নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুম্ভকর্ণের ঘুমের দেশে দানবেরা আছে জেগে

লেখক নাম : সাইইদ উজ্জ্বল

সাঈদ উজ্জল

সাইইদ উজ্জ্বল\nলিটলম্যাগ কর্মী

সাঈদ উজ্জল › বিস্তারিত পোস্টঃ

আমরা আসলে কার বিরুদ্ধে যুদ্ধ করছি।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

আমেরিকা যখন মানবতা বিরোধী ট্রাইবুন্যালকে সমর্থন দিলো আমার মনে হয়েছিলো এটা এদের মুখের কথা মনের কথা না।



আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন পড়ে না বিশ্ব রাজনীতির প্রেক্ষপটে এটা প্রমানিত সত্য। আসলে কি ঘটতে যাচ্ছে আমাদের এই বাংলাদেশে? আশেপাশের দেশগুলোতে চোখ বুলালেই কিছুটা অনুমান করা যাবে।



মিয়ানমারে নির্বিচারে চলছে মুসলিমদের ওপর হামলা। শ্রীলংকার সরকারের ওপর তামিল জনগোষ্ঠিকে গণহত্যার অভিযোগ ওঠছে। পাকিস্থানতো অনেক আগেই ফাকিস্থান হয়ে গেছে। ভারতের কিছু কিছু জায়গায় অস্থিরতা চলছে।



তাহলে কি পুরো দক্ষিন এশিয়াকেই মধ্যপ্রাচ্য বানিয়ে ফায়দা লুটতে চায় সাম্রাজ্যবাদিরা? বিভিন্ন ধরনের জাতিয়তাবাদকে উস্কে দিয়ে, নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে নিজের স্বার্থকে হাসিল করতে চায় ফ্যাসিবাদি গোষ্ঠি। হাতে লাঠি নেয়ার আগে আমার যেন অন্তত একবার ভেবে দেখি আমরা আসলে কার বিরুদ্ধে যুদ্ধ করছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: দালাল সাম্রাজ্যবাদি ফ্যাসিস্ট
অবৈধ মারপ্যাছে
গৃহযুদ্ধ লাগিয়ে এঁরাই বানায় আফগান , ইরাক
আর মাতাব্বরি ফলায়ে ধংশ করে যে কোন জাতিকে ।
রাস্টীয় সম্পদ লুটে করে স্বাধীনতা হরন
হে ঘুম প্রিয় বাঙালী জেগে উটার এখনি সময়
আর সুযোগ না দিয়ে এক হওয়া চাই
ভেঙ্গে বাধা ভয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.