| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমরান হক সজীব
--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n--\\n --\n--\n--\n--\n-\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--\n--ভেড়ামারা, কুষ্টিয়া ।
যারা ছ্যাকা খান নাই, জীবনে এখনো প্রেম করেন নাই, এখন পর্যন্ত কেও(বিপরীত লিঙ্গের কেও) আপনাকে জানাইনি যে আপনাকে তার ভালো লাগে এমন ব্যাক্তিদের কমেন্ট বিশেষ কাম্য।
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২১
ইমরান হক সজীব বলেছেন: থেংকু ব্রাদার, অনুসারিত।
২|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:১২
ফ্রিঞ্জ বলেছেন: আমি ২৭ বছর ৯ মাস ধইরা সিঙ্গেল... এইটা একই সাথে আমার বয়সও নির্দেশ করে! ওয়েলকাম টু দা ক্লাব ব্রো!
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২৭
ইমরান হক সজীব বলেছেন: ওরে ভাই বুকে আসেন, আপনারে পেয়ে তো চোখে পানি এসে গেলো, আপনি আমার কাছাকাছি বয়সের। ফেসবুকে দেখি ১৪-১৫ বছরের অর্ধেক বয়সি ছেলে মেয়ের রিলেশন দেয়া ইন এ রিলেশন! দুঃখ কোথাই রাখি বলেন।
৩|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:১৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৩২
ইমরান হক সজীব বলেছেন: হাসেন ভাই আরো হাসেন, হেসে দুঃখ হালকা করার চেষ্টা করেন। আপনার হাসির নিচে যে দুঃখ আছে তা আমি ছাড়া কে বুঝবে।
অনুসারিত।
৪|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:১৬
চোরা শিকারি বলেছেন: ভাই আমি এক হতভাগা আসি
ছেকা খাউয়া ত দূর অতীত হেতেনে আমার থেকে কয়েক মাইল এর নিরাপদ দূরত্ব বজায় রাখে
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৪
ইমরান হক সজীব বলেছেন: ছেকা খাউয়া ত দূর অতীত হেতেনে আমার থেকে কয়েক মাইল এর নিরাপদ দূরত্ব বজায় রাখ
হাই হাই বলেন কি ভাই
আপনে তো আমার চেয়েও অভাগা, আমার কোলে আসেন ভাই, আপনার দুঃখ আমি বুঝছি।
বাস্তবে কোন একদিন আপনার সাথে দেখা হবে এর তীব্র আশা রাখি।
৫|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাই, ও পথে যাওয়া হয়নি।
সৌভাগ্য না দূর্ভাগ্য বুঝতে ও পারছিনা ![]()
১৮ ই আগস্ট, ২০১২ সকাল ৯:০৭
ইমরান হক সজীব বলেছেন:
বিরাট বিরাট দুর্ভাগ্য।সমাজ টিকে আছে কিসের ভিত্তিতে? মানুষের বেঁচে থাকার প্রধান শক্তি কি? প্রেম ভালোবাসা।
নারী পুরুষের ভালোবাসা না থাকলে সমাজ জাহান্নামে রুপ নিতে বেশি সময় লাগবে না।
মানুষ সর্বোচ্চ ভালোবাসে তার সন্তানকে, কিন্তু তার আগে নারি পুরুষের ভালোবাসা না থাকলে তারা জীবনেও সন্তানের মুখ দেখবে না। যদি ভালোবাসা বিহীন সন্তান হয় ও তো সেই সন্তান পৃথিবীটাকে নরক হিসবে আবিষ্কার করবে ।
আপনার বাবা মার দিকে তাকান - পেশা, সংসার, কর্তব্য, দায়দায়িত্ব সব কিছুর প্রধান নিয়ামক শক্তি নিজেদের প্রেম। চালিকা শক্তি নিজেদের প্রেম।
তবে দুয়েকটা ব্যাতিক্রম তো থাকেই, আমরা তো সবাই আর মুনী,ঋশী টাইপের হতে পারবো না।
কিন্তু কিছু মানুষ আছে মা বাবা পরিবার পরিজন সব ভুলে দুইদিনের পরিচয় মানুষটার জন্য পাগলু হয়ে যায়, সেটা ভালো না কোন ভাবেই।
৬|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আমাকে অনুসরণ করুন। প্রেম, ছ্যাকা কিছুতে নাই
১৮ ই আগস্ট, ২০১২ সকাল ৯:১৭
ইমরান হক সজীব বলেছেন: এই সেরেছে! আপনার ব্লগ ঘুরে এসে মনে হল আপনি কোন মেয়ে, আমি ভেবেছিলাম কারো মাল্টিনিক।
কি কি সব আজীব আজীব শিহরণ লাগানো অনুভূতি বইয়ে গেলো, আপনাকে কি টাইপের অনুসরণ করবো বুঝতে পারছি না
:!> :#>
৭|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২১
তামিম ইবনে আমান বলেছেন:
আমি চিঙ্গেল
১৮ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৪৩
ইমরান হক সজীব বলেছেন:
দোস্ত আমিও তাই, কিন্তু আপনি এমন বিটকেল মার্কা হাসি দিলেন কেন
মনে হচ্ছে সেটা আপনার সোভাগ্য।
৮|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২৯
তৌহিদ আলম বলেছেন: Prem ekbar uki marte cheyesilo amar jibone. But bojhar agei ta se chole gese kisu na bole.
Tar por koto chondrovuk amabossa chole gelo.
Kintu sei adhura prem aar elo na.
24 bosor protikkhay asi...
১৮ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৫৯
ইমরান হক সজীব বলেছেন:
কি বলে যে আপনাকে সান্তনা দিবো, আপনে ছুডু মানুষ হলে না হয় একটা লজেন চিপস বা আইস্ক্রিম খাওয়াইতাম।
৯|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৩১
অজগর বলেছেন: .. একা । (তয় ছ্যাকা খাওনের পর থেইকা
)
১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২০
ইমরান হক সজীব বলেছেন:
তাওতো এট্টু হলেও প্রেম করেছেন
এবার নিশ্চয় এমন কারো সাথে রিলেশন হবে, যে আপনি কখনো ভুল করলেও আপনাকে ছেড়ে যাবে না, ৩-৪ বার ভুল শোধরানোর সুযোগ দিবে।
১০|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৫
পরাগাছা বলেছেন: ![]()
১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২৭
ইমরান হক সজীব বলেছেন:
বুঝছি, সমদুঃখী আমাকে পেয়ে দুঃখের মাঝেও ইট্টু হাসি পেয়েছে
১১|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন:
১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩৮
ইমরান হক সজীব বলেছেন:
এতো হাসি! কোন সুখে?
আসলে এতগুলো সমদুঃখী মানুষ দেখে আমারও আনন্দ হচ্ছে
১২|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৯
জাহিদ হাসান বলেছেন: আমার বয়স ১৬ , সুতরাং সিঙ্গেল কিনা বুঝাই যায় ।
১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:০০
ইমরান হক সজীব বলেছেন:
গাধা, বোকার স্বর্গে বাস করছো। ফেসবুকে ১৪-১৫ বছরের ছেলেমেয়ের রিলেশন দেখেই কিনা আমি দুঃখে দুঃখে এই পোষ্ট দিলাম।
তাই আপাতত তুমিও অভাগা আর আমাদের দলে
জীবন যাপনের অন্য সব দিক স্বাভাবিক রেখে ২০ বছর বয়সের মধ্যে কারো গভীর প্রেমে পড়বা এবং সেও পড়বে এবং এই পোষ্টে তোমাদের যুগোল ছবি দিয়ে যাবা সেই কামোনা করছি
১৩|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৪০
এটি এএমডি এর নতুন ফিউশন ট্রিনিটি প্রসেসর বলেছেন: বিয়া বিয়া নেয়ামত , বিয়া করলে কেয়ামত.......তয় মাঝে মাঝে কেয়ামেতই ঠীক মনে হয়....
:>
১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩০
ইমরান হক সজীব বলেছেন:
বিশেষ করে প্রেমের বিয়ের পর যখন বাস্তবতা সামনে চলে আসে, ঘোর আবেশ, বিভ্রম কাটতে থাকে তখন সঙ্গীর ভুল ত্রুটি সহজে চোখে পড়ে ।
মানুষের কম বেশি ভুল ত্রুটি থাকবেই, এই বিষয়টা ভালো না বুঝলে এবং ছাড় দেয়ার মানসিকতা না থাকলে একটা কেন ১০-২০ টা কেয়ামত হয়ে যেতে পারে জীবনে
১৪|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৫
এটি এএমডি এর নতুন ফিউশন ট্রিনিটি প্রসেসর বলেছেন: আমি চিঙ্গেল.....তয় ছ্যাকা খাইতে মন চায়....ইজ ইট ভেরী টেষ্টী
১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০৭
ইমরান হক সজীব বলেছেন:
হু, ছ্যাকা খাওয়ার আগে এট্টু হইলেও তো প্রেম হয়
১৫|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৫
মিজভী বাপ্পা বলেছেন: আমারও নাইক্কা
১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৬
ইমরান হক সজীব বলেছেন:
তাইলে আপনেও আমার দোস্ত,
আর কান্না থামান এক্ষুনি
আপ্নের কান্না দেখলে আমারো চিক্কুর দিয়া কান্না আসছে
১৬|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৭
অদ্ভুত স্বপ্ন বলেছেন: আমি একেবারে ফ্রেশ, কোনো নারীঘটিত ব্যাপার এই অবধি ঘটে নাই। :-<
১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৯
ইমরান হক সজীব বলেছেন:
আমিও পুরোপুরি তাই, কিন্তু আর ফ্রেস থাকার বিন্দু মাত্র ইচ্ছা নাই।
আপনার কমেন্ট আর ইমো দেখে মনে হল আপনি আপনার নিকের মত অদ্ভুত স্বপ্ন দেখছেন যে ফ্রেস থাকাই, মানে প্রেম ভালোবাসাই না পড়াই বোধয় ভালো।
২০-২১ বছর বয়স পর্যন্ত পড়াশোনা বা ইত্যাদি কারন গুলোকে যদিও কিছু যোক্তিকতা হিসেবে তুলে ধরা যায় কিন্তু এর পর আর কোনভাবেই তা যায় না।
নারী পুরুষের ভালোবাসা রাষ্ট্র, সমাজ, জীবনের অন্যতম চালিকা শক্তি। নারী পুরুষের ভালোবাসা কমে গেলে মানব সভ্যতার টানাপোড়ন শুরু হয়ে যাবে।
১৭|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৯
syful বলেছেন: 30 bosonto chole geche akhono aka. Teenage a akbar prem a porsilam...ta chilo aktorfa
১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৩
ইমরান হক সজীব বলেছেন:
তাকে কি জানিয়েছিলেন না, মানে শুধু মনে মনে একা প্রেমে পড়েছিলেন?
আমি জানায় নি আজ পর্যন্ত কাওকে, তবে মনে মনে একতরফা ৫-৭ জনার প্রেমে পড়েছি। মনে মনে প্রেমের তো আর দায়িত্ব থাকে না।
যাকগে আপনার অবস্থাও আমার মত বা আমার চেয়েও কিছু খারাপ
দ্রুত আপনার এই অবস্থা কাটবেই এই আশা রাখি ।
বুকে আসেন ভাই, আপনেও আমার দোস্ত।
১৮|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৮
নাগরিকমন বলেছেন: আমি সিঙ্গেল- যদিও আমার বউ তা মনে করে না!!!
১৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
ইমরান হক সজীব বলেছেন:
এইটা আবার কেমন কথা
আপনে কি আপনার বও থেকে আলাদা হতে চান
১৯|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৮
ভেজা আকাশ বলেছেন: ভাই, একাই আছি। তবে আপনার মত এতটা কষ্টে না। আপনার জন্য খারাপ লাগছে।
১৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:০১
ইমরান হক সজীব বলেছেন:
আমি এই ব্যাপারটা ছাড়া তেমন কোন কষ্টে নেই
সব সময় হাসিখুশি
ধন্যবাদ ভাই, আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো।
২০|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ২:০০
ফ্রিঞ্জ বলেছেন: চিঙ্গেল পুলারা (আমি সহ) ... বিয়ার বাজারে আপনাদের প্রতিদ্বন্দীদের চিন্যা রাখেন!
http://www.facebook.com/UpComingPatros
১৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৭
ইমরান হক সজীব বলেছেন:
পেজটা দেখে কেমন যেন লজ্জা লাগলো, এই ভাবে বিজ্ঞাপন
২১|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ২:০১
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই সিঙ্গেল আসি। থাকতে চাই।
১৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:২৬
ইমরান হক সজীব বলেছেন:
থাকেন গা
আপনার বাবা মা কেও সিঙ্গেল থাকতে বলেন গে
আপনার বাবা মা একত্রে ছিল বলেই না আপনি পরিবার পেয়েছেন। আর অনেক গুলো পরিবার নিয়েই সুন্দর সমাজ।
২২|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ২:১০
জনিশা বলেছেন: সিঙ্গেল থাকার মজাই আলাদা।
১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:১২
ইমরান হক সজীব বলেছেন:
আপনার কথাটা একটু এই ভাবে বলি-
- পৃথিবী থেকে মানুষ বিলুপ্ত হয়ে যাবার মজাই আলাদা,
যেহেতু সব মানুষ সিঙ্গেল থাকলে মানুষ জন্ম নিবে না।
যদি বলেন সিঙ্গেল থেকেও মানুষ জন্ম দেয়া সম্ভব তাহলে বলবো
- সন্তানের প্রতি ভালোবাসা না থাকার মজাই আলাদা,
যেহেতু পরিবার ছাড়া সন্তানের স্বাভাবিক বিকাশ সম্ভব না,কোন দৈনিক পত্রিকাই কবে যেন দেখে ছিলাম আমেরিকার পরিবার ছাড়া বড় হওয়া অধিকাংশ শিশুরা প্রাপ্ত বয়সকালে মানসিক ভারসাম্যের স্বল্পতা, আত্মবিশ্বাস হীন, বিষন্যতার রোগী।
আপনে যদি বলেন সবার কথা বললাম কই, আমি আমার কথা বলেছি। তাহলে তো আপনি সমাজ থেকে নিজেকে আলাদা ভাবেন; সমাজ, মানুষের প্রতি আপনার কোন দায়, ভালোবাসা নাই
২৩|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ২:১৭
মেটাল বলেছেন:
কেলাস ৮ এ পিরিতি শুরু করসিলাম । হেতিও আমার বয়সের । ইন্টার পাস করলাম । জানতে পারলাম , আমি এখনো ছুডু , কিন্তু হেতি নাকি বড় হইয়া গেসে । আমি আবার হইলাম বুদ্ধিমান । ছেকা খাওয়ার ভয়ে , আগেই হেতিরে ছেকা দিলাম
। এর পর থিকা এখনো সিঙ্গেল । হেতি আসে জামাই , বাচ্চা নিয়া সুখে । মাঝে মাঝে যাই হের বাসায় , বাচ্ছা গো লিগা চকলেট ও কিনি । বাচ্চা রা খুশীতে চিল্লায় '' মামা আসছে , মামা আসছে ''
১৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৯
ইমরান হক সজীব বলেছেন:
বাচ্চা রা খুশীতে চিল্লায় '' মামা আসছে , মামা আসছে ''
এইসব কি শুনাইলেন ভাই
আপনার কাহিনী তো ছিনেমার গল্প ফেল, আমি প্রযোজক হলে আপনার কাহিনী নিয়ে একটা ছিনেমা বানাতাম, নামটা একটু ব্যাতিক্রম হিসেবে ওটাই রাখতাম - মামা আসছে মামা আসছে
প্রথম ১০ মিনিট দেখাতাম নায়ক বাচ্চাদের চকোলেট কিনে দিচ্ছে, খেলছে। হটাত নায়ক আন্মনা হয়ে আকাশের দিকে তাকালো, এখানে ক্লোজআপ শটে নায়কের মুখ দেখাবে, তারপর স্ক্রিনে আকাশ দেখাবে, এরপর শুরু হবে হৃদয় বিদীর্ণ করা, চোখে অশ্রুর বান ভাসানো ব্যর্থ প্রেমের মুল কাহিনী।
২৪|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ২:৪০
রাহিক বলেছেন: আমিও আছি আপনার সাথে ।
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:০২
ইমরান হক সজীব বলেছেন:
গুনে গুনে অনেক গুলো দোস্ত বুজুর্গ পেয়ে গেলাম দেখছি ।
ঠেংকু বন্ধু আমার সাথে থাকার জন্য।
২৫|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:০১
বাঁধলেই বাঁধন বলেছেন: বেঁচারা .....
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:০৫
ইমরান হক সজীব বলেছেন:
সাথে আপনিও, যেহেতু এখানে কমেন্ট করেছেন
২৬|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ৩:০৭
দহন আহমেদ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আমাকে অনুসরণ করুন। প্রেম, ছ্যাকা কিছুতে নাই
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:০৮
ইমরান হক সজীব বলেছেন:
কিন্তু আপনার কিছু তো জানতে পারলাম না
২৭|
১৮ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৩০
আশরাফ কানন বলেছেন: অজগর বলেছেন: .. একা । তয় ছ্যাকা খাওনের পর থেইকা
(
(
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:১১
ইমরান হক সজীব বলেছেন:
লেখক অজগরকে বলেছেন:
তাওতো এট্টু হলেও প্রেম করেছেন ![]()
এবার নিশ্চয় এমন কারো সাথে রিলেশন হবে, যে আপনি কখনো ভুল করলেও আপনাকে ছেড়ে যাবে না, ৩-৪ বার ভুল শোধরানোর সুযোগ দিবে।
২৮|
১৮ ই আগস্ট, ২০১২ সকাল ৯:১৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ও এম জি
:-&
২৯|
১৮ ই আগস্ট, ২০১২ সকাল ৯:২৮
জিকু খান বলেছেন: আমিও আছি আপনার সাথে । আমি এখনো সিঙ্গেল ।
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩০
ইমরান হক সজীব বলেছেন:
তাহলে আপনিও আমাদের দলে,আমাদের মত অভাগা
তাড়াতাড়ি ভাগ্য ফেরান, দোকলা হন তাই চাই।
৩০|
১৮ ই আগস্ট, ২০১২ সকাল ১০:২৬
ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: দুই দুইডা ষোড়শী পটাইতে চাইছিল, মাগার পাত্তা দেই নাই ।
সে এক বিরাট হিস্টোরি ! কিন্তু হেতিরা নাছোড়বান্দা । অহনো মাঝে মইদ্ধে ফুন দেয়, কল ব্লক চালু থাকায় বুঝবার পারি ।
আমিও আছি আপনার সাথে ।
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫২
ইমরান হক সজীব বলেছেন:
পটাইতে চাইছিল
মাগার পাত্তা দেন নাই
হিস্টোরি শুনবার মুঞ্চাই।
আমিও স্কুলে কলেজে থাকতে খালি দূরে দূরে থেকেছি। সবাই পার্কে যেয়ে জুটি বেধে গল্প করে আমি ভাবি আমার দারা জিন্দেগিতেও ওসব হবে না। সবাই তাকাবে, দেখে ফেলবে। আর তাছাড়া পার্কে বসার পর কি গল্প করবো, মুখ দিয়ে তো মনে হয় কথা বেরোবে না, সেটাও এক বিরাট দুশ্চিন্তার বিষয়
যতসব আজগুবি চিন্তা, এখন আর অতটা ঐ রকম নাই বলা যাই।
৩১|
১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৮
অবাধ্য সৈনিক বলেছেন:
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৯
ইমরান হক সজীব বলেছেন:
অবাধ্য সৈনিক কে এবার বাধ্য করা হবে, প্রেম করিয়েই ছাড়া হবে
৩২|
১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪১
অবাক-পৃথিবী বলেছেন: আমিও
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৮
ইমরান হক সজীব বলেছেন:
আপনি একা না আমরা সবাই সমদুঃখী
৩৩|
১৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৬
আশকারি রহমান বলেছেন: এই জীবনে মুড়ি থেকে বেশি ছ্যাকা খাইছি
তবে আজীবন সিংগেল ছিলাম
১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৪৬
ইমরান হক সজীব বলেছেন:
সেটা আবার কিভাবে সম্ভব, ছ্যাকা খাওয়ার আগে তো কিছু দিন হলেও কারো সাথে রিলেশন থাকবে, তাহলে আজীবন সিঙ্গেল কিভাবে ছিলেন?
ও বুঝছি বুঝছি আপনি মনে হয় আমার মত মনে মনে একতরফা
প্রেমে পড়েছেন আর কখনো মুখ ফুটে বলতে না পারাই সে অন্য কারো হয়ে গিয়েছে মানে আপনি ছ্যাকা খেয়েছেন,
তাইলে তো আপনি আমার বিরাট দোস্ত, এতদিন ছিলেন কোথাই বন্ধু, আসেন একসাথে কাঁদি
কিন্তু আর না, চলেন পরিবর্তন হয়, কাওকে ভালো লাগলে তার সম্মান রেখে এবং পরিবেশ পরিস্থিতি বুঝে বলে ফেলি।
আমরা তো আর খারাপ কিছু বলছি না, পৃথিবীর অত্যান্ত পবিত্র একটা শব্দ ভালোবাসার কথা বলছি, তাহলে এতো ভয় রাখব কেন মনে?
৩৪|
১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৫
লিংকন১১৫ বলেছেন: সামুতে ছ্যাকা গ্রুপ খুলতে হপে ,
১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৫৪
ইমরান হক সজীব বলেছেন:
কেন? তা খুলেন, আমরা যারা এখনো ছ্যাকাও খাইনি তারা আগে ভাগেই সতর্ক হতে পারবো যাতে ছ্যাকা খাওয়া না লাগে।
আমার খুবি এক সম্পর্কে বিশ্বাসী হওয়ার ইচ্ছা, ছ্যাকা খেলে তো এক জন কে ছেড়ে আরেক জনকে ধরতে হবে, এটা খুব কষ্টের বিষয়
৩৫|
১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৮
দুরে গিয়া মর . বলেছেন:
আমি আছি ভাই, আমিও আছি
১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:০৪
ইমরান হক সজীব বলেছেন:
আমরা সব একেকটা অভাগা
কিন্তু দূরে গিয়ে মরতে বলছেন কেন ভাই, মরার আগ পর্যন্ত আপনার সাথে আছি, সমদুঃখে সমব্যাথি।
৩৬|
১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আমি সিঙ্গেল ![]()
১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১০
ইমরান হক সজীব বলেছেন:
কিন্তু হাসছেন কেন
সিঙ্গেল থাকা ভালো ব্যাপার নাকি
এখানে তো বিরাট দুঃখের ইমো হবে ।
ও আপনি মনে হয় এতগুলো সমমনা বন্ধু পেয়ে হাসছেন,
আচ্ছা তাহলে আমিও হাসি
৩৭|
১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৫
'একলা শালিক' বলেছেন: নিক দেইখাও বুঝলি না রে পাগলা! [ব্যাপক উথাল-পাথাল বান-ভাসানিয়া ইমো হইবে]
১৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:২৯
ইমরান হক সজীব বলেছেন:
বুঝবোনা মানে! এতো দুঃখ যে একেবারে নিকটার মধ্যেই 'একলা'
রেখেছেন।
১৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:৩১
ইমরান হক সজীব বলেছেন:
সামুতে আসা আমার সার্থক মনে হচ্ছে, এতগুলো সমদুঃখী মানুষ পাবো ভাবিনি।
৩৮|
১৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৪০
স্বপ্ন পথের পথিক বলেছেন: আমি "ইচ্ছাকৃত ভাবে" সিঙ্গেল
২২ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৯
ইমরান হক সজীব বলেছেন:
আমিও অনেকটা তাই, প্রেমের সম্ভাবনা দেখলেই পলায়ন করেছি
এখন এর সাথে ঘুরতে হবে
পার্কে যেয়ে গল্প করতে হবে
কিভাবে কথা বলা শুরু করবো, কি বলবো
পরিচিত কেও যদি এসব দেখে ফেলে
বিশাল দুশ্চিন্তার বিষয়। তার চাইতে একা থাকা ভালো।
এখন আর অরকম নাই
৩৯|
১৮ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
মঞ্জুর প্রযুক্তিপ্রেমী বলেছেন: Bohut santitey asi rey vai......behuda kamer moddey nai
২২ শে আগস্ট, ২০১২ রাত ১১:১৮
ইমরান হক সজীব বলেছেন:
কোনটা বেহুদা কাজ, প্রেম ভালোবাসা?
একমাত্র ১৮ বছর পর্যন্ত বলা যায় রিলেশন থাকা ভালো না কারন বয়স কম থাকার জন্য এরা ভুল সিদ্ধান্ত নিতে পারে বা পড়াশোনা ইত্যাদির ক্ষতি হতে পারে।
আপনি কি জানেন পশ্চিমা দেশে প্যারেন্টসরা সন্তান ইচ্ছাকৃত সিঙ্গেল থাকলে মনোচিকিৎসক দেখান।
দুঃখ পেলাম ভাই, আপনি বলতে পারতেন আপনার কাছে ভালো লাগে না কিন্তু বেহুদা কাজ কিভাবে বলেন।
ওটা পৃথিবীর, মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
৪০|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:২১
ফ্রিঞ্জ বলেছেন: 'একলা শালিক' বলেছেন: নিক দেইখাও বুঝলি না রে পাগলা! [ব্যাপক উথাল-পাথাল বান-ভাসানিয়া ইমো হইবে]
২২ শে আগস্ট, ২০১২ রাত ১১:২১
ইমরান হক সজীব বলেছেন:
সামুকে বলেন একটা [ব্যাপক উথাল-পাথাল বান-ভাসানিয়া ইমো] তৈরি করতে, তাহলে আমিও ওটা ইউজ করতাম
৪১|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩৫
তাহিতি তাবাসুম বলেছেন: আপনার দুঃখের দিন শেষ।university of south asia তে ভর্তি হয়ে যান।
২২ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৭
ইমরান হক সজীব বলেছেন:
আগে জানলে কি আর এই ভুল করতাম
হাহাহাহা, দারুন মজার হয়েছে আপনার কমেন্টটা
৪২|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৫
তামিম ইবনে আমান বলেছেন:
আমি চিঙ্গেল হিসেবে গর্বিত । অন্তত পকেটে কিছু টাকা অক্ষত থাকে
২২ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩০
ইমরান হক সজীব বলেছেন:
সিঙ্গেল হওয়া কোন গর্বের বিষয় না।
৪৩|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫০
ShusthoChinta বলেছেন: দুনিয়ার থুরি সামুর সব আবিয়্যাত্তা পোলাপাইন দেখি একখানে জড়ো হৈয়া চরম হাউকাউ লাগাই দিছে! ঠিকাছে,আমিও যোগ দিলাম "দুনিয়ার মজদুর থুক্কু সিঙ্গেল এক হও,এক হও"!
২২ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৩
ইমরান হক সজীব বলেছেন:
এই হাওকাও তো মনে হয় না কারো কানে পোঁছাচ্ছে
৪৪|
১৯ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৮
ভেজা আকাশ বলেছেন: প্রত্যেকটি মানুষের কিছু না কিছু কষ্ট থাকে। আপনার মাত্র একটা কষ্ট?! কষ্ট করে অন্য একটা 'কষ্ট' জোগাড় করেন! আমার মন বলছে ,'তাহলে এই কষ্টটা লাঘব হয়ে যাবে।'
২২ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫৮
ইমরান হক সজীব বলেছেন:
আমি মনকে ভালো নিয়ন্ত্রন করতে পারি, কোন কষ্ট আমার স্বাভাবিক জীবনকে নষ্ট করতে পারে না খুব একটা।
অনেক ধন্যবাদ পরামর্শ দেয়ার জন্য।
৪৫|
১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:০৩
....... বলেছেন: আমি ও ২৭ বছর ৯ মাস ধইরা সিঙ্গেল... এইটা একই সাথে আমার বয়সও নির্দেশ করে! ওয়েলকাম টু দা ক্লাব ব্রো!
একা ইজ বেটার দেন ছ্যাকা
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:০১
ইমরান হক সজীব বলেছেন:
ছ্যাকার ভয়ে আপনি সারাজীবন একাই থাকবেন
৪৬|
১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:০৮
স্বপ্ন পথের পথিক বলেছেন: তাহিতি তাবাসুম
বলেছেন: আপনার
দুঃখের দিন শেষ।
university of south asia
তে ভর্তি হয়ে যান।
তামিম ইবনে আমান
বলেছেন:
আমি চিঙ্গেল
হিসেবে গর্বিত ।
অন্তত পকেটে কিছু
টাকা অক্ষত থাকে
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৪
ইমরান হক সজীব বলেছেন:
সেই টাকা দিয়ে আপনার আব্বাকে মুড়ি কিনে দেন গিয়ে, আর বইলেন যে তিনি যেন একা থাকে আজ থেকে
৪৭|
১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:১৪
ভেজাল মানুষ বলেছেন:
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৮
ইমরান হক সজীব বলেছেন:
মানে আপনেও সিঙ্গেল
৪৮|
১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:১৯
ইনফাইনাইট বলেছেন: কাউনট ++
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:১১
ইমরান হক সজীব বলেছেন:
ধন্যবাদ
৪৯|
২২ শে আগস্ট, ২০১২ দুপুর ১:১২
মন জানালা বলেছেন: আমি সিঙ্গেল এবং আমার প্রেম করের ইছা ও নাই
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৭
ইমরান হক সজীব বলেছেন:
ভালো কথা যে আপনি আপনার মত জানালেন।
কিন্তু ইচ্ছা না থাকা ভালো না
৫০|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই আমার লেখা পড়লেই বুঝবেন আমি যে সিংগেল
আফনে নি কি খালি ডাটা এন্ট্রি মারবেন নাকি কামের কাম মাইনে কুনু ব্যবস্থা ও কৈরা দিবেন ![]()
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:২৭
ইমরান হক সজীব বলেছেন:
বলেন কি ভাই, যে নিজের ব্যাবস্থা করতে পারেনা সে অন্যের ব্যাবস্থা করবে!!
অবশ্য ঠিক যে এই ব্যাপারে কখনো কখনো নিজের চাইতে অন্যের ব্যাবস্থা করা সহজ হয়। আচ্ছা, দেখুমনে
ভাই, আপনাকে তো বেশ স্মার্ট মনে হয়, আপনি সিঙ্গেল ক্যামনে
তাহলে আমার মত মানুষ কি করবে
৫১|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৭
রুদ্রাক্ষী বলেছেন: আমি বরাবরই সিন্গেল....এমনই থাকবো ............ডাবল হওয়ার ইচ্ছে আগেও ছিলোনা এখনও নেই।এবং এটা নিয়ে কোনরকম দুঃখবোধও কাজ করে না।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৫
ইমরান হক সজীব বলেছেন: তাহলে আপনি ভালো না
উপরে একজনকে বলেছিলাম-
'একমাত্র ১৮ বছর পর্যন্ত বলা যায় রিলেশন থাকা ভালো না কারন বয়স কম থাকার জন্য এরা ভুল সিদ্ধান্ত নিতে পারে বা পড়াশোনা ইত্যাদির ক্ষতি হতে পারে।
আপনি কি জানেন পশ্চিমা দেশে প্যারেন্টসরা সন্তান ইচ্ছাকৃত সিঙ্গেল থাকলে মনোচিকিৎসক দেখান।'
আমি ক্লাস এইট নাইন থেকে কিছু আগে পর্যন্ত আপনার মত ভেবেছি । একা একা ঝামেলা বিহীন জীবন, চিন্তা বিহীন জীবন। কিন্তু বিষয়টা ভালোভাবে বোঝার পর আমার মত চেঞ্জ হয়েছে।
আপনি আপনার মত জানালেন, কিন্তু এটা সমাজের জন্য আদর্শ না আর যেটা সমাজের জন্য আদর্শ না তার মধ্যে আমি নাইক্কা।
৫২|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৪
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: আমি মনে হয় ডাবল !
৫৩|
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:০৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: