![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিক টিক টিক টং টিক টিক টিক টং।ঘড়িটা ঘন্টার পর ঘন্টা এমন করেই চলছে।দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে সাপ্তাহ সাপ্তাহ পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর। ঘরিটা চলছে অবিরাম।কোন বিশ্রাম নেই।সময়টাকে ধরে রাখা যায় না।তাই ঘড়িটাও টিক টিক টিক টং ।একটা বছর যায় আর সপ্নেরর পথটা ছোট হয়।সপ্নকে বাস্তবে রূপ দিতে সময় হয় সপ্নচারী।সপ্নকে দ্রুত ধরার জন্যই সময় এগিয়ে চলে। সপ্ন যখন হয় এক অধরা কল্পনার জগৎ। তার এই জগৎ কে একেবারে চ্যালেন্জের মুখে দার করিয়ে দেয় সময়।টিক টিক টিক টং।একই সুরে একই তালে সপ্নচারী সপ্নকে দ্রুত নিকট থেকে দূরে করার চেষ্টা করে।সপ্ন যখন এমন অবস্থায় ঠিক তখন যে এই চ্যালেন্জটাকে গ্রহন করতে পারবে সেই সপ্নকে ধরতে পারবে।
পর্বঃ১
২| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩
সাব্বির আকাশ বলেছেন: ধন্যবাদ ভাইয়া পবের পর্বটি আসতে একটু সময় লাগবে।
সাথেই থাকুন
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৪
বিজন রয় বলেছেন: অনেক ছোট লেখা, পড়তে ভাল লেগেছে।
দেখি পরের পর্ব কি হয়।
সপ্নচারী নয় স্বপ্নচারী হবে।
শুভকামনা।