নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা কোন রকমে শেষ , , এখন আমি কর্পোরেট __ > সামুতে কেবল ভ্রমণ ব্লগ লিখি , না আসলে লিখতাম আবার লিখা শুরু করবো , , , শার্ট টাইয়ের নিছে বৈরাগী মনটা এখনও জীবিত আছে তাই মাঝে মাঝে সব কিছু তুচ্ছ করে বেড়িয়ে যাই বাংলার পথে থে থে থে থে থে

সাজিদ ঢাকা

ব্লগিং ছেড়ে দিয়েছিলাম , আবার ফিরে এলুম ম ম ম ম ম

সাজিদ ঢাকা › বিস্তারিত পোস্টঃ

বাংলার পথে (পর্ব ১০ ) -- বগুড়া > ২ ( মহাস্থানগড় ,মহাস্থানগড় জাদুঘর, মানকালীর কুন্ড, জিয়ৎ কুন্ড গোবিন্দ ভিট)

৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৮

বগুড়া কিভাবে যাবেন , কই থাকবেন টা দেখুন পূর্বের পর্বে

বাংলার পথে ( পর্ব ৯ ) -- বগুড়া শহর



বগুড়া শহরের যেখানেই থাকুন না কেন লোকেশনগুলোর নাম বললেই টমটম অর্থাৎ ব্যাটারির গাড়ি বা ভ্যান গাড়ি দিয়ে চলে যেতে পারবেন ।

* এই পর্বে উত্তর দিক থেকে ভ্রমণের জন্য উল্লেখযোগ্য স্থানগুলো দেখানো হোল ----- আগামী পর্বে দক্ষিন B-) ;)



উত্তরে প্রথম চলে আসুন সুলতান সাহেবের মাজারে , তিনি সদুর বল্লখদেশ থেকে এখানে এসে রাজা পরশুরামকে পরাজিত করে ইসলাম ধর্ম প্রচার করেন ।



আগে কটকটি কিনুন , , মহাস্থানের বিখ্যাত কটকটি



এবার উপরে চলুন , এটাই মাজার , এটার পিছনে একটা বরই গাছের সামনে বড় পাথর আছে যেটা খোদার পাথর ভিটা নামে পরিচিত ।



মানকালীর কুন্ড



জিয়ৎ কুন্ড - কথিত আছে সুলতানের সাথে যুদ্ধের সময় রাজা পরশুরাম তার মৃত সৈন্যদের এই কূপে ফেললে তারা জীবিত হয়ে যেত , এই খবর পেয়ে সুলতানের নির্দেশে শকুন কূপের পানিতে মাংসের টুকরা ফেললে কূপটি তার ক্ষমতা হারায়





কাটা দুয়ার



এবার একটু দূরে মহাস্থানগড় জাদুঘর



সারি সারি দরজা



গোবিন্দ ভিটা



একটা ম্যাপ



পুরোটা জায়গাই মহাস্থান , তবে এখানে সাইনবোর্ড /:)/:)



করতোয়া নদী





আগামী পর্বে - বেহুলার বাসরঘর ও মোহাম্মাদ আলি প্যালেস মিউজিয়াম :P:P



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৭

অপলক বলেছেন: দারুন লিখেছেন। ধন্যবাদ..... চালিয়ে যান। 8-|

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫১

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ :):)

২| ৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৮

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: অসাধারণ ফুডু পোস্ট........ আগের পর্বের মতই ভাল হইছে.......চালায়ে যান........ সাথে আছি.....

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫২

সাজিদ ঢাকা বলেছেন: সাথেই থাকুন , , , আরও ভালো করে লিখার চেষ্টা করছি । । । । :):)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩২

ব্যাকপ্যাক বলেছেন: সুন্দর পোস্ট। আপনি চাইলে আমাদের সাথে অবসরে কাজ করতে পারেন।
বিনিময়ে ফ্রি ভ্রমন সুযোগ অথবা বেতন যেকোনো একটি নিতে পারেন।

ওফারটা পছন্দ হলে আপনার CV ইমেইল করুন: [email protected]

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৪

সাজিদ ঢাকা বলেছেন: আগামিকাল ভাববো , , কাল ল্যাব এক্সাম

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৫

ফারজুল আরেফিন বলেছেন: +++++ :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৩৯

সাজিদ ঢাকা বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.