![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
উন্নয়নের গণতন্ত্র ০৬
চমৎকার
সুন্দর
ও
উৎসবমুখর পরিবেশে
‘ড্যাস’ হয়েছে আজ। আমরা মুগ্ধ, উৎফুল্ল ও আনন্দিত।
অন্ধকার রাতে
চাঁদকে বিদীর্ণ করে
চা’য়ের দোকানেও ‘ড্যাস’ হয়েছে গতকাল। এতেও আমরা
অবাক হইনি।
এইরকম হয়; হওয়ারই কথা।
উন্নয়নের গণতন্ত্রের আশ্চর্য এই দেশে ‘ড্যাস’ হচ্ছে এখন।
আপনারা আসুন দেখুন এবং উপনীত হউন—
গোলযোগ
অনিয়ম
বাঁধা
ও
ভাঙচুরের ঘটনায় সিদ্ধ এইসব ‘ড্যাস’-এ আমরা সত্যিই গর্বিত
কী না
দেখুন
আর
পর্যবেক্ষণ করুন
আর দেখুন
আমরাই পারি নিজ দায়িত্বে ভরে দিতে
ওইসব অপরূপ বাক্সগুলোয় আমাদের
নির্লজ্জ
আখাম্বা ‘হ্যাস’।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
ঋতো আহমেদ বলেছেন: ঘেউ, ঘেউ ঘেউ..
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ম্যাও প্যাঁও না করে আসুন জনগনের জয়গান গাই ।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩
ঋতো আহমেদ বলেছেন: হ, ঠিহি কইছুইন। গানডা লেইখ্যা লাইন তে।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: একজন বলল- আওয়ামী বিরোধি যেকোনো কথার জন্য জেলে যাওয়া লাগে আজকাল।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪
ঋতো আহমেদ বলেছেন: কথাডা পুরাপুরি মিছা কয়নাইক্যা
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজীব নুর বলেছেন: একজন বলল- আওয়ামী বিরোধি যেকোনো কথার জন্য জেলে যাওয়া লাগে আজকাল। @বক্তা অগ্রিম ভুল বলেছেন।
জয় বলেছেন, ক্ষমতায় গেলে তথ্যপ্রযুক্তি আইন আরো শক্ত করা হবে। আরও শক্ত করা মানে, আওয়ামীলীগের বিরুদ্ধে গেলেই জেল।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
ঋতো আহমেদ বলেছেন: জয় বাবাজির জয় হোক
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২
খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
ঋতো আহমেদ বলেছেন: সত্যি বলছেন !
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
নজসু বলেছেন:
ম্যাও।