| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঋতো আহমেদ
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
ঘুমের মধ্যে
একশত জানালার কপাট হঠাৎ ভারী হ’য়ে এলে
বিগত রাত্তিরে রাতেরা সব
ভৌতিক বিউগলে
(বিস্তারিত ও বিচ্ছিন্ন পংক্তিমালায়)
আমার দূঃস্বপ্নের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়
আর আমি হাত বাড়িয়ে ছুঁই আমার পূর্ব মুহূর্তের মৃত্যুকে
দেখি আমার
সমবেত আত্ম-অংশেরা এক-একটি মশাল হ’য়ে
দারুণ সব দাবি নিয়ে জ্বলছে
তারপর ধীরে..
সন্তর্পণে
একটি সংঘাত অনিবার্য হয়
(আত্ম-সংঘাত/ভাঙনের মুখ)
ভাঙনের মুখ
ঋতো আহমেদ
প্রকাশক : জিবলু রহমান।
প্রকাশনা : শ্রীহট্ট প্রকাশ, দড়িয়াপাড়া, সিলেট।
প্রকাশকাল : মে, ২০১৮।
বিনিময় : ১৩৫ টাকা।
বিভিন্ন সময়ে সামু-তে পোস্ট করা কিছু কবিতার সমন্বয়ে প্রকাশিত এই বইটি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন-
০১৭১১১৫৪৬৮২
০১৭০১৩৫৪৭৮৪
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২
ঋতো আহমেদ বলেছেন: যাবে। শ্রীহট্ট প্রকাশ এর স্টলে।
২|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: বইমেলাতে পাওয়া যাবে না?
৩|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাটা ভালো লাগে নাই অতোটাও, আপনার কবিতা যতটা ভালো লাগে।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫
ঋতো আহমেদ বলেছেন: বিজ্ঞাপন হিসেবে ভালো হয়নি। আরও ভালো কোনো কবিতা দেওয়া উচিৎ ছিল। বইটার দুর্ভাগ্য!
৪|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
নাহিদ০৯ বলেছেন: আপনার জন্য: https://www.goodreads.com/author/show/18714746 ![]()
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬
ঋতো আহমেদ বলেছেন: বাহ্। ধন্যবাদ আপনাকে।
৫|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬
মাহমুদুর রহমান বলেছেন: ভেরী গুড।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা
৬|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২
সাইন বোর্ড বলেছেন: এটাই কি আপনার প্রথম একক বই ?
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৯
ঋতো আহমেদ বলেছেন: না। দ্বিতীয়।
১) শতাব্দীর অপার প্রান্তরে
২) ভাঙনের মুখ
৩) উন্নয়নের গণতন্ত্র
৪) হে অনন্ত অগ্নি
৭|
২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩
ইসিয়াক বলেছেন: সুন্দর প্রচেষ্টা।ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: বইমেলাতে পাওয়া যাবে না?