![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মঞ্চ ছিল প্রস্তুত, জনতা ছিল উত্তাল, বাতাসে ছিল আশু মুক্তির ঘ্রান।মানুষ অধীর আগ্রহে মুক্তির ক্ষন গুনছিল। আফসোস এ জাতি সেই নেতা খুঁজে পেল না, যে কিনা ১৬ কোটি মানুষের অধিকার টুকু নিশ্চিত করতে পারে, যে কিনা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেনা, যার স্বজন প্রিয়তা ১৬ কোটি মানুষের জন্য,...১৬ কোটিতে এমন মিনিমাম ১৬০০ নেতা আছে যারা উপরের কাজ গুলু করতে পারে।আমাদের পার্লামেন্টে আসন ত মাত্র৩০০। দোহাই লেজ টেনে ধরে রাখবেন না, যথাযথ মুল্যায়ন করুন । সে দিন বেশি দূরে নয়, এদেশে ভাসানী, মুজিব, জিয়া, শেরে বাংলারা আবার বীর দর্পে মঞ্চ কাপাবে।
©somewhere in net ltd.