![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"প্রেম করলেই বিয়ে করতে হবে এমন কোন কোথা নাই" এই কথা বলার সাথে সাথে শতকরা ৯০ জন আঙ্গুরফল টকএর সাথে তুলনা করবেন,কোন সন্দেহ নাই।জেমস দ্যা বস এর "যদি কখনো ভুল হয়ে যায় তুমি অপরাধ নিওনা......জেনে নিও তুমি সে দিনের মত আজো তোমাকে ভালোবেসে ভালো আছি"।গানটা শুনে লিখতে ইচ্ছে করল। আসলেই ত প্রেম করে বিয়ে করতে দিচ্ছে না ত সমাজই। আবার আপনি বিয়ে করছেন না বা করবেন না সেটাতেও সমাজের ব্যাপক মাথা ব্যাথা। সমাজের এত মাথা ব্যাথা পারে নাই ইভটিজিং দূর করতে, পারেনাই নারী নির্যাতন দূর করতে, পারে নাই নারীদের সঠিক মর্যাদা দিতে।পারছে কি কলেজ ভার্সিটিতে পড়তে আসা মেয়ে গুলোকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে? নিজেদের ছেলে মেয়ে গুলোর আড়ালে আবডালে তথা কথিত প্রেমের নামে নয় ছয় খেলা থেকে বিরত রাখতে?নিজের ছেলেটা সপ্তাহে দুই দিন কই থাকে খবর আছে?নাই, এইগুলো মাথা ব্যাথার বিষয় না।কারন তাহলে মাথা কেটে ফেলতে হবে এর ওটা করা ত সম্ভব না।
পারবে খালি একটা জায়গায়,মেয়ে বিয়ে দেব ছেলে হতে হবে ভালো চাকুরিধারী বা ১ম শ্রেণীর কোন ব্যাবসায়ী যার মাথার চান্দি খালি এবং বিশাল সাইজের ভুঁড়ি আছে,এইগুলো টাকাওয়ালাদের লক্ষন।মেয়েদের সুখের ব্যাবস্তা কড়া এই সমাজের গুরু দায়িত্ব।কিন্তু১০/১৫ বছরের বড় একটা ব্যাটাকে নিজের মতের বিরদ্ধে বিয়ে করে কয়টা মেয়ে সুখে আছে???
কেথা পুরি এই সমাজ ব্যাবস্তার!!!!!!!!
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৫ দুপুর ১:৪৫
ছাসা ডোনার বলেছেন: সুন্দর লিখেছেন, এটাই বাস্তব!!!!!!!!!!!!!