![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
অনেকগুলো মৃত্যু যাপন করে এসছি আজ।
এইখানে—
প্রণয় সংসারে—
এবার এক টুকরো মাটি দাও
জীবন বপন করি। শুভ্র,—ঘন ঘোর জীবন!
#
দূরের দিগন্তে ফুটে আছে রক্তের ফল। রিক্ত। সূক্ষ্ম, সাদা। জমাট-বদ্ধ—
অন্ধ পৃথিবীর বেদনার গান ভালোবেসে
ভেঙে ভেঙে উঠে আসা ভুল। ওঃ ভুল! ওঃ আমার ভ্রম!—
দূরের দিগন্তেই, দিক হয়ে ফুটে আছো। ফুটে আছে এক মহাকাল—
ছবি সূত্র : Insta.
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা জানবেন।
২| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১২
আর্কিওপটেরিক্স বলেছেন: বাহ !
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ভাবছিলাম ছবিটা আপনার গার্ল ফ্রেণ্ডের!
এভাবে অন্যের ছবি ব্যবহারের বিষয়ে আপনি আশা করি আমার চেয়ে ভাল জানেন!
আর আমাদের মধ্যকার অনেক ব্লগারই ইনস্টাগ্রাম ব্যবহার করেন।
নির্মল শুভকামনা আপনার জন্য, ভাল থাকুন সবসময়
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪
ঋতো আহমেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে, ছবি নিয়ে গবেষণার চেয়ে কবিতা নিয়ে কিছু বললে আরো ভালো লাগতো। শুভ কামনা।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
মনে কিছু করবেন না! একট্ব কথা বলি,
ছবি দেয়া যদি পাঠক পাওয়ার উদ্দেশ্য হয়, তখন আর আমার মত সাধারণ মানুষগুলো লেখা ফেলে ছবিরই প্রশংসা করবে বৈকি!
ফালতু প্রশংসা করে লেখকের লেখার মান নষ্ট করার পক্ষে আমি না।
প্রথম অনুকাব্যের এসছি মনে হয় এসেছি হবে! খারাপ হয়নি, তবে দ্বিতীয় অনুকাব্য অনেকটা বেবুঝদের ধরাছুওয়ার বাহিরে।
আবারো শুভকামনা
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
ঋতো আহমেদ বলেছেন: না, মনে কিছু করতে গিয়েও করিনি। আসলে যিনি যেমন বুঝবেন তিনি তেমন মন্তব্যই করবেন এটা স্বাভাবিক।
এসেছি নয়, 'এসছি' ই লিখেছি। হুম, দ্বিতীয়টা বেবুঝদের আওতার একটু বাইরেরই।
ধন্যবাদ সৈয়দ সাহেব।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: দুটিই দুদিক দিয়ে সুন্দর।
প্রথমটি,
জীবন বপন করি। শুভ্র - ঘন ঘোর জীবন।
দ্বিতীয়টি ,
দরের দিগন্তেই, দিক হয়ে ফুটে আছো। ফুটে আছ এক মহাকাল-
কাব্যে ++
শুভকামনা প্রিয় ঋতোভাইকে।
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা। আশা করি ভালো আছেন।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩
কাওসার চৌধুরী বলেছেন:
"জীবন বপন করি। শুভ্র - ঘন ঘোর জীবন।" +++
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই। ভালো থাকবেন
৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
(উপরের ছবির মেয়েটা অনেক সুন্দর )
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
ঋতো আহমেদ বলেছেন: হা হা হা, ঠিক আছে কবির ভাই, আপনার কমপ্লিমেন্ট ওকে জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ
৮| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রণয় সংসারে— এবার এক টুকরো মাটি দাও
......................................................................
প্রণয় সংসারে= বেচেঁ থাকা মানে প্রতিদিন যুদ্ধ যুদ্ধ ভাব ।
ভালো লাগা ++
৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন শঙ্খচিল।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬
স্রাঞ্জি সে বলেছেন:
জীবনে প্রণয় আসে। আবার তা নতুন আঙ্গিকে গড়ে উঠে।
কাব্যে অণু অণু ভাললাগা রেখে গেলাম।
৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ স্রাঞ্জি। ভালো থাকবেন।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১
সমালোচক মন্তব্যকারী বলেছেন:
১১| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: আমি বললাম, ফুল
তুমি বললে, কিন্তু কাগজের
আমি বললাম, তবুও তো ফুল
লোকটাতো কাগজ দিয়ে বন্ধুকও বানাতে পারতো ।
৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
ঋতো আহমেদ বলেছেন: বাহ্, বেশ বলেছেন।
১২| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
বিজন অধিকারী বলেছেন: অন্ধ পৃথিবীর জীবন ও বেদনার গান এই হেড লাইনের ভিতর অনেক অর্থ লুকিয়া আছে ভাবছি আমি কোথাও ব্যবহার করবো আপনি যদি অনুমতি দেন।
৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
ঋতো আহমেদ বলেছেন: অবশ্যই। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। কবিতা সবার জন্য। নিজ যোগ্যতায় কবিতাকে বুঝতে হয়। নিজের করে নিতে হয়। অন্ধ পৃথিবীর জীবন ও বেদনার গান কে যদি একটুও হৃদয়ে স্পর্শ করতে পেরে থাকেন তাহলে এটা আপনার। অনুমতির প্রয়োজন নেই। ব্যবহার করুন। আরও ভালো কিছু সৃষ্টি করুন। এই আশা রাখছি। ধন্যবাদ বিজন অধিকারী।
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮
জাহিদ অনিক বলেছেন: বাহ ! এমন ঘনঘোর জীবনের আশায় আশায় পৃথীবী একদিন ফুল হয়ে ফুটে আবার ঝড়েও যায়।
সুন্দর লেগেছে ঋতো দা
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ অনিক। কেমন আছেন আপনি।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯
জাহিদ অনিক বলেছেন: আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন কবি।
১৫| ১৫ ই মে, ২০২০ রাত ১০:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
দুটো কবিতাই পরিপক্ক, জীবন্তিকা!
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০০
ল বলেছেন: সত্যিই প্রশংসনীয় লেখা।ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।