নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা কোন রকমে শেষ , , এখন আমি কর্পোরেট __ > সামুতে কেবল ভ্রমণ ব্লগ লিখি , না আসলে লিখতাম আবার লিখা শুরু করবো , , , শার্ট টাইয়ের নিছে বৈরাগী মনটা এখনও জীবিত আছে তাই মাঝে মাঝে সব কিছু তুচ্ছ করে বেড়িয়ে যাই বাংলার পথে থে থে থে থে থে

সাজিদ ঢাকা

ব্লগিং ছেড়ে দিয়েছিলাম , আবার ফিরে এলুম ম ম ম ম ম

সাজিদ ঢাকা › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসুন -- "কেন্দ্রীয় মৎস্য মেলা ২০১৩ "

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৭

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রমনা বটমূলের কাছে শুরু হয়েছে কেন্দ্রীয় মৎস্য মেলা ২০১৩ , মেলা চলবে ( ৩-৭ জুলাই)। বাংলাদেশ অ্যাকুয়্যারিষ্ট এর ফাউন্ডার এডমিন শামিম ভাইয়ের মাধ্যমে জানতে পেরে চলে গেলাম আজকে । নানা রকমের মাছ দেখে ভালই লাগলো । অনেকেই হয়তো বলবেন মাছের মেলা দেখার কি আছে , মাছের বাজার কম কি :P :P নিচের ফটু দেখুন , ভালো লাগলে সশরীরে চলে যাবেন , আর না লাগলে ভার্চুয়াল ঘুরা তো হলই ই ই ই



প্রবেশ পথ





প্রবেশ পথে বড় মাছ দিয়ে সকলকে স্বাগতম





শীলা কাঁকড়া













গলদা ব্রুড













যান্ত্রিক নৌকা

















বড় বড় রুই কাতল আইর পাঙ্গাস মাছ ও কেনা বেচা হচ্ছে





বিক্রি হচ্ছে শিং মাগুর তেলাপিয়া





বাংলাদেশ অ্যাকুয়ারিষ্ট

































তেলাপিয়া পোনা





চিংড়ির পোনা বিভিন্ন বয়সে









ফরমালিন সনাক্ত করার মেশিন





ধন্যবাদ সবাইকে। ঘুরে আসার আমন্ত্রন রইলো , আরও অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে , সব গুলোর ছবি দয়ে পারলাম না । মেলাতে মৎস্য সংক্রান্ত যে কোন সমস্যা নিয়ে যেতে পারেন , কিনতে পারেন মাছের পোনা , মাছের খাবার , জানতে পারেন মাছ চাষের আধুনিক সব পদ্ধতি।



> অনেক মাছের নাম দিতে না পাড়ায় ক্ষমা করবেন।

> বানান ভুল ক্ষমা করবেন।



পরিবেশ পরিচ্ছন্ন রাখুন , , রেখে আসবেন পদচিহ্ন আর নিয়ে আসবেন শুধুই ফটোগ্রাফ।



=============================================

সাজিদ ঢাকা'র ভ্রমণ পোস্ট সংকলন

=============================================

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

গৃহ বন্দিনী বলেছেন: ভারচুয়ালি মেলায় ঘুরে ফেললাম। কষ্ট করে আর যাওয়া লাগলো না। ;) ;)

ফরমালিন শনাক্ত করার মেশিন করার মেশিনটার দাম কেমন? এবং কোথায় পাওয়া যায় জানাবেন একটু ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৭

সাজিদ ঢাকা বলেছেন: অত্যন্ত দুঃখিত আপনাকে তথ্যটি দিতে না পেরে , আই মেশিনের উপর অনেক গুলো লিফলেট এনেছিলাম কিন্তু সব গুলোই বাসে ড্রাইভারের পাশে রেখে আসি :( :( :(

২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট ++++
বৃক্ষমেলায় গিয়েছিলাম , দুঃখজনক হলেও দর্শনার্থী বলতে গেলে ছিলই না !
চারটা গাছ কিনেছিলাম :)

ভালো থাকবেন :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩১

সাজিদ ঢাকা বলেছেন: হুম আমি যে দিন গিয়েছিলাম ঐ দিন প্রচুর বৃষ্টি ছিল , কেও ই ছিল না কিন্তু এই কথা পোষ্টে বলি নি , অনেকে যাওয়ার আগ্রহ হারাবে , , আমি অবশ্য কোন গাছ কিনি নি , ধন্যবাদ :) :)

আচ্ছা আপনি না বিদেশে থাকেন , দেশে আসছেন নাকি ? ?

৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

আমিনুর রহমান বলেছেন:


জানতাম না মেলার কথা ... আজকে ওই এলাকায়ই ছিলাম, জানলে যাওয়া যেত।

পোষ্টে +++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩

সাজিদ ঢাকা বলেছেন: আহ আরেক দিন আগে দিলেই আপনি যেতে পারতেন , , ,

ধন্যবাদ :) :)

৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৪

খেয়া ঘাট বলেছেন: মাছের পোনা,
দেশের সোনা ।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++্
একগুচ্ছ প্লাস।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৪

সাজিদ ঢাকা বলেছেন: :P :P :P ধন্যবাদ :) :)

৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ++++++++++++++


দারুন পোস্ট!!!!!!!!

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ :) :)

৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

মামুinসামু বলেছেন: মাছর সাথে মধুর সম্পর্কটা কোথায়?

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

সাজিদ ঢাকা বলেছেন: খাঁটি মধু খাইতে সম্পর্ক লাগে না :) :)

৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

কষ্টসখা বলেছেন: ভালো লাগলো

০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৮

সাজিদ ঢাকা বলেছেন: ধন্যবাদ :) :)

৮| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:২৬

সোহাগ সকাল বলেছেন: যেতে পারছি না! :( ছবিগুলো দারুণ! :)

০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৮

সাজিদ ঢাকা বলেছেন: গেলে ভালো লাগতো , :) :)

৯| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: হুম ভ্রাতা । দেশে আসছি কিছুদিন হয় :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৫

সাজিদ ঢাকা বলেছেন: :) :) :) দেশে কৈ কৈ ঘুরলেন , , আপনার ট্রাভেল পোস্ট গুলান কিন্তু পড়তাম

১০| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

হৃদ যমুনার জল বলেছেন: গেসিলাম।খারাপ না।তবে ছবি তুলিনি :(

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭

সাজিদ ঢাকা বলেছেন: উম খারাপ না :) :)

১১| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৯

সাদা রং- বলেছেন: কয়টা থেকে কয়টা পযন্ত মেলা ওপেন থাকবে?

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭

সাজিদ ঢাকা বলেছেন: সকাল ১০ টা থেকে রাত ৮ টা :) :)

১২| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রবেশ পথের বড় মাছ দেখে ব্যাপক মজা পেলাম।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৯

সাজিদ ঢাকা বলেছেন: পলিথিনে ঢাকা , তা না হলে সাথে একখান ফটু তুলতাম :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.