নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সংক্রান্তির পর

১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৭


সংক্রান্তির পর একটি নতুন ভোর
একটি নতুন দিনের শুরু
একটি পুরনো গোপন ইচ্ছের মাথাচাড়া
সমগ্র দিন
বুকের ভেতর পুষে রাখছি
আনমনে
এবং
অলক্ষ্যে

জানি তুমি আসবে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে
বৃষ্টি ভেজা সন্ধ্যায় অথবা রাতে
কালবৈশাখীর ঝড়ো বাতাসে এবং
গর্জনে
বিদ্যুৎ-এ বিদ্যুৎ-এ
তোমার সৌন্দর্যের ঝলক ঝলসে দেবে এই কংক্রিটের সমূহ জঙ্গলে

আমার সম্পর্কের পাপ আমার অন্ধকার

তবুও

পাখি আমার একলা লাগে
পাখি আমায় উড়তে চাওয়ার ডানা ভাঙে
নতুন দিনের মিছিল এলে পাখি আমার আকাশ দ্যাখে
প্রণয় ম্যালে

সংক্রান্তির পর একটি পুরনো মুখ নতুন চোখের দৃষ্টিতে
হৃদয় খোলে

ছবি : তৌসিফ হক

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: সাবলীল কবিতা।
ভালো লেগেছে।

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৬

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ নববর্ষ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৮

সায়ন্তন রফিক বলেছেন: ভালো লাগলো।

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৭

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ নববর্ষ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৭

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ নববর্ষ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৭

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ব্রো..। শুভ নববর্ষ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিকই তো বৈশাখী প্রভাতেই খুলে যাক বন্ধ মনের দুয়ার। হৃদয়ের ক্যানভাস ভরে উঠুক লাল নীল নীলিমায়। সুন্দর কবিতায় ভাললাগা রেখে গেলাম ++

নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় ঋতোভাইকে।

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৯

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে ভালো লাগা জানবেন। শুভ নববর্ষ।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৮

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সুমনদা। শুভ নববর্ষ।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৯

হাবিব বলেছেন: হৃদয় কি আসলেই খোলে? নাকি খোলাই থাকে?

১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০৩

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। মাথা নয়, হৃদয় খুলে কবিতা পড়ুন। তবেই কবিতা তার প্রকৃত সৌন্দর্য নিয়ে ধরা দেবে। শুভ নববর্ষ।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৬

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল নতুন ভোরের কাব্য। অনেকদিন পর ব্লগে এসে আপনার এ কবিতাটা দিয়ে শুরু করলাম।
শুভ কামনা

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০৮

ঋতো আহমেদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যেগুলো খুব মিস করি। আসেন না খুব একটা। ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভালো থাকুন সবসময়। বৈশাখের শুভেচ্ছা নেবেন।

৯| ২০ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন, খুবই ভাল লেগেছে।
সংক্রান্তির পর একটি নতুন ভোরের প্রত্যাশা করা যেতেই পারে।
শেষের লাইনদুটো খুব ভাল লেগেছে।
কবিতায় প্লাস + +

২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫

ঋতো আহমেদ বলেছেন: দেরীতে উত্তর দেয়ার জন্য ক্ষমা প্রার্থী। ভালো আছেন নিশ্চই। আপনার সুন্‌দর মন্তব্যগুলো সবসময় আমাকে অনুপ্রাণিত করে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.