নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আকাশ

যার সপ্নে আছে হাজার রং এর ঘুড়ি যার বাস্তবতায় আছে কষ্ট যার ভালবাসায় আছে মানুষের মন যার বন্ধু মানে দু:খ শেয়ার করা সেই হল আমি

সাব্বির আকাশ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৯


২০০৫-২০১৬ মাঝে ১১ টা বছর। তখন বোধয়
ক্লাস ফাইভে পড়ি।তিনটা ছেলে পুরা
স্কুলের শান্ত বাহীনি কিন্তু দুষ্টমিতে
সেরা।ম্যাম বলতো তোদের একটা দড়ি
দিয়ে বাইন্ধা রাখবো। যেখানে যাবো
তিনজন এক সাথে। বার্ষিক পরিক্ষা হল
মাঝে বন্ধ তাই যে যার মতো ঘুরাঘুরি
নিয়ে ব্যাস্ত।ক্লাস শুরু হলো কিন্তু দুই বন্ধু
আর আসে না ভাবলাম হয়তো কয়েকদিন পর
আসবে। না তাও এলো না কিন্তু মনের
কোঠায় দুটো নাম চিরস্থায়ী হয়ে গেল।
অনেক খুজাখুজি করেও পাওয়া গেল না।আজ
থেকে প্রায় কয়েক দিন আগে রোজার
শেষে ফেবুর মাধ্যমে আর তাদের সাথে
যোগাযোগ। আজ আমার সেই বন্ধুদের
একজনের সাথে দেখা হল।কি যে ভাল
লাগছে বলে বুঝানোর মতো নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.