![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
ঘুমের মধ্যে
একশত জানালার কপাট হঠাৎ ভারী হ’য়ে এলে
বিগত রাত্তিরে রাতেরা সব
ভৌতিক বিউগলে
(বিস্তারিত ও বিচ্ছিন্ন পংক্তিমালায়)
আমার দূঃস্বপ্নের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়
আর আমি হাত বাড়িয়ে ছুঁই আমার পূর্ব মুহূর্তের মৃত্যুকে
দেখি আমার
সমবেত আত্ম-অংশেরা এক-একটি মশাল হ’য়ে
দারুণ সব দাবি নিয়ে জ্বলছে
তারপর ধীরে..
সন্তর্পণে
একটি সংঘাত অনিবার্য হয়
(আত্ম-সংঘাত/ভাঙনের মুখ)
ভাঙনের মুখ
ঋতো আহমেদ
প্রকাশক : জিবলু রহমান।
প্রকাশনা : শ্রীহট্ট প্রকাশ, দড়িয়াপাড়া, সিলেট।
প্রকাশকাল : মে, ২০১৮।
বিনিময় : ১৩৫ টাকা।
বিভিন্ন সময়ে সামু-তে পোস্ট করা কিছু কবিতার সমন্বয়ে প্রকাশিত এই বইটি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন-
০১৭১১১৫৪৬৮২
০১৭০১৩৫৪৭৮৪
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২
ঋতো আহমেদ বলেছেন: যাবে। শ্রীহট্ট প্রকাশ এর স্টলে।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: বইমেলাতে পাওয়া যাবে না?
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাটা ভালো লাগে নাই অতোটাও, আপনার কবিতা যতটা ভালো লাগে।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫
ঋতো আহমেদ বলেছেন: বিজ্ঞাপন হিসেবে ভালো হয়নি। আরও ভালো কোনো কবিতা দেওয়া উচিৎ ছিল। বইটার দুর্ভাগ্য!
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
নাহিদ০৯ বলেছেন: আপনার জন্য: https://www.goodreads.com/author/show/18714746
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬
ঋতো আহমেদ বলেছেন: বাহ্। ধন্যবাদ আপনাকে।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬
মাহমুদুর রহমান বলেছেন: ভেরী গুড।
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬
ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২
সাইন বোর্ড বলেছেন: এটাই কি আপনার প্রথম একক বই ?
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৯
ঋতো আহমেদ বলেছেন: না। দ্বিতীয়।
১) শতাব্দীর অপার প্রান্তরে
২) ভাঙনের মুখ
৩) উন্নয়নের গণতন্ত্র
৪) হে অনন্ত অগ্নি
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩
ইসিয়াক বলেছেন: সুন্দর প্রচেষ্টা।ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: বইমেলাতে পাওয়া যাবে না?