![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম যখন সেই প্রাকৃতিক সৌন্দর্য বুঝালো যে প্রকৃতি বিদ্যমান,
তখন আমাকে অবহেলার স্থানে যেতে হল
অবহেলার শেষে ঘিরে ধরল সন্দেহ।
এখন?
এখন কোনো অবহেলা বা সন্দেহ নাই,
এখন কোনো বিষাদের ছায়া নাই
প্রকৃতি এখন ও আগের মত আছে।
কিন্তু মন বা অন্তর দিয়ে যে সৌন্দর্য উপভোগ করার কথা,
তা আর নাই।
নতুন কোনো বৈচিত্রতা আলোড়ন সৃষ্টি করেনা,
রোদ উত্তাপ ছড়ায় না।
হয়ত বৈশ্বিক উষ্ণতার প্রভাব,
হয়ত নিতান্তই মনের অন্ধকার।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪
রাশমী বলেছেন: মাল্টি লিংগুয়াল অবস্থা দেখি!! ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫
আই আনাম বলেছেন: ক্যায়া শেয়ারী হ্যা। চালা যা বেটা।
চমৎকার হয়েছে কবিতা।