নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

পরমতসহিষ্ণুতা

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৪৩

ডান না বাম?
আওয়ামীলীগ না বিম্পি?
ইন্ডিয়া না পাকিস্তান?
আস্তিক না নাস্তিক?
ব্রাজিল না আর্জেন্টিনা?
রিয়াল না বার্সা?
মেসি না রোনালদো?
মোটামুটি উপরুক্ত এই বিষয়গুলা নিয়েই বাংলাদেশের জনগণ বিতর্ক বেশি করে।
সবাই নিজ নিজ দল বা মতের পক্ষে সাফাই গায় একইসাথে বিপক্ষ দল বা মতের নিন্দা করতে ছাড়েনা।বিশ্বকাপের সময় দেখেছি ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারদের মারামারি খুনাখুনি. সিরিয়াসলি!। একজনের বিশ্বাসকে আপনার পছন্দ হলোনা তাই বলে আপনি উগ্রপন্থা গ্রহন করবেন? মেসিকে আপনি সেরা মানবেন না ভালো কথা তাই বলে বদনা হাতে মেসির ছবি দিয়ে ট্রল করতে হবে?, ইন্ডিয়াকে রেন্ডিয়া বলতে হবে?পাকিস্তানকে ফাকিস্তান বলতে হবে?ছাত্রলীগকে কুত্তালীগ বলতে হবে? পুলিশকে পুলিশলীগ বলতে হবে?।

কেও যখন তার দল বা মতের সমালোচনা সহ্য করতে পারেনা বরং সে উগ্রপন্থা গ্রহন করে তখন বুঝতে হবে তার বিশ্বাসে ত্রুটি রয়েছে, আপনার ধর্মের সমালোচনা একজন করেছে, যদি সে ভদ্রভাষায় যুক্তিযুক্ত সমালোচনা করে তাহলে তার জবাব দিন। যদি সে অশ্লীল আপত্তিকর শব্দাবলী ব্যাবহার করে তাহলে তাকে পরিত্যাগ করুন।

যদি কেউ আপনার রাজনৈতিক দলের সমালোচনা করে আপনি পাল্টা যুক্তি দেন,যদি না পারেন চুপ থাকুন,তাই বলে তার প্রতি আক্রমনাত্মক হওয়া আপনার সাজে না।

আমার আওয়ামীলীগকে ভালো লাগতেই পারে এটা আমার পছন্দ আর রুচির ব্যাপার আপনারও বিএনপিকে ভালো লাগতেই পারে এটাও আপনার পছন্দ ও রুচির ব্যপার,আমি আপনার পছন্দকে শ্রদ্ধা করি আপনিও আমার পছন্দকে শ্রদ্ধা করবেন আশাকরি।কিন্তু আমি আওয়ামীলীগের পক্ষে কথা বললে আপনি আপনার নোংরা শব্দের ভান্ডার নিয়ে যখন আমার সামনে আসেন তখন আমার মনে আপনার রুচি নিয়ে প্রশ্ন আসতেই পারে, কিংবা আরেকটু এগিয়ে আমি আপনার বংশ সম্পর্কে খোঁজ নিতেই পারি।

ছাত্রলীগকে ছাত্রলীগ বলার মাধ্যমেই তার সমালোচনা করা যায়, তাকে কুত্তালীগ বলা লাগেনা। এতে তাদের সম্মান বা মর্যাদা কমেনা বরং আপনার মুখ খারাপ হয়।

কথায় কথায় কাওকে জারজ কাফির নাস্তিক যে বলছেন আপনার কাছে কি প্রমান আছে যে সে জারজ, কাফির বা নাস্তিক? যদি না থাকে তাহলে আপনি যে মিথ্যা অপবাদ দিচ্ছেন পরকালে তার পরিণতি ভোগ করার জন্য তৈরি তো?

পরমতসহিষ্ণুতার বড় অভাব বাংগালীদের মাঝে, মনকে বড় করুন। অন্যের মতামতকে গুরুত্ব দিন৷ অন্যের পছন্দকে সম্মান করুন যদিও সেটা আপনার অপছন্দনীয় হয়ে থাকে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:০২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: পরমতসহিষ্ণুতা শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একমত আপনার সাথে।

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩১

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৯

সূচরিতা সেন বলেছেন: আমাদের প্রয়োজন ভালো একটা সমাজ ব্যবস্থা।

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩১

প্রফেসর সাহেব বলেছেন: ঠিক

৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮

চাঙ্কু বলেছেন: আমাদের মধ্যে নূন্যতম সহিষ্ণুতাই নেই, পরমতসহিষ্ণুতাতো আরো মেলা দূরের গ্রহ! :(

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩২

প্রফেসর সাহেব বলেছেন: এটা হতাশাজনক

৪| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: একটা অসাধারণ আন্দোলনকে গুজব সৃষ্টি করে শেষ করে দিল...
বাংলাদেশে কোন কাজই শেষ পর্যন্ত দুই বড় দলের ঝগড়া ছাড়া শেষ হয়না ....

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩২

প্রফেসর সাহেব বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.