নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

গণশত্রুর মিথ্যার দোকান।

০৭ ই মে, ২০২৫ সকাল ১১:৪৮



গণশত্রু শফিকের চিকিৎসা হওয়া দরকার, সে একটা প্যাথলজিক্যাল লায়ার। আমার মনেহয় সে সকালে ঘুম থাইকা উইঠাই আয়নার সামনে দাঁড়াইয়া সে শপথ নেয় 'যাহা বলিব মিথ্যা বলিবো, মিথ্যা বই সত্য বলিবো না'।

করিডোর নিয়া প্রথম আলাপ হয় গত বছরের ডিসেম্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে। অথচ আমরা জানতে পারছি চারমাস পরে। কেনো এই চারমাস আমাদের থেকে বিষয়টি আড়াল করা হলো? এখন আর কি কি আড়াল করা হচ্ছে যা ভবিষ্যৎ প্রকাশ পাবে।

শফিক ২৯ এপ্রিল বললো যে করিডোর নিয়া কারো সাথে এমনকি জাতিসংঘের সাথেও আলাপ হয়নাই। মানে ডিসেম্বরে নিজেদের মধ্যে আলাপ সেরে ফেলেছে অথচ মার্চে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে এ নিয়া আলাপ হয়নাই তা আমাদেরকে বিশ্বাস করতে বলে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২৫ দুপুর ১২:১১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হাসান মাহমুদ গেছে, এসেছে শফিক। প্রকৃতি শূন্যতা পছন্দ করে না।

২| ০৭ ই মে, ২০২৫ রাত ১১:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিথ্যা বাদীর শাস্তি হোক,
আর জনগনকে অন্ধকারে রেখে করিডোর দেয়া
গুরুতর অপরাধ !!!

.....................................................................
খাল কেটে কুমির আনা এর দুর্ভোগ জনগনকে ভুগতে হবে,
সেন্টর্মাটিন নিয়ে কিছু একটা হবে,
যা বিভিন্ন সময়ে আমার লেখায় এসছে ।
আরেকটা ইসরাঈলের মতো রাষ্ট্র চাপানো হলে,
গাজাঁর পরিনতি বরন করতে হবে ।

৩| ০৮ ই মে, ২০২৫ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: শফিক সাহেব কে ভালো কাজ করতে হবে। যা দেশের জন্য মঙ্গল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.