নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অভিজ্ঞান

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৩



অভিজ্ঞান

এই যে পিত্তি আর এই অগ্নি, জ্বলছে সংযোগ—পরস্পর
আর সব বাষ্প—ভঙ্গুর বিদ্যুৎ, যোগফল শূন্যের রোমন্থন—
বিস্বাদ অস্তির হর্ষক আব্দার, মৃত্যুর তলপেট—ওঃ ঈশ্বর,,
ভরপুর পাপ দাও—প্যাঁচ দাও ঊর্ণীর, ক্লিন্ন খিন্ন অভিক্ষণ

উত্তর দক্ষিণ দুর্বার পশ্চিম, টুকরো টুকরো—অকথ্যের
বাস্তব মুচড়ে উঠবার ইঙ্গিত, ভাঙবার চেষ্টায়—অভিজ্ঞান
আঁকতে আঁকতে খুঁজব নিশ্চয়, দেখব প্রেক্ষিত—অশান্তির—
রুক্ষ মন্থর দীর্ঘ স্থানকাল, কষ্টের বিষফোঁড়—অধিষ্ঠান

সত্তার শূন্য— ব্যর্থ, বন্দি;—স্বত্ব নির্মাণ—নঞর্থক
এমনি দিনকাল উজবুক দেশটায়, স্বার্থের রূপটাই—সমার্থক

দ্বান্দ্বিক যুক্তির যৌথ যৌবন, দর্শন বিজ্ঞান—আহাম্মক
কর্মের চিন্তায় শিল্পের মাধ্যম, সৃষ্টির মিথ্যেয়—সদর্থক

বন্ধ চোখটায় সূর্যের গন্ধ, খুলবে যেইদিন—অকস্মাৎ
অগ্নির শৃঙ্খল ভাঙবার শক্তি, দগ্ধ রক্তের—ভবিষ্যৎ।।

১৩.১০.২০১৮

ছবি : রাফায়েল আরায়্যু

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮

বিজন রয় বলেছেন: !!!--???

২| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮

বিজন রয় বলেছেন: আমি তো দিশেহারা হয়ে যাচ্ছি আপনার কবিতাগুলোতে!!

এখন উপায়??

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ বিজন দা.. আপনার বিস্ময়-সুলভ মন্তব্যে আপ্লুত হয়েছি। প্রেরণা পাচ্ছি। ভালো থাকবেন সবসময়।

৩| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

সাগর শরীফ বলেছেন: কয়েকবার পড়তে হল মাথায় আনার জন্য।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

ঋতো আহমেদ বলেছেন: আমার সৌভাগ্য ! কৃতজ্ঞতা জানবেন।

৪| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:

ভাবনার মাধ্যমেই ভেঙে দিতে হবে বদ্ধ মনের চেতনা।
এটাই আপনার কবিতার মূল কথা। কবিতাটিও অনেক সুন্দর হয়েছে।
শুভ কামনা রইলো কবি।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ শহরিয়ার ভাই। কেমন আছেন ?

৫| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

কাওসার চৌধুরী বলেছেন:



ব্যতিক্রমী কিন্তু চমৎকার কবিতা। ভাল লাগলো, সুন্দর এক অনুভূতি হল পাঠে।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

ঋতো আহমেদ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক অনেক ভালো লাগা কাওসার ভাই। শুভ কামনা।

৬| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১

সাইন বোর্ড বলেছেন: বেশ শ্রমসাধ্য প্রয়াস, মুগ্ধপাঠ, সুন্দর !

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: ছন্দময়!!!

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০১

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সায়মা আপু।

৮| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

জাহিদ অনিক বলেছেন: দুর্দান্ত স্মারকচিহ্ন
দুর্দান্ত কবিতা কবি।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি। আপনার মন্তব্য সবসময় আমাকে প্রাণীত করে। শুভ কামনা জানবেন।

৯| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ব্রো..

১০| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাবারে আছে দাঁত-মুখ সব ভেঙে গেল ।
আপনি তো এরকম কবিতা লিখতেন না।
তবে বেশ সুন্দর কবিতা লিখেছেন । ++++
শুভকামনা রইল ।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫

ঋতো আহমেদ বলেছেন: নিজেকে অন্যভাবে দেখার চেষ্টা বলতে পারেন। মন্দাক্রান্তা সংস্কৃত ভাষার একটি প্রচলিত প্রাচীন ছন্দ। বাংলায় অনেকে লিখেছেন এই ছন্দে। কবি সুরঞ্জন রায়-এর 'রাতের কফিনে মোড়া' উল্লেখযোগ্য।

মন্তব্যে ভালো লাগা জানবেন।

১১| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কাব্য কবি!
মুগ্ধপাঠ!

শামুকের রুপকে সৃষ্টি, সত্য, চলমানতা, বৈশ্বিক দেশীয় চিরন্তন
অচলায়তনের বিরুদ্ধে দ্রোহ আর পরিণতির দারুন রূপায়ন!

ভাললাগর। আমার মতো করে আমার অনুভবে :)

++++

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, চমৎকার অনুভব। কবিতাকে নিজের মতো করে বুঝে নিতে পারা একটি বড় গুণ। ধন্যবাদ ভৃগু ভাই।

১২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৪

তারেক ফাহিম বলেছেন: এত শক্ত কবিতা ;)


দারুন অর্থবহ কবিতা ++

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম। B-)

১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪

সেজুতি_শিপু বলেছেন: দারুন শক্ত কবিতা । আরও শক্ত শব্দ সাজিয়ে আরও শক্ত কবিতা লিখুন । শক্ত বোদ্ধারা বুঝে নেবে শক্ত মানে ।
কবিতা আমি খুব একটা বুঝিনি । কিছু কিছু শব্দের অর্থ থেকে কবিতা বোঝার চেষ্টা করেছি । শুভকামনা ।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩

ঋতো আহমেদ বলেছেন: শব্দগুলো মোটেই শক্ত নয় আপু। ঝংকৃত বলতে পারেন। তবে, অর্থ বোঝাতে পারিনি তাই ব্যর্থ কবিতা বলা যায়। :(

১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:

আমি ভালো আছি !!!!!!!!! আশা করি, আপনিও ভালো আছেন !!!

১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০

শিখা রহমান বলেছেন: ঋতো কি দুর্দান্ত একটা কবিতা!! সারি সারি সৈনিকের মতো শব্দেরা যুদ্ধে নেমেছে...কবিতাটা রক্তে উন্মাদনা আনে।

কবিতাটার শব্দচয়ন ও নির্মাণশৈলী অভিনব ও মুগ্ধকর!! প্রিয়তে নিলাম আর অবশ্যই লাইক।

মুগ্ধতা আর শুভকামনা কবি।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭

ঋতো আহমেদ বলেছেন: হা হা হা.. দারুণ বলেছেন শিখা আপু..সারি সারি সৈনিকের মতো শব্দেরা যুদ্ধে নেমেছে।[/sb । আপনার মুগ্ধতা আর প্রিয়তে নেয়ায় আনন্দ অনুভব করছি মনে। শুভ কামনা আপু।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১০

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ছবি আপু। ভালো আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.