![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
#
জলের ভেতর কুড়িয়ে পেয়েছি মধ্যরাত।
জলের ভেতর ধ্রুবতারা।
জলের ভেতর কুড়িয়ে পেয়েছি নুড়ি ও ঢেউখেলানো শরীর।
নরম ওমের মতো ভবিষ্যৎ।
অনেক গহিনে লুকিয়ে থাকা শামুকের গোপন প্রেম। গুঞ্জন।
বালি-ঝরা অনন্ত শীৎকার।
জলের ভেতর একটি স্যুররিয়াল সুর অত্যন্ত সুচারুভাবে
প্রোথিত করেছি।
এবার একটু অপেক্ষার পালা। আর মাত্র একটি রাত। তারপর,—
জলকাদা মাড়িয়ে
উঠে আসবে একটি নতুন ভোর। একটি
আর্তচিৎকার!
৩১.১২.২০১৮
ছবি : মার্টিন ফ্লিকর।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫
ঋতো আহমেদ বলেছেন: শুভ নববর্ষ ভৃগু ভাই !
নতুন বছর আপনার জীবনকে করে তুলুক সর্বাত্মক মঙ্গলময়।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: Wishing you all a happy, prosperous and peaceful 2019
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮
ঋতো আহমেদ বলেছেন: আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন নুর ভাই।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮
জাহিদ অনিক বলেছেন:
আহা ! জলের মধ্যে তবে কবিতার বসবাস !
কেন যাও জলেও কাছে --------
শুভেচ্ছা ঋতো দা
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫
ঋতো আহমেদ বলেছেন: Happy New Year !!
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
সাইন বোর্ড বলেছেন: অনন্য কাব্যিক আয়োজনে দারুণ অনুভব !
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬
ঋতো আহমেদ বলেছেন: Happy New Year !!
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: নববর্ষের শুভেচ্ছা
ভাল লাগা রইল কবিতায়
+++