![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
হৃদয়ে মন্বন্তর নিয়ে খাঁ খাঁ রোদ্দুর ওঠে পরদিন।
শহর হেলে পড়ে নৈরাশে।
খোঁচা খোঁচা দাড়ির ভেতর
যে মেয়েটি গোলাপ খুঁজে পেয়েছিলো একদিন—
সে-ও চলে গেছে। চলে গেছে
প্রেমের গন্ধের ঘাম—চলে গেছে ঘামের গন্ধের রাত—চলে গেছে মেঘ ও বৃষ্টি-বিদ্যুৎ
‘ভালোবাসি’-কথা না লিখেই চলে যায় তারা !
তারপর, জন্মেছি আমি;
হৃদয়ে মন্বন্তর নিয়ে খাঁ খাঁ এক রোদ। কী খাই বলো ! সহস্রাব্দের ক্ষুধার্ত চোখ আমার..
উত্তপ্ত পিচ—ফাঁকা পথ—রাজপথ
হঠাৎ দু-একটি দারুণ দানব—তেড়ে যাওয়া বিষাদ চিৎকার—
গলে যাওয়া কালচে নরম ঘিলু—এইসব?
কী খাবো,—কী খাই আমি ! কাত হয়ে—
দিগন্ত পর্যন্ত শুয়ে আছে নদ। ক্লান্ত, অবসন্ন, অচল। অথচ পাহাড় বেয়ে নেমে আসবার কথা অশ্রু। গড়িয়ে নামবার কথা জল। আছড়ে ভাঙবার কথা শহর-সমুদ্রের পাড়।, অথচ বায়ু,, ঘূর্ণির মতো ঘোর মধ্যহ্নেও উপরে ফেলবার কথা হেলা—সহাস্য প্রতারনা। উড়িয়ে দেবার কথা মিথ্যে মায়ার ব্যাথা—জুলফি।
আসমান থেকে অবতীর্ণ হওয়ার কথা একএকটি নতুন পংক্তি—'ভালোবাসি'..'ভালোবাসি'..
বলো তবে, কী খাই আমি? স্মৃতি খাবো? গত জন্মের গ্রীষ্ম-গোঁজা অন্ধ-আলোর মাটি?
সে-ও খেতে পারি। মাটির ভাঙার মড়মড়ে শব্দের ধ্বনি, মাটির পোড়ার বিস্মৃত গন্ধের ভাপ—সব। সব খাবো। ক্লিওপেট্রার ঘুম, সীতার বন, অথবা নেফারতিতি,, তোমাকেও তুলে এনে খেয়ে নেবো আজ। ক্ষুধার দৃষ্টি নিয়ে দলবেঁধে নেমে যাবো প্রাচীন পুরাণে। পৌরাণিক পৃথিবীতে খুবলে খাবো স্মৃতি। কে আছো প্রেম, কে আছো রতি,—কে আমার প্রণয় সারথী! এসো, ওঠো এই স্মৃতির চরাচর। মহাকাল মহাবিশ্ব মহাকাশ, তুমি। পৃথিবীতে নামো। তাকাও এ চোখে। মণির মধ্যে এই—এমন আকাল, এমন নৈঃশব্দ্য নৈরাশ, এমন নৈরাজ্যের ক্ষুধা ! কী করবো এখন? বলো আমায়—
হৃদয়ে মন্বন্তর নিয়ে কী খাই আমি !
আশা?
২৪.০৯.২০১৮
ছবি : সালভাদর দালি
কৃতজ্ঞতা স্বীকার : অনুব্রতা গুপ্তা, তৌহিদুল ইসলাম
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৫
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই। পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫
ল বলেছেন: খুঁটিনাটি সব ভালোলাগার অনুষঙ্গ ------
জীবন কেন এতো ছোট,
আর
ভালোবাসা স্বল্পায়ু
তারও চেয়ে ঢের বেশী
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
ঋতো আহমেদ বলেছেন: বাহ, চমৎকার বলেছেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ঋতোভাই,
মন্বন্তরের ভয়াবহ চিত্র এঁকেছেন। আমার এই শব্দটি উচ্চারনের সাথে সাথে কেন জানি ' অশনি সংকেত ' মুভিটির কথা মনে পড়ে।
বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয় কবিভাইকে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
ঋতো আহমেদ বলেছেন: সত্যজিৎ রায়ের অসাধারণ একটি চলচ্চিত্র। সৌমিত্র/ববিতার অনবদ্য অভিনয়। এক যুগেরও আাগে দেখেছিলাম।
মন্বন্তর শব্দটির সাথে আমাকে পরিচয় করিয়েছিলেন শিল্পাচার্য্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম। সেই ছোট বেলায়।
কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকবেন।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪
কাওসার চৌধুরী বলেছেন:
একটি ব্যতিক্রমী লেখা। চমৎকার অভিব্যক্তি। ভাল লাগলো। +++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২
ঋতো আহমেদ বলেছেন: কাওসার ভাই, লিখাটি আপনার দৃষ্টি আকর্ষণ করেছে জেনে খুব ভালো লাগছে। প্লাসে প্রীত হয়েছি। ভালো থাকবেন সবসময়।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
ইব্রাহীম আই কে বলেছেন: লেখাটার গভীরতা আছে অনেক। ভালো লাগলো পড়ে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
ঋতো আহমেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
এ.এস বাশার বলেছেন: যতবার পড়ি ততই গভীরে চলে যাই!! হৃদয়ে মন্বন্তর নিয়ে আমরা- অনেকেই দিশেহারা প্রায়।
অসাধারন ফুটিয়ে তুলেছেন মন্বন্তরের বিভীষিকা,,,,,,,,,
কবিতায় একরাশি ভালোলাগা........
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭
ঋতো আহমেদ বলেছেন: খুব সুন্দর মন্তব্য। কবিতাটি আপনার হৃদয়ে ভালোলাগা সৃষ্টি করেছে জেনে আপ্লুত হয়েছি। শুভ কামনা আপনার জন্য।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: ঢুকরে ওঠে 'অনলি মি'তে থাকা হাজার কথা।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
ঋতো আহমেদ বলেছেন: ঠিক ধরেছেন। 'অনলি মি'-র ভেতর দিয়ে জগতকে/মহাজগতকে/মহাবিশ্বকে তথা মহাকালকে অবলোকন করার চোখ থাকা চাই। ক্ষুধার্ত চোখ।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: চমৎকার লেখার হাত আপনার। মুগ্ধতা রেখে গেলাম!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ আপনাকে ভাই।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬
সূর্যালোক । বলেছেন: আমার খুব ভালো লেগেছে ।প্লাস ।
আমার ব্লগে দাওয়াত ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। সময় করে ঘুরে আসবো
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক ভালো হয়েছে স্যার। +++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আপু
১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
আপনার এই কবিতাটি আমার সেরা দশে স্থান পেয়েছে, তা কি জানেন?
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭
ঋতো আহমেদ বলেছেন: সত্যি !! খুব সন্মানিত বোধ করছি বিজনদা। সকাল থেকেই খুব বিক্ষিপ্ত ছিলাম। আপনার মন্তব্য পেয়ে মন ভালো হয়ে গেল। উদ্দীপ্ত হয়েছি মনে হচ্ছে।
১২| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১
মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর আপনার লেখা।
একরাশ মুগ্ধতা জুড়ে রইল প্রতিটা লাইনে শব্দে।
আমি মন্ত্রমুগ্ধ পাঠক হলাম আপনার।
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১
ঋতো আহমেদ বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য। অনেক ধন্যবাদ ভাই মাহবুবুল আজাদ। শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।