নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আকাশ

যার সপ্নে আছে হাজার রং এর ঘুড়ি যার বাস্তবতায় আছে কষ্ট যার ভালবাসায় আছে মানুষের মন যার বন্ধু মানে দু:খ শেয়ার করা সেই হল আমি

সাব্বির আকাশ › বিস্তারিত পোস্টঃ

এিজোর

০৪ ঠা মে, ২০১৫ সকাল ১০:৪৯

আমরাতো অনেকেই জমজ ও জোড়া লাগা ভাইবোনদের দেখেছি/শুনেছি। কিন্তু এিজমজ আর জোড় লাগা কারোর কথা কি কেউ শুনেছেন।হ্যাঁ ঠিক তাই হয়েছে।
কুলসুম অরূপে কুসুম আর রকি। বিয়ের ৮ বছর হলো কিন্তু কোন সন্তান হয়নি আজো।আমাদের সমাজে মেয়েদের অবস্থান আজো সেই পুরাতন। মেয়ের সন্তান হতে দেরী হলে আজো ভাবা হয় দোষটা মেয়ের ই।মধ্যবিও্য পরিবারের সদ্যসরা সমাজের ভয়ে ছেলের ঘরের সন্তানের জন্য চাপ প্রয়োগ করে। তার মধ্যে যদিও সন্তান হয় তা ছেলেই হতে হবে।আজো আমরা সেই এিপ্রিকালই রয়ে গেছি। যাক মূল বিষয়ে আসি। অনেক ডাক্তার কবিরাজ করে একটা সুখবরের জন্য।অবশেষে এলো সেই সংবাদ। বহুল কাঙ্খিত সংবাদ পেয়ে পরিবারের সবাই খুব খুশি।রকির মা তো রিতি মতো ছেলের বউকে মাথায় তুলে রাখছে।সবার শুধুই একটাই কথা ছেলে চাই।কুসুমের তখন ৫ মাস রকি হঠ্যাৎই বলল আলটাসোনগ্রাফি করবেে।যা হয় ফলফল ভুল তথ্য। ছেলে হবে তাও ২ জন। আনন্দে তো সবাই পারে না নাচে।
ঠিক সময় ডেলিভারির কথা হলেও সময়ের ঠিক ৪ দিন আগের শিশুর জন্ম হয়।ডাক্তার তো অবাক অপারেশন করে অবাক। এক নয় দুই নয় তিন তিনটা শিশু জমজ এবং জোড় লাগানো।তাও ছেলে হলে কথাটা মেনে নিতো সবাই।কিন্তু শিশু গুলো ছিল কন্যা।
তারপর????????????????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.