নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখে যাব যত দিন এই মনে রবে প্রজ্বলিত শিখা।

BM SALEK MAHBUB

BM SALEK MAHBUB › বিস্তারিত পোস্টঃ

আই ওয়াস

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

আইওয়াস ইস এ পার্ট অফ পলিটিক্স। বাঙ্গালীর সর্ট টাইম মেমোরি লুজ, আজকে কি ঘটল, এটার ফলাফল কি,প্রতিকার কি, এসব না ভেবে কালকে সামনে কি এলো সেটা নিয়ে নাচানাচি। ১৬ কোটি মানুষের দেশে একদিনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে এবং ঘটছেও।সে গুলুর মধ্যে ২/১ টা জাতীয় ইস্যু থাকতেই পারে যে গুলু নিয়ে জনগন প্রতিবাদ, মানববন্ধন সবই করে আলটিমেটলি রেজালট জিরু।ঠিক সেই সময় বিশেষ মহলের মদদ পুষ্ট,নাম মাত্র অরাজনৈক সংঘটন লেপ মুরি দিয়ে থাকে।
এই সংঘটনের কাজ যখন বড় কোন ইস্যু লাইম লাইটে আসে,জনমনে ক্ষোভের বিস্তার করে ,ঠিক তখনই অন্য একটা ঘটনাকে ঘিরে আন্দলন,আবরোদ,লাঠি মিছিল,মসাল মিছিল নানান কর্মসূচী দিয়ে জনগনের স্বার্থে আঘাত করার মত ইস্যুগুলু ধামাচাপা দেয়া।
যুদ্ধাপরাদিদের বিচার থেকে শুরু করে তনু হত্যা পর্যন্ত সব ঘটনা একের পর এক সময়ের সাথে হারিয়েগেছে।
পয়েন্ট টু বি নোটেড, গত ১০ বছরে যদি কোন আন্দোলন সফল হয় সেটা হচ্ছে প্রাইভেটের শিক্ষার্থীদের উপর জনৈক মন্ত্রীর হিসেবে ১০০০০ টাকার ৭.৫% এ ৭৫০০ টাকা ভ্যাট এর আন্দোলন।
বাকী সব মানুষের আই ওয়াসের কর্মসূচী।
শাহবাগি সংঘঠন কোন তরুন প্রজন্মের উদ্দীপ্ত সংগঠন হতে পারে না, তারা মুখশধারী, ক্ষমতাসীনের মদদ পুষ্ট সংঘঠন।যারা সাধারন মানুষের পক্ষে আন্দোলনের নামে ক্ষমতাসীনের ছত্রছায়ায় দেশ ও জনগনকে বিভ্রান্ত করছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনি নিজেই কি জাতীয় সমস্যার অংশ?

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

BM SALEK MAHBUB বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। জাতীয় ইস্যু গুলু জনগনের স্বার্থের সাথে সম্পৃক্ত। এই দৃষ্টি থেকে আমিও জাতীয় সমস্যার ভুক্তভুগী।
আশা করি উত্তর পেয়েছেন।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

বিজন রয় বলেছেন: সব আই ওয়াশ।

৪| ১৩ ই মে, ২০১৬ ভোর ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


ভাবার সময় হয়েছে, কিছু একটা পথ বের করেন জাতির জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.