![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উচ্চশিক্ষিত
আসছে দুর্গাপুজায় মম রহমান ফিচারিং মিক্সড অডিও এ্যালবামঃ
দুর্গাপুজা সামনে রেখে বাজারে আসছে অডিও মিক্সড এ্যালবাম "ভালোবাসা সীমাহিন"। এই এ্যালবামে থাকছে লিজেন্ড সিঙ্গার ফাহমিদা নবি,কনক চাঁপা। জি বাংলার সারেগামাপা খ্যাত শিল্পী বিন্দিয়া খান।সুর বাংলা এপার ওপার খ্যাত শিল্পী বর্না।চ্যানেল আই সেরাকন্ঠ খ্যাত শিল্পী ইতি,ইউসুফ।মার্কস অল রাউন্ডার চ্যাম্পিয়ন শিল্পী প্রমি।এছাড়াও থাকবে মম রহমান,রাশেদ,রাজিব,আকাশ এবং আকিব রশোন এর গাওয়া দ্বৈত ও একক গান।এ্যালবামটির গান লিখেছেন সাঈদ রহমান,মোহায়মিনুল,মাসুদ,মম রহমান,আকাশ।সঙ্গিত পরিচালনা করেছেন মম রহমান।উল্লেখযোগ্য গানগুলো হলো উড়ে যেতে চাই,সীমাহিন ভালোবাসা,ঘুম নেই,ভালোবাসা এনে দেই ইত্যাদি।এ্যালবামটি বাজারে আসবে মম মিউজিক এর ব্যানারে।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
চলন বিল বলেছেন: দুর্গাপূজা কি?