেন্টের মাপজোক নিয়ে থেকেও মনটি এত সুন্দর প্রকৃতিজ রেখেছেন ভেবে মুগ্ধ হলাম। ++++
কবিতায় একরাশ মুগ্ধতা ।
শুভকামনা প্রিয় ঋতোভাইকে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৪
ঋতো আহমেদ বলেছেন: হুম, তিনি তো এক বিষ্ময়। ছন্দের যাদুকর।
মন্তব্য ও প্লাসে কৃতজ্ঞতা জানবেন।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
শাহারিয়ার ইমন বলেছেন: যে সমুদ্র সব থেকে সুন্দর
তা আজও আমরা দেখিনি।
সব থেকে সুন্দর শিশু
আজও বেড়ে ওঠে নি
আমাদের সব থেকে সুন্দর দিনগুলো
আজও আমরা পাইনি।
মধুরতম যে-কথা আমি বলতে চাই।
সে কথা আজও আমি বলি নি।"
কার লেখা বলুন তো ?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
ঋতো আহমেদ বলেছেন: জানি না ভাই। আপনিই বলে দিন না
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
সাইন বোর্ড বলেছেন: সুন্দর প্রয়াস ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
কাওসার চৌধুরী বলেছেন:
@ ঋতো আহমেদ ভাই, দারুন ভাল লাগার কবিতা; শুভ কামনা রইলো৷++++
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই। কবিতা পড়েছেন ও মন্তব্য করেছেন দেখে ভালো লাগছে। প্লাসে প্রীত হয়েছি। শুভ কামনা।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
স্রাঞ্জি সে বলেছেন:
কবিতায় +++
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
ঋতো আহমেদ বলেছেন: 'জীবন গুন',, পাঠ ও মন্তব্যে ভালো লাগা জানবেন।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ব্রো
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা। বক্তব্যে এবং ছন্দে অনবদ্য।
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই। এটি মন্দাক্রান্তা ছন্দে একটি সনেট লিখার প্রচেষ্টা। ++ এ প্রীত হলাম। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
এখওয়ানআখী বলেছেন: অসাধারণ! খুব সুন্দর জটিল ইন্দ্রজাল। ভাল থাকবেন।