নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

গান না গাওয়ায় কলেজ ছাত্রকে পেটালেন সমাজ কল্যাণ মন্ত্রি

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২১

নতুন মন্ত্রী হওয়ার পর মৌলভি বাজার সদরে শাহ মোস্তফা কলেজে তিনি আসলেন . সবাইকে নিয়ে সমবেত কোন্টে ধন ধান্যে পুষ্প ভরা গানটি গাইলেন . হটাত তিনি একটি ছাত্রকে কান ধরে অবিরত চর থাপ্পর মারতে লাগলেন.ছেলেটি নাকি উনার সাথে গান গায়নি . কলেজের অধ্যক্ষের সামনে 'জায়েদ' নামক ছেলেটিকে বেদম প্রহারের পর "বেয়াদব" ছেলেটিকে টিসি দেওয়ার নির্দেশ দিলেন.এখন আমার গাইতে ইচ্ছে করচে 'গরু ছাগলে ভরা আমাদের এই বসুন্ধরা' . নাপিতকে মন্ত্রি বানালে যা হয় আর কি

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৮

ঢাকাবাসী বলেছেন: নাপিতকে!! আরে সে ব্যাটার তো অন্তত একটা বিষয়ে স্কীল আছে ঐ পতাকা গাড়ী ওয়ালার তো তাও নেই!

২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাকশালের উপহার!!

জনবিচ্ছিন্ন স্বৈরাচারের ধরন এমনই হয়!!!!

খবরের লিংক কই?

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

শরৎ চৌধুরী বলেছেন: লিংক কই।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালতো ভাল না?

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

প্রফেসর সাহেব বলেছেন: কোথাও লিঙ্ক পাইনি . এটা এখন টক্‌ অব দা টাউন

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: সমাজকল্যান মন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিনি । পরিচ্ছন্ন ইমেজের অধিকারী একজন চুপচাপ ভালো মানুষ । কোন লিংক বা রেফারেন্স ছাড়া কারো চরিত্রহরণ করা উচিত নয় ।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

একজন ঘূণপোকা বলেছেন:
মামুন ভাই মায়া লাগছে???

পরিছন্ন ইমেজের মানুষ???


হাসালেন ভাই।

পরিছিন্ন ইমেজ হলে কি আর দ্বিতীয় বাকশালের মন্ত্রী হইত

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

প্রফেসর সাহেব বলেছেন: আপনার চাইতেও আমি উনাকে আরো ভালভাবে চিনি

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

মামুন রশিদ বলেছেন: মহসিন সাহেব গরু ছাগল হলেন কিভাবে । তিনি একজন বীর মুক্তিযোদ্ধা । মৌলভীবাজারের এক সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ঐ শহরের মেয়র ছিলেন । ২০০৭ এ প্রচন্ড জনপ্রিয় অর্থমন্ত্রী সাইফুর রহমানকে নির্বাচনে হারিয়ে এমপি হয়েছিলেন । মেয়র বা এমপি থাকাকালে তার নামে কোন দূর্নীতির অভিযোগ আসেনি ।

উনি যে দলেরই হোন না কেন, ভালো মানুষদের রাজনীতিতে আসার দরকার আছে । আপনি যার হয়ে উনার চরিত্রহরণে নেমেছেন, সেই লোক পাঁচবার এমপি হয়েছেন, সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন- আবার একই সাথে দূর্নীতির মাধ্যমে তিনি আর তার ভাইয়েরা কোটি কোটি টাকা বানিয়েছেন । এসব দূর্নীতিবাজদের বাদ দিয়ে ভালো মানুষদের মন্ত্রী বানানোকে সবার সাধুবাদ জানানো উচিত ।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

প্রফেসর সাহেব বলেছেন: আমি উনাকে কখন গরু বললাম।ছি ছী চি।আর ঘটনার সত্যতা আপনি নিজেই যাচাই করে নিন

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

রিয়াজ৩৬ বলেছেন: ১০-১২% ভোট পেয়ে সরকার। সেই সরকারের মন্ত্রীদের এহেন আচরণ অস্বাভাবিক নয়। কারণ, 'শক্তের ভক্ত নরমের যম' বলে একটা কথা আছে।

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

হেডস্যার বলেছেন:
নাহ ! বিশ্বাস গেলাম না।
আগে খবরের সূত্র দেখাইতে হবে।

মাইনাস। :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.