![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা
মরে গেলে শুনেছি মানুষ নাকি আকাশে উঠে যায়। অনন্ত রাত্রির বুকে জ্বলজ্বলে তারার মতন চেয়ে থাকে। অথচ আমি—আমি তো আকাশ থেকে অবতীর্ণ হইনি। আমার উত্থান পাতাল থেকে। আমার মা গূঢ় একটি মহাকাল তার রক্তের ভেতর আগলে রাখেন নয় মাস। তাঁর পেটের ভেতর গহিন পাতালে আমার ডুবা আর ভেসে উঠার গান হচ্ছে পৃথিবীতে মানুষের আয়ুর উৎসার। তাহলে কেন..কেন আমি উঠে যাবো আকাশে! আমার বোধগম্য হয় না।
এই মাটি—
এই জল—
এই বায়ু—
আমার মা—আমার বাবার প্রেম—আমার শৈশব কৈশোর জীবন যৌবন—সব। এইখানে
এইসব শস্যের শিকড়ে আমার রক্তের দোসর আজ ঘনিষ্ঠ হচ্ছে। উত্তাপ ছড়িয়ে পড়ছে এই—জলের পাতাল থেকে বেরিয়ে সমগ্র মাটি ও পাথরে। আমার মৃত্যুর পর অনন্ত রাত্রির বুকে জ্বলজ্বলে তারার মতন চেয়ে থাকবার এই চোখ আমি সমর্পণ করছি তোমাদের চোখে। দেখো তুমি। তোমরা দেখো
মরে গেলে মহাকাল আসলে কোথায় যায়।
এই বায়ু
এই জল
এই মাটি ছাড়া আর কে আছে তার!
০১.০১.২০১৯
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০
ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা। ভালো থাকবেন শঙ্খচিল।
২| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৬
রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১
ঋতো আহমেদ বলেছেন: আমার দূর্ভাগ্য !
৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২০
জাহিদ অনিক বলেছেন:
মানুষ ম'রে গেলে বেঁচে থাকে কে?
মহাকাল বলে কী সত্যি কিছু আছে নাকি আমাদের বেঁচে থাকার এই বর্তমানটাই ত্রিকাল।
শুভেচ্ছা ঋতো দা
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩
ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, কবিতার অভিজ্ঞ পাঠক আপনি।
ফিলিপ সিডনির একটি উদ্ধৃতি মনে পড়ছে, " না, কবিতা জীবনের প্রতিলিপি বা ভাষ্য নয় শুধু, কবিতা এক স্বতন্ত্র নির্মাণ, a new nature, কবিতা মেলে ধরে এক বিকল্প বাস্তব"।
এই বিকল্প বাস্তব-কে দেখার অভিজ্ঞ চোখ থাকা চাই আমাদের।
ভালো থাকবেন অনিক।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪
পবিত্র হোসাইন বলেছেন: উপ্রে দিয়া গেলো !!!!!
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪
ঋতো আহমেদ বলেছেন: পোড়া কপাল আমার !!
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই বায়ু এই জল এই মাটি ছাড়া আর কে আছে তার!
..............................................................................
আমাদের আছে অনন্ত আকাশ