![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ লা সেপ্টেম্বর ১৯৭৮ ইং প্রতিষ্ঠিত হয়ে বিএনপি কখনো ক্ষমতায় আর কখনো বিরোধীদলে ছিল।হয়ত বিএনপি ভাবছে এইভাবেই বুঝি দিন যাবে।
আমি মনে করি,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মৃত্যুর পর কখনো এই দল দুরদর্শী চিন্তা করে নাই।
আপনি;আপনারা আর যাই বলুন জিয়াউর রহমান এর মৃত্যুর পর যদি দলের ভবিষ্যৎ নিয়ে কেউ চিন্তা করে থাকেন।তিনি হলেন তারেক রহমান।তার মেধা আর রাজনৈতিক দুরদর্শীতা
আলাদা একটা গুন ছিল।যার কারনেই পরবত্তী তে তার উপর এই অমানুষিক নিয্যাতন হল।
বিএনপি ভুলে ও চিন্তা করে নাই,আজকের এই পরিস্থিতি মুখোমুখি হতে হবে।
এইভাবে কি একটা দল চলতে পারে?
বিএনপি র জন্য সবচেয়ে বেশি কাল হল,স্বাধীন বাংলাদেশে বিএনপি সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলো।আর এই ক্ষমতাই বিএনপি কে আজকের এই পরিস্থিতি তে পড়তে বাধ্য করছে।
এবার আসুন কিভাবে ক্ষমতা বিএনপি র জন্য কাল হল তার কিছু নমুনা খুব সংক্ষেপে দিচ্ছি।
নাং-১. বিএনপি কখনো তাদের দলের কম্মীদের (তৃনমুল) মুল্যায়ন করে নাই।
নাং-২. মিডিয়া কি জিনিস,কিভাবে মিডিয়া নিয়ন্ত্রন করতে হয় বিএনপি কখনো সেই দিকে খেয়াল করে নাই।
নাং-৩. সাংবাদিক, মিডিয়া কম্মীদের একটা দলীয় প্লাটফর্ম লাগে সেটা বিএনপি কোনদিন ও বুঝতে চেষ্টা করে নাই।
নাং-৪.নিয়োগের ক্ষেত্রে শুধু টাকা হলে হত।এক্ষেত্রে দলের লোক হিসেবে তেমন বিবেচনা করে নাই।
নাং-৫.একটা দলের প্রধান বিষয় হল সময় মত দলের কমিটি ঘোষনা করা।সে বিষয়টির দিকে বিএনপি তেমন গুরুত্ব ছিলই না।
নাং-৬.নেতারা কোন নির্দেশ না মানলে তেমন শাস্তি হত না।বিশেষ করে কেন্দ্রে
যাদের খুটির জোর থাকত তারা কিছুই পাত্তা দিত না।
নাং-৭.কম্মী আহত,অথবা নিহত হলে নেতারা সব সময় গা ছাড়া ভাব দেখিয়ে কেটে পড়ত।
নাং-৮.দল চালাতে হলে ভাল এবং মন্দ দুই রকমের কম্মী লাগে।বিএনপি এই ব্যপার টা বুঝতেই পারে নাই।যার কারনে ২০০১-২০০৬ নিজ দলের কম্নীদের হত্যার মহাউৎসব করেছে বিএনপি।
নাং-৯.বিএনপি র মধ্যে যে ধীরে,ধীরে একটা গ্রুপ তৈরী হয়েছে,যাদের কোন মতামত না মানলে তারা নিস্ক্রিয়তার ভাব ধরে এবং মানতে রাজী হয় না।এটা বিএনপি কখনো বোঝার চেষ্টা করে নি।
নাং-১০.কিছু নেতা এমন ভাব ধরছিল,যেন তারা ছাড়া বিএনপি অচল।তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি দল।
এরকম হাজারো কারন আছে যাহা লিখে শেষ করা যাবে না।
তবে আশার কথা হল দল এখন পুড়ে হয় খাঁটি সোনা হবে,আর না হয় ধংস হয়ে যাবে।
আপাতত মনে হচ্ছে দল কিছুটা উন্নতি হয়েছে।কারন আওয়ামীলীগ অনেক চেষ্টা করেছে দল ভাংগার জন্য পারে নাই।
এই দলের ভিত্তি অনেক গভীরে।কেউ যদি ভাবে জেল,জুলুম,গুম,খুন হত্যা করে দল শেষ করে ফেলবে সেটা ভুল।তারা বোকার স্বর্গে বসবাস করছে।
ইনশাল্লাহ দল আবার ক্ষমতায় আসবেই।তবে আসার আগে খাঁটি সোনা হয়ে আসুক....
এই কামনায়
----------এম সালাহ উদ্দীন রুবেল।
যুগ্ন-সাধারন সম্পাদক।
বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল
নিউইয়র্ক সিটি
যুক্তরাষ্ট্র।
২| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১১
কোকিল বলেছেন: অত্যন্ত যুগোপযোগী মূল্যায়ন। বিএনপির একজন শুভাকাঙ্খী হিসেবে আমি ১০০% একমত। দলের নীতি নির্ধারকরা উপরোক্ত প্রতিটি পয়েন্ট মনে রেখে কাজ করলে এবং আল্লাহ চাহেত আগামীতে ক্ষমতায় এলে এ বিষয়ে গভীর আন্তরিকতা নিয়ে প্রত্যেকটি বিষয়ে যথাযত গুরুত্ব দেবেন বলে আশা করি।
৩| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪১
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: মজা পাইলাম. গাড়ির 99% OK, শুধু ব্রেক কাজ করে না.....
৪| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১২
রুবেল ১ বস হ্যাপি বলেছেন: ধন্যবাদ আপনাকে।কোকিল
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
প্রবালরক বলেছেন: ১৯৬৬ সনে আওয়ামী লীগ এর চেয়েও নির্জীব অবস্থায় পতিত ছিল।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: মুল পয়েন্ট এটাই : ১. বিএনপি কখনো তাদের দলের কম্মীদের (তৃনমুল) মুল্যায়ন করে নাই।