নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে শেষ....সেখান থেকেই শুরু...।

মেঘ প্রহর

ভালবাসি জীবনকে,ভালবাসি মানুষকে। নিজের জন্য ও ভালবাসার কমতি নেই আমার। সাজতে আর সাজাতে দুটোই আমার অনেক প্রিয়।

মেঘ প্রহর › বিস্তারিত পোস্টঃ

নষ্ট মেয়েছেলে....

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

সন্ধ্যা নেমেছে অনেক আগেই।পুরো শহরটাতে কুয়াশা মোড়ানো।নানা রংএর আলো আর কুশায়ার আলিঙ্গন দুটো মিলেই একটা ঘোরলাগা পরিবেশের সৃষ্টি। এরই মধ্যে একটা মেয়ে অনেকক্ষন রাস্তায় একা দাঁড়িয়ে। তার একটু দূরেই শাওন আর রিয়া বসে বসে গল্প করছে।মাঝে মাঝে রিয়ার চোখ চলে যাচ্ছে দূরে দাঁড়ানো মেয়েটার দিকে। তাতে শাওন একটু বিরক্ত হয়েই বললো- আরে এত কি দেখ, বুঝতে পারছো না। একটা নষ্ট মেয়েছেলে। নষ্ট মেয়েছেলে,নষ্ট মেয়েছেলে কথাটা ভাঙ্গা রেকর্ডের মত বাজতে থাকে তার মাথায়।শাওন কত সহজেই বলে ফেললো কথাটা। রিয়া আর মন বসাতেই পারছেনা।সে উঠে দাঁড়ায়, আরে কই যাও সন্ধ্যা তো কেবল হল। না- মা অনেক চিন্তা করবে।বাবা আসার আগেই আমাকে ঘরে যেতে হবে। আরে ধূর সবাই তো জানেই তুমি আমার সাথে আছো।আর আজ বাদে কাল আমাদের বিয়ে। সমস্যা কি?শোন আজ ঠিক করেছি তুমি আমার বাসায় রাতের ডিনার খেয়ে আসবে।আমি মোটামুটি ঠিক করেছি আর এখন গিয়ে আমরা দুজন বাকীটা ঠিক করে নেব।রিয়ার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল,আরে এইসব কি বলছো?তাহলে তো ঘরে ফিরতে অনেক দেরী হয়ে যাবে। ধূর-তুমি এত ভেব নাতো,চল যাওয়া যাক।
রিয়া অনেক অনিচ্ছা সত্বেও রওনা হল শাওনের সাথে।শাওনের গাড়িটা এসে থামলো তাদের প্রাসাদসম বাড়ীর সামনে। রিয়া আগেও এসেছে দুই-এক বার। কিন্তু সন্ধ্যারাতে এভাবে নয়। বাড়ীটাতে আলো ঝলমল করছে, কি অসাধারণ সুন্দর লাগছে।রিয়া বাড়ীর ভিতরে ঢুকতে ঢুকতে একটু অবাক হয়। আচ্ছা-তোমার বাড়ীর লোকজন সব কোথায়? কাউকেই যে দেখতে পাচ্ছি না।আর বলো না,মা-বাবা একটু নানার বাড়ীতে গেছেন।কাল/পরশু চলে আসবে।আর বুয়া ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি। আমার একা থাকতেই ভাল লাগে। আর তাছাড়া সব সময় মাথার ভেতরতো তুমিই থাকো। আমি আর একা হতে পারি কই?বলেই হাসতে হাসতে গড়িয়ে পড়ে রিয়ার গায়ে। রিয়ার কাছে স্পর্শটা কেমন অন্যরকম লাগে। সে একটু দূরত্ব নিয়ে সরে দাঁড়ায়। কিন্তু শাওন বদলাতে থাকে তার খোলস। আরে তুমি তো কাল/পরশুর মধ্যেই আমার রেজিষ্ট্রি করা বউ হয়েই যাবা,এত ন্যাকা ন্যাকা ভাব দেখাবা নাতো।কথা বলতে বলতে শাওনের হাত এঁকেবেঁকে চলতে থাকে রিয়ার সমস্ত শরীর জুড়ে।
শাওন যখন রিয়াকে ঘরে পৌছেঁ দেয়- তখন তার নিজের উপরেই ঘেন্না ধরে যায়।সে সোজা চলে যায় তার রুমে।শাওয়ারের নিচে যখন সে দাঁড়ায়,জলের সাথে এক তালে চলে যায় অনেক রক্ত।আর মাথায় ঘুরতে থাকে নষ্ট মেয়েছেলে, নষ্ট মেয়েছেলে, নষ্ট মেয়েছেলে......

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

আহসানের ব্লগ বলেছেন: :(

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

আহসানের ব্লগ বলেছেন: লেখনি ভাল ছিল ।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

মেঘ প্রহর বলেছেন: অনেক ধন্যবাদ..।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

কানিজ রিনা বলেছেন: নষ্ট মেয়েরা এভাবেই দাঁড়িয়ে দেখে আর
একটি মেয়ের নষ্ট হয়ে যাওয়া।
ভালবাসারা নষ্টের দাবানলে পুড়িয়ে প্রেম প্রেম
খেলায় মগ্ন। খুব ভাল লাগল সময় উপযোগী
পোষ্ট। ধন্যবাদ,

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৬

মেঘ প্রহর বলেছেন: আপনি এত সুন্দর গুছিয়ে লিখেছেন যে ধন্যবাদ দেওয়ার ভাষা হারিয়ে গেছে....

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

সেলিনা ইসলাম বলেছেন: চমৎকার থিমে লেখা অসাধারণ গল্প! একটা মেয়েকে নষ্ট করতে শাওনের একটুও বাঁধেনি অথচ কত নির্লজ্জের মত করে আরেকটা মেয়ে নষ্ট মেয়ে বলে ঘৃণা করে! ছেলেরা কী নষ্ট হয় না!? আমাদের সমাজে মেয়েরাই ছেলেদের নষ্ট হয়ে যাওয়াটা প্রচার করতে সাহসী হয় না! যতটা একটা ছেলে একটা মেয়েকে নিজেই নষ্ট করে গর্বের সাথে প্রচার করার সাহস রাখে! আরও গল্প লিখুন সেই শুভকামনা।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

মেঘ প্রহর বলেছেন: এত সাহসের সাথে অনুপ্রেরণার জন্য আপনাকে ও অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল ..

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

গল্পটি আরো বড় হতে পারতো।

শুভকামনা।

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

মেঘ প্রহর বলেছেন: ভাল আছি. চিন্তা করেছিলাম কিন্তু পড়ে মনে হল থাক অসম্পূর্ন। সবাই বাকীটা নিজের মত ভেবে নেবে। ................ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.