![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক রমজানে মির্জা গালিব তার বন্ধুদের নিয়ে দিনের বেলা ঘরে বসে মদ পান করছিলেন আর তাস খেলছিলেন, হঠাৎ ঘরে উনার এক বন্ধুর আগমন হলো, এই বন্ধু আবার এসব মদ জোয়ায় নাই।
তো বন্ধু মির্জার এই অধঃপতন দেখে খুবই হতাশ, তিনি মির্জাকে তিরস্কার করতে লাগলেন, এক পর্যায়ে বললেন "আল্লাহ রমজানে শয়তানকেও ঘরে বন্দী করে রাখেন, তোমারএতো অধঃপতন হয়েছে যে শয়তান বন্দী থেকেও তোমাকে নাচাচ্ছে! ছিহ মির্জা ছিহ!"
তো এটা শুনে উত্তরে মির্জা বললেন " বন্ধু তুমি তো কেবল শুনেছো যে আল্লাহ রমজানে শয়তানকে বন্দী করে রাখেন, কোন ঘরে রাখেন সেটা আজ তো দেখলে"
কোন ম্যাসেজ দেওয়া বা অন্য কিছু এই গল্পের উদ্যেশ্য না, অনেক দিন আগে শুনেছিলাম, হঠাৎ মনে পড়লো তাই শেয়ার করলাম।
২| ০৪ ঠা মে, ২০২০ সকাল ১১:২৮
রাশিয়া বলেছেন: বদমাইশদের যুক্তি বা রসিকতা - কোনটারই অভাব হয়না। এক ছাগল কমেন্ট করেছিল - আল্লাহ নাকি মানবজাতিকে ধ্বংস করার জন্য বারবার ভাইরাস পাঠায় আর মানুষ নাকি প্রতিবারই ভ্যাক্সিন আবিষ্কার করে আল্লাহ্কে পরাজিত করে দেয়।
৩| ০৪ ঠা মে, ২০২০ সকাল ১১:৫২
আলোকরশ্মি22 বলেছেন: এইটা মির্জা গালিবের রসিকতা না , মির্জা গালিবকে নিয়ে রসিকতা
৪| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: বেশ।
৫| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ২:০২
নেওয়াজ আলি বলেছেন: Humm
৬| ০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ সবার ঈমানী শক্তি
মজবুত করুন। আমিন
৭| ০৪ ঠা মে, ২০২০ সন্ধ্যা ৭:৪০
রিদওয়ান হাসান বলেছেন: রমজান নিয়ে এমন মুখরোচক গল্প আরো আছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২০ সকাল ১১:১২
মীর আবুল আল হাসিব বলেছেন: বিনদিত হইলাম...
![=p~](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_73.gif)