নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

\'আগুন প্রহর\' থেকে

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৩


'আগুন প্রহর' থেকে

আগুন পুড়ে যাচ্ছে
আধো অন্ধকারে আমার বুকের রক্তের সে আগুন—
নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দূরে,
তোমাদের ঘুমের ঘোরে
তোমাদের রিপুর নিপুণ তালে
পুড়ে যাচ্ছে আগুন
পুড়ে যাচ্ছে আমার গোপন মৃত্যুর শ্বাস।

আমাকে ভালোবাসো।

ওঃ আমার দম্ভ, ওঃ আমার আত্মশ্লাঘার ঘাম—
বিদগ্ধ প্রজ্ঞার মতো এসো
দুর্দান্ত দুঃখেরা, এসো আমার দুর্গত সূর্যের নীচে
নীলাভ সবুজ জ্বলজ্বলে জলের শব্দের সাথে
কেঁপে ওঠা অগণন ক্ষুধিত মুখের শব,—বিষণ্ণ অস্পৃশ্য মহাদেব‌ও,—এসো—

পুড়ে যাও; পুড়ে যাচ্ছে আমার বুকের রক্তের সে আগুন—আহ্ !

২২.১০.২০১৮

ছবি : সালভাদর দালি।

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২

বিজন রয় বলেছেন: দিন দিন, এভাবে পুড়িয়ে দিন।

আপনারা একটু থামবেন?
যেমন আপনি
তেমন জাহিদ
তেমনি শিখা রহমান

আপনাদের কবিতা বড্ড অস্থির করে তুলছে।

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

ঋতো আহমেদ বলেছেন: হ্যাঁ বিজনদা, কবিতার আগুন তো নিয়ত পোড়াচ্ছে আমাদের। পুড়ে পুড়ে বিদগ্ধ প্রজ্ঞায় আমাদের পংক্তিগুলো ডানা মেলছে। আমাদের সময়ের মহাকবিতাগুলো একে একে লিখে যাচ্ছি আমরা। কাল-কে ছাপিয়ে মহাকালের দিকেই আমাদের এই যাত্রা।

আপনার মতো গুণী-কে পাশে পেয়ে সেই যাত্রা আরো বেগবান হচ্ছে। শুভ কামনা।

২| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৫

মোস্তফা সোহেল বলেছেন: বুকের ভেতরে যে আগুন একবার জ্বলে উঠে তাকি সহজেই নেভানো যায়?
কবিতা ভাল লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই। কবিতা পাঠ ও মন্তব্যে ভালো লাগা জানবেন।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৬

সাগর শরীফ বলেছেন: কবিতাটা ভাল লিখেছেন ভাই।
বিজনদা'র কমেন্টটাও ভাল ছিল।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩

ঋতো আহমেদ বলেছেন: শরীফ সাগর ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের ভালো লাগাই আমার প্রেরণা।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮

এ.এস বাশার বলেছেন: অসাধারন ! কবিতাকে কত ভাবে ভাবা যায়....সে আপনার কবিতা না পড়লে জানা হতো না মনে হয়.....
খুব ভালো.....

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ বাশার ভাই। কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৪

হাবিব বলেছেন:

আগুন দ্রোহের প্রতীক। পুড়িয়ে দেয় যত সব অন্যায়। আপনি সম্ভবত রিপুর ক্ষুদা কে আগুন বলেছেন। তবে আমি একে আগুন বলতে নারাজ। "ভালোবাসার আগুনে" সব যদি পুড়েই যাবে শব কিসে পুড়বে? প্রজ্ঞা বিদগ্ধ হয় কি করে আমার জানা নেই। "পুড়ে যাচ্ছে আমার গপন মৃত্যুর শ্বাস" কথাটা বুঝে আসেনি। "পুড়ে যাও; পুড়ে যাচ্ছে আমার বুকের রক্তের সে আগুন" আগুন যদি আপনার রক্তেই থাকে তাহলে কি করে সেই আগুন আবার পুড়ে যাচ্ছে? কথাটা যদি এমন হতো, "পুড়ে যাচ্ছি আমার বুকের সে রক্তের আগুনে" তাহলে আমার জন্য অর্থ করা সুবিধা হতো।
................................।
আগুনে পুড়ে যাচ্ছি আমি;
আধো অন্ধকারে আমার বুকের রক্তের সে আগুন-
নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সব। দূরে,
আমার রিপুর ছন্দ নিপুন তালে
পুড়ে যাচ্ছি আমি;
তোমরা যখন ঘুমাও গভীর ঘোরে।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০

ঋতো আহমেদ বলেছেন: হাবিব স্যার, কবিতাটি নিয়ে ভেবেছেন, আপনার চিন্তা/চেতনার সমস্ত পরিধি ঘুরে এসে চমৎকার মন্তব্য করেছেন দেখে খুব ভালো লাগলো। শুভ কামনা ভাই।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৫

সেজুতি_শিপু বলেছেন: দারুন!

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২

ঋতো আহমেদ বলেছেন: ভালোলাগা জানবেন সেজুতি আপু।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪

শিখা রহমান বলেছেন: ঋতো আপনি কি যে দারুণ লেখেন!! একদমই অন্যরকম আপনার কবিতার নির্মাণ শৈলী আর শব্দ চয়ন। আপনার শব্দভান্ডারের সংগ্রহ ঈর্ষান্বিত করে।

আপনার কবিতা সিগনেচার কবিতা। নাম না থাকলেও পাঠক বুঝে নিতে পারবে যে এটা আপনার কবিতা।

প্রথম স্তবকে পুড়ে যাওয়ার হাহাকার। আর হঠাত করেই দ্বিতীয় স্তবকে শব্দের ঝংকারে দাবানলে পাঠক ছারখার!! আগুন সবসময়েই বড় মোহময়ী। কবি এভাবে ডাকলে আগুনে ঝাঁপ দেয়াই যায়।

শুভকামনা। কবিতার আগুন প্রজ্জ্বলিত থাকুক।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

ঋতো আহমেদ বলেছেন: শিখা আপু, আপনার অসাধারণ মন্তব্যে সত্যি আপ্লুত হয়েছি। প্রেরণা অনুভব করছি। আপনাদের মতো গুণী অগ্রজ আমাদের পথ প্রদর্শক। কবিতার আগ্নিতে ভালোবাসা জানবেন।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

বাকপ্রবাস বলেছেন: আমি যখন আপনার কবিতা পড়ি তার আগে পরে আপনার ছবিটা দেখি, আপনার চাহনি এমন যেন চোখে চোখ রাখা যাবেনা তেমনি আপনার কবিতার বেলায়ও, ওখানে হাত দেয়া যাবেনা বা কমেন্ট করা যাবেনা এমই দূর্দান্ত হয়। কমেন্ট করতে গিয়ে ওজন ধরতে না পারার একটা ভয় কাজ করে। পুরো কবিতা বাদ দিলাম একটা লাইন নিয়ে বলি, "পুড়ে যাচ্ছে আমার বুকের রক্তের সে আগুণ-আহ্ " একটা দহণ পোড়ায় আরেকটা না পুড়তে পারার দহণ, দুইটা বিপরীত মিথুন যেন। অধরা, না-পারা, অসহায়ত্ব, ছুটে যাওয়া, না-হওয়া ইত্যাদি অসংখ্য বেদনা যখন বুকের ভেতর জমেজমে বরফ হয়ে যায় এবং কিছু করার থাকেনা তখন সেই বরফই উত্তাপ ছড়ায়, কী একটা দারুণ দৃশ্য, বরফ মানেই ঠান্ডা আর সেটা ছড়াচ্ছে উত্তাপ। এই যে কিছু করতে চাওয়া, কিছু পেতে চাওয়া, কিছু হতে চাওয়ার তীব্র আকাংখা এবং তা করতে না পারা, না হওয়ার যে আকুতি সেখান থেকেইতো একটা লাইন বের হয়ে উর্দ্ধকাশে ছুটে যায় আর বলে যায়, "পুড়ে যাচ্ছে আমার বুকের রক্তের সে আগুণ-আহ্ "

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০০

ঋতো আহমেদ বলেছেন: বাকপ্রবাস, সত্যি অবাক হচ্ছি আপনার মন্তব্যে। মন্তব্যও যে অসাধারণ হতে পারে, নিংড়ে আনতে পারে কবিতার অন্তর্গত সত্তাকে আপনাকে পেলে বুঝা যায়। কবিতার গহীনে গিয়ে নিজেকে এর সাথে দারুণভাবে align করতে পারেন আপনি। কবিতার বহুমুখিতাকে ধারণ করতে পারেন। বুঝে নিতে পারেন নিজের মতো করে, নিজস্বতায়। আপনার মতো learned পাঠক খুব কম পাওয়া যায়। আপনারাই তো প্রকৃত কবিতার প্রেরণা। আপনাদের জন্যই মনে হয় আরও লিখি আজ..

৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: গুড ওয়ান।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ব্রো..

১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ভাল লাগা ছুঁয়ে গেল ।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০২

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ নাহার আপু। ভালো আছেন নিশ্চই।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪

জাহিদ অনিক বলেছেন:
আগুনে পুড়ে যাচ্ছে আগুন-- এখানেই আগুণের তীব্রতা, এখানেই দাহ্যতা।
এই দহনকাল চলতে থাকে- একটানা চুল্লির ভেতরে জ্বলতে থাকুন আগুন, হাপড়ের বাতাসে পুড়তে থাকে আগুন।
এই জারণ প্রক্রিয়ায় আমরা শুদ্ধ হই-হচ্ছি-হব।

পুড়ে যাচ্ছে আমার বুকের রক্তের সে আগুণ-আহ্ - চমৎকার

বিজন দা, আপনি নিজের কবিতাদের উপর একবার তাকান। আমরাও আপনার গুণমুগ্ধ পাঠক।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

ঋতো আহমেদ বলেছেন: বিজনদার কবিতার গুণমুগ্ধ পাঠক আমিও। দাদা ইদানিং কবিতা কম পোস্ট করছেন।

রাজশাহীর কি খবর বলুন। শীত এসে গেছে ?

১২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সুমন কর বলেছেন: চমৎকার ! ভালো লাগা রইলো।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

ঋতো আহমেদ বলেছেন: আপনাকে পেয়ে খুব ভালো লাগলো সুমন-দা। কেমন আছেন আপনি। মনে আছে দু'বছর আগে যখন সেফ হইনি, খুঁজে খুঁজে আমার ব্লগে এসে ছোট্ট করে মন্তব্য করে যেতেন। কী যে ভালো লাগতো তখন! খুবই অনুপ্রাণীত হতাম। অনেক দিন পর আবার পেলাম আপনাকে। ভালো থাকবেন। শুভ কামনা।

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

সুমন কর বলেছেন: সাথে আছি, সব সময় !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.