নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

নাম বদল থেকে খেতাব বাতিল, রাজনৈতিক অপসংস্কৃতির শব্দভাণ্ডারে নতুন শব্দ।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৮

মুক্তিযুদ্ধে জিয়ার অংশগ্রহণ কতটা স্বতঃস্ফূর্ত ছিলো তা নিয়ে সমালোচনা করা যেতেই পারে। উর্দি পরে ক্ষমতায় বসে তিনি কত মুক্তিযোদ্ধা, কত সেনা সদস্যকে হত্যা করেছেন তার সমালোচনা করা যেতেই পারে। কিংবা ১৫ আগস্টের ঘটনায় তার যে নীরব সম্মতি ছিলো তা নিয়ে বিতর্ক করা যেতেই পারে। কিন্তু কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধ চলাকালীন তার ভূমিকা নিয়ে বিতর্ক চলেনা। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার অবদান স্বরূপ রাষ্ট্র তাকে যে খেতাব দিয়েছিলো তা কেড়ে নেওয়া কোনোভাবেই কাম্য নয়, নিচক রাজনৈতিক প্রতিহিংসার ফলে এইরূপ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি একজন সফল সেক্টর কমান্ডার ছিলেন এটা কেউ অস্বীকার করতে পারবেনা।

যুদ্ধ পরবর্তী ভূমিকার ফলে যদি মুক্তিযোদ্ধাদের খেতাব বাতিল করা শুরু হয় তাহলে সেই তালিকা অনেক দীর্ঘ হবে। এমন হাজার হাজার মুক্তিযোদ্ধা আছেন যুদ্ধ পরবর্তী সময়ে এবং এখনো যাদের ভূমিকা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী । নাম বদলের যে অপসংস্কৃতি বিএনপি চালু করেছিলো তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এখন খেতাব বাতিলের এই অপসংস্কৃতি যদি আওয়ামীলীগ চালু করে তাহলে ভবিষ্যতে তার ফলাফল ভয়ানক হবে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশের সব লাইব্রেরী জ্বালিয়ে দেয়া হোক।
তারা যেভাবে চায় সেভাবে ইতিহাস লেখা হোক।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৫০ বছর পর বীর উত্তম খেতাব,মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার পদবী বাতিলের মধ্য দিয়ে
অদূর ভবিষ্যতে আরও বহু খেতাব বাতিলের পথও খুলে গেল।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুষ্ট লোক একদিন হঠাৎ দুষ্ট হয়ে যায় না।তার একটা ধারাবাহিকতা থাকে।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অদূর ভবিষ্যতে কি হবে এটা ভেবে তো বর্তমানের কাজ কর্ম বন্ধ রাখা যায় না।এমন কোন নিয়ম পৃথীবিতে চালু নেই।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩০

জগতারন বলেছেন:
জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারী খুনিদের দেশের বাইরে দায়িত্ব দিয়েছেন, দূতাবাসে চাকরি দিয়েছেন।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৩

জগতারন বলেছেন:
স্বাধীনতা পরবর্তীকালে জিয়ার বিভিন্ন অপতৎপরতায় বিরক্ত হয়ে সরকার তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে জার্মানীতে রাষ্ট্রদুত করে পাঠানোর সিদ্ধান্ত নেয় ১৯৭৫ এর জুলাইয়ে। আক্ষরিক অর্থেই বঙ্গবন্ধুর পায়ে পড়ে কান্নাকাটি করে জিয়া এ সিদ্ধান্ত বদলের জন্য অনুরোধ করে বঙ্গবন্ধুকে। জিয়া কুর্‌আন নিয়ে কসম করে যে, সে আর কখনো কোনো অপকর্মে লিপ্ত হবে না। সিংহহৃদয় বঙ্গবন্ধু জিয়াকে সেনাবাহিনীতে রেখে দেন। সে-ই বঙ্গবন্ধুকেই খুন করে কুট-কৌশলে ক্ষমতা দখল করে মুনাফিক জিয়া পলাশীর মীরজাফর হয়ে

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৫

জগতারন বলেছেন:
জিয়া হলো নব্য মীরজাফর, একটা গাদ্দার ও বিশ্বাসঘাতক খুনি। বঙ্গবন্ধু তাকে বিশ্বাস করে সেনা উপপ্রধান পর্যন্ত বানিয়েছেন, তার ভাঙ্গা সংসার জোড়া দিয়েছেন, সে-ই বঙ্গবন্ধুর খুনিদের ষড়যন্ত্র জানার পর সে তা আটকানো দুরে থাক বরং তাদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রদুতের চাকরি দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে। এমনকি সেই হ্ত্যার বিচার বন্ধে ইণ্ডেমনিটি পর্যন্ত চালু করেছিল। যে কর্নেল তাহের তার জীবন বাঁচিয়েছেন সেই তাহেরকে বিচারের নামে সে ফাঁসিতে ঝুলায়। তার নির্দেশে হাজার হাজার আর্মি অফিসার হত্যা করা হয়। বিচারপতি সায়েমকে সরিয়ে জোর করে প্রেসিডেণ্ট পদ দখল করে। ঐ কুলাঙ্গার নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ক্ষমতায় থেকেই হ্যাঁ /না ভোটের আয়োজন করে, যাতে ফল্স ভোটে হ্যাঁ’র সংখ্যা এত বেশি ছিল যে সবাই একে জালিয়াতির নির্লজ্জ উদাহরন বলেছিল।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪০

আতিকুররহমান আতিক বলেছেন: নাম বদল, খেতাব বদল, এসব সহ এবিষয়ক কর্মকান্ড যদি চলতে থাকে তাহলে কালের বিবর্তনে বাংলার সম্মানিত ব্যাক্তিবর্গের সম্মান ধুলোয় লুটাবে। কারন তখন শুধু একে অপরের প্রতি প্রতিহিংসা কাজ করবে। কোনো সুস্থ বিবেচনাবোধ কাজ করবে না আর।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৮

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে এক দল যেসব শুরু করে, অন্য দল আরো বড় আকারে সেসব অনুসরণ করে।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: কনো কারনে বিএনপি ক্ষমতায় এলে সব প্রতিশোধ নেবে।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৩

কালো যাদুকর বলেছেন: বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি ভাল চলে।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৬

নেওয়াজ আলি বলেছেন: নতুন চমক। সামনে অন্যরা করবে

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৫

জগতারন বলেছেন:
বি-এন-পি'র জিয়াউর রহমান খুনীদের খুব ভালবাসতেন।
খুনের জন্য শাস্তি দেয়ার বদলে তাদেরকে কিভাবে পুরষ্কৃত করতে হয় তিনি তা শিখিয়ে দিয়েছিলেন।
তবে একটি কথা জিয়া কিন্তু ১৫ আগস্টের এতগুলো খুনের সাথে মোটেও জড়িত ছিলেন না।
আপনারা আবার ভুল বুঝবেন না যেন!
আসুন আমরা সকলে এই মহান নেতার আদর্শ অনুসরন করে এখন থেকে সব খুনীদের পুরষ্কৃত করি।
তিনি আসলেই অনেক বড় মহান নেতা ছিলেন !

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২০

ডাব্বা বলেছেন: এটা একটা ডাইভারশন টেকনিক।

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪১

রানার ব্লগ বলেছেন: আমরা জনগন পুতুল মাত্র !!! এই দেশ বা দেশের কোন কিছুর উপর আমাদের অধিকার নাই, রাজনীতির নামে ধাপ্পা বাজরা রাসত্ব করছে।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১২

অজ্ঞ বালক বলেছেন: দেশের খবর রাখি না, এইডা তো দেখি একটা কারবারই হইসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.