নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

হে বিহ্বল সময় আমার

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৩


২০.১০.২০১৯
কংক্রিটের এই জঙ্গলে কে যে কাকে ছাপিয়ে উঠতে চাইছে আজ! জানি না এইভাবে কদ্দিন আর। কোন শতাব্দীর পর—হয়তোবা কোনো এক শতাব্দীর পর—অন্ধকারে—হাওয়ার তোড়েই ভেসে উঠবো আবার। চেয়ে থাকবো দূরে। অদূরে আছড়ে পড়া স্মৃতি আর ছিটকে পড়া আলোয় আমাদের বিচ্ছিন্ন ভয়, আমাদের দাঁতের দাগ, খিদে, নিঃসঙ্গতা—আমাদের চোখের জল, বিছানা—আর, ঘন রাত্রিবেলা।…কোনো এক ক্রান্তির পর আমাদের এইসব মুখ যেন মানুষেরই মুখ হয়ে ফুটে উঠবে আবার। শব্দে…অক্ষরে অক্ষরে…পংক্তিতে

২৩:১৫

২২.১০.২০১৯
মানুষের নিবিড় মুখ আমি দেখি না অনেক দিন। যদিও প্রতিটি ভোর— শব্দের ভেতর— মানুষেরই লোকালয়ে ঘুম ভাঙে আমার। মানুষের কাছে, দ্রুত পায়ে হেঁটে যাই। দাঁড়াই। কথা বলি,—বলতেও শুনি। অথচ দেখি না সেই মুখ। সেই নিবিড় গহিনতা।

এ কোন নৈঃসঙ্গ আমার!
এ কোন অতল প্রহর এখন!— কোন বিসর্গ মাস বয়ে যায়!

হে ক্রান্তিকাল
হে পাথর
হে বিহ্বল সময় আমার—
হে বিমূঢ় শূন্যতা।

২৩:৫৮

২৯.১০.২০১৯
আমিও ফিরে আসি পরাজিতের মতো। তোমাদের ভাঙচুর সময় আর ভালো লাগে না। যতোটা সম্ভব গুটিয়ে নিই আমার পংক্তি গুলো।—যেগুলো—প্রস্ফুটিত গোলাপের মতো ঘ্রাণে ছড়িয়ে ছিল এই পৃথিবীতেই। আমি কারো আগে কিংবা পেছনেও নেই। আমার রাত্রিগুলো জীবন্মৃত নদের নগ্ন দেহে একের পর এক প্রবেশ করতে চায়। যেন সেখানেই তার চির আশ্রয়। এর জন্য কোনো ভগ্ন কাল নয়, আমাকে তাকাতে হয় পেছনের দিকে। কয়েক শতাব্দী পেরিয়ে সেই যমুনার দিকে। যেখানে আমার অন্তরাত্মার ভিত গ্রথিত হয়ে আছে। যেখানে আমার আহ্বানকে পাঠাতে পারি, নিমগ্ন সময়ের ভেতর দিয়ে, অবলীলায়। তোমাদের এই অস্থিরতা তোমাদের এই হল্লা, জয়-পরাজয় কিছুতেই আমার জন্য নয়।

২২:২০

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনুভূতির চমৎকার কাব্যিক প্রকাশ। মুগ্ধতা রইলো।

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৫

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: নিজের আবেগ গুলো লিখে রাখা বুদ্ধিমানের কাজ।

০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

ঋতো আহমেদ বলেছেন: আপনিও নিশ্চই বুদ্ধিমান

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার শিরোনামে চমৎকার কিছু কাব্যকথা। ভাল লেগেছে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.