![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ প্রথমবার যখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করে তখন দেশে হরতাল, অবরোধ সহ নানা সংকট বিরাজমান। প্রধান বিরোধী দল বিএনপি এক দিনের জন্য সব স্থগিত করেছিল আনন্দ মিছিলের জন্য। সাধুবাদ জানাই তাদের এই সিদ্ধান্তকে। আমরা এখন ধারাবাহিক ভাবে কোয়ার্টার জিতে সেমিফাইনাল, অতঃপর ফাইনাল জিতে, টেস্ট স্ট্যাটাস পাওয়ার মাত্র ১৩ বছরের মাথায় বিশ্বকাপ নিয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখছি। আর এমনই যদি হয় তবে বিরোধী দল বিএনপিকে প্রথম ধাপে সেমিফাইনালে যাওয়ার জন্য ১ সপ্তাহ পরে বিশ্বকাপ জিতার জন্য ১ মাসের জন্য কর্মসূচী স্থগিত করা উচিত। মানুষকে নিশ্চিন্তে উল্লাস করার সুযোগ দিতে হবে না..?
বাংলাদেশের বিশ্বকাপ জয়ের এই কর্মসূচী আমি না বানাইয়া বিরোধী দল বানাইলে খুব ভালো হত।মাস ব্যাপী উল্লাসের ফাকে ফাকে হাটু ভাঙ্গা বিরোধী দলের বাকী নেতা কর্মী গুলুরে ১৪ সিকে ঢুকাইয়া আন্দোলনের অপপদ্ধতিকে জয় করা যেত।পেট্রোল বোমা আন্দোলনের ভাষা হতে পারে না। সেই সাথে দমন পীড়নের যত অভিনব পদ্ধতি সরকার এ জাতিকে শিখিয়ে দিত। এতে সবচেয়ে লাভ হত সরকারের কারন তারা তালমাতাল অবস্তায় আছে কখন কি হয় বলা যায় না।
এমন যদি হত.. সব সিনেমার মত...
আমরা আশাবাদী বাংলাদেশ বিশ্বকাপ জিতবে আর এটাকে উপলক্ষ করে রাজনৈতিক সমাধানের পথ সুগম হবে।
"বাংলাদেশ অমর হোক, পুনরুদ্ধার হোক এবং অক্ষত থাকুক গনতন্ত্র"
২| ১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৪:০৯
BM SALEK MAHBUB বলেছেন: আমরা আশা করতেই পারি,আমাদের পথ এখনও খোলা আছে।বাকীটা সময়ের ব্যাপার বলে মনে করছি।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৩:১৫
মিতক্ষরা বলেছেন: বাংলাদেশ দল বিশ্বকাপ ফাইনালে উঠলে রাজনৈতিক সংকটের সমাধানও হয়ে যেতে পারে। সেই কারনেই বাংলাদেশ দলের ফাইনালে যাওয়া উচিত।