নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

অনু\'র চাইতে একটু বড় দু\'টি কবিতা।

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৭

১।
রিকশার পশ্চাৎদেশে,
শাবানা-শাবনুর নায়িকাদ্বয়ের ছবি চাইতে চাইতে
বেকায়দায় উষ্টা খাইয়া ড্রেনে পইড়া;
তোমার ব্রেনে কি আজব ধনুকভাঙ্গা পণ জাগলো!
যে, তুমি রণংদেহি হুংকার দিয়া
শ্লীল... অশ্লীল...গালি মাইরা,
সমাজ বদলাইবার ইশতেহার ঘোষণা করলে?

আমারে গোটাকয়েক শ্লীল গালি শেখাও।

২।
মাংসাশীরা মাংসের স্বাদ ভুলে ক্যামনে!
একবার খাইলে পরে বারবার খাইতে চায়।
গরু,উট সব উপাদেয় খাদ্য,
একটা পাইলেই হইলো।
এদিকে কেউ তৃণভোজী
সবুজ শাক সবজি খাইয়া মহাকাশে যাত্রা করে।
যেখানে নেরুদা, দেরিদা, পুটুন'দা সক্কলে,
বইসা বইসা 'নারকস মেক্সিকো' দেখতাছে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম প্রফেসর সাব । :)

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

প্রফেসর সাহেব বলেছেন:

২| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ১০ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৭

ঢাবিয়ান বলেছেন: এর নাম কবিতা :-/ ?

১০ ই মার্চ, ২০২০ রাত ১০:১০

প্রফেসর সাহেব বলেছেন: নোটন নোটন পায়রা গুলি
ঝোটন বেধেছে
ওপারেতে ছেলে মেয়ে
নাইতে নেমেছে
দুই ধারে দুই রুই কাতলা
ভেসে উঠেছে
কে দেখেছে কে দেখেছে
দাদা দেখেছে
দাদার হাতে কলম ছিল
ছুড়ে মেরেছে
উঃ বড্ড লেগেছে

এগুলোই পড়ুন

৪| ১০ ই মার্চ, ২০২০ রাত ১১:০৭

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম

১১ ই মার্চ, ২০২০ রাত ২:৫১

প্রফেসর সাহেব বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.